কি বলবো, কিভাবে বলবো আর কিভাবে যে শুরু করবো যে লেখা কিছুই বুঝতে পারছি না। আসলে, কালকে থেকে আমি অনেক মানসিক অশান্তিতে আছি। আর থাকবোই না কিভাবে বলুন? আজ যদি আপনার একটি অনেক শখের একটা কিছু কোন কারণ ছাড়াই নষ্ট বা হারিয়ে যায়, তাহলে আমার মনে হয় সবারই মানষিক অশান্তি হওয়াটা স্বাভাবিক ব্যাপার। তবে আমার কাহিনীটা একটু অন্যরকম সবার থেকে।
ঘটনার শুরু ৫ থেকে ৭ দিন আগে থেকে। আমি সম্ভবত গত মাসের ৮ বা ৯ বা ১০ তারিখে একটি মোবাইল সেট কিনি। এটি অবশ্য আমি কিনি সেলবাজার.কম থেকে খুঁজে বের করে। সেটটির মডেল হলো iPhone 3GS. সেটটির দাম নিয়েছিল ৩৭০০০ টাকা। মোবাইল সেটটি কেনার সময় ছেলেটি বলেছিল যে, এটি তার দুলাভাই আমেরিকা থেকে পাঠিয়েছে। আর এখন সে টাকার সমস্যার জন্য বিক্রি করতেছে। যাই হোক, আমি সেটটি এইভাবে কিনেছিলাম। কিন্তু, গত ৫ থেকে ৭ দিন আগে আমার বড় ভাইয়ার কাছে রাতে একটা নম্বর থেকে কল আসে। সেখান থেকে বলা হয় যে তারা ডিবি অফিস থেকে কল করেছে। আমার ভাইয়া মনে করেছিল যে, কেউ হয়তো বা এমনিতেই জালাতন করতেছে। এইজন্যে ভাইয়া অনেক বকাবোকি করেছে। কিন্তু, তারপরও আবার অনেকবার কল আসে এবং বলে যে আমার ভাইয়ার সাথে জঙ্গিদের যোগাযোগ আছে। তখন আমারভাইয়া অনেক ভয়ে পেয়ে যায় এবং আমাকে বিষয়টা বলে। তখন আমারও অনেক চিন্তা হয়, যে হঠাত করে আবার কোন সমস্যায় পড়লাম।
তারপর আমার ভাইয়া বিষয়টি আমার ভাইয়ার অফিসের বসকে খুলে বলে। তখন তিনি তার এক বন্ধু ডিবি অফিসারকে ব্যাপারটা তদন্ত করার জন্যা জানায় এবং তিনি আশ্বস্ত করেন যে তিনি সাহায্য করবেন। পরেরদিন, আমার ভাইয়া আবার অফিসে গেলে ভাইয়ার বস ভাইয়াকে ডেকে বলে যে ঘটনার সত্যতা মিলেছে। আপনাকে ডিবি অফিস থেকেই কল করা হয়েছিল। আপনাকে আজ বিকেল ৫ টার সময় ডিবি অফিসে দেখা করতে বলেছে। তারপর আমার ভাইয়া ঠিক ৫ তার সময় ডিবি অফিসে গিয়ে দেখা করে। সেখানে তারা বলে প্রথমে সেই একই কথা বলে যে জঙ্গিবাদ নিয়ে। তখন ভাইয়া বলে যে, না, আমার এরকম কোন কারও সাথে কোন যোগাযোগ নেই। তারপর তারা বলে যে, আমরা আপনার মোবাইলটা গত ১ মাস ধরে পর্যবেক্ষন করছি। আপনি কখন, কখন এবং কার, কার সাথে কথা বলেন এগুলো আমরা জানি।
তখন তারা আমার ভাইয়াকে আমার মোবাইল নম্বরটা দেখিয়ে বলে যে আপনি তো এই নম্বরটাই ব্যবহার করেন। তখন ভাইয়া আমার নম্বর দেখে বলে যে, না, এটা আমার নম্বর না। এটা আমার ছোট ভাইয়ের নম্বর। তখন আবার তারা বলে যে, আপনার ছোট ভাই কি মোবাইল সেট ব্যবহার করে এবং কতদিন ধরে ব্যবহার করে? তাখন ভাইয়া সব সত্যি কথা বলে দেয়। তারপর, ডিবি অফিসার আমাকে কল করে ডিবি অফিসে আসতে বলে তাড়াতাড়ি এবং আমার ভাইয়াও আমাকে আমার মোবাইল সেটটা নিয়ে আসতে বলে তাড়াতাড়ি। তখন আমি আরো বেশি চিন্তিত হয়ে পড়ি। আমি অনেক চিন্তা করতে করতে ডিবি অফিসে গিয়ে পৌঁছাই। সেখানে গিয়ে প্রথমে আমি অনেক ভয় পাই। কারণ, আমি কোনদিনও এর আগে ডিবি অফিসে যাই নাই। তারপর, তারা আমাকে আমার গত এক মাসের সকল কলের ইতিহাস এবং আমি কোথায়, কোন বাসায় থেকে কোথায়, কোথায় কল করেছি এবং তাদের ছবিসহ সকল তথ্য আমাকে দেখায় এবং বলে যে আমি যে মোবাইল সেটটা ব্যবহার করি সেটা নাকি ছিনতাই করা হয়েছিল গত এক মাস আগে।
মোবাইল সেটটি ছিল একজন সচিবের। সেই সচিব নাকি মোবাইল সেটের জন্য কেস করেছিল তাদের কাছে। এখন আমি তাদেরকে বললাম যে, আমি মোবাইল সেটটি কিনেছি সেলবাজার থেকে। না, কিন্তু তারা কিছুতেই আমার মোবাইল সেটটি আমাকে আর ফেরৎ দিতে রাজি হলেন না। আমি বললাম যে, তাহলে আমি যে এতগুলো টাকা দিয়ে মোবাইল সেটটা কিনেছিলাম তাহলে আমার টাকাগুলোর কি হবে? তখন তারা এ বিষয়ে কিছু বললেন না। শেষ পর্যন্ত আমি বললাম যে তাহলে আমার সীমটা অন্তত আমাকে দেন কিন্তু তারা সেটাও আমাকে দিলান না এবং বললেন যে আমি আর এই নম্বরের কোন সীম ব্যবহার করতে পারবো না। তখন আমার সব শেষ।
আমার আম, ছালা সব গেল। অবশ্য আমি যে ছেলেটির কাছ থেকে মোবাইল সেটটি কিনেছিলাম তার মোবাইল নম্বর আমার কাছে ছিল এবং আমি তার মোবাইল নম্বরটি ডিবি অফিসারকে দিয়ে আসি এবং তাকে বলে আসি যে, আমাকে যেন আমার টাকা ফেরৎ পাওয়ার জন্য সাহায্য করে। সে বলেছে যে, আমাকে সে সাহায্য করবে। তারপর, সেখান থেকে দুইভাই মনটা খারাপ করে চলে আসি বাসায় এবং ভাবতে থাকি যে কি থেকে কি হয়ে গেল। আমার আর কালকে থেকে কিছু ভালো লাগছে না। সবকিছু কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। আমি বুঝতেও পারছি না যে আমি এখন কি করবো? মোবাইল সেটটা আমার অনেক শখের ছিল। এখন আমি কি ফিরে পাবো আমার মোবাইল সেট অথবা আমার ৩৭০০০ টাকা অথবা আমার প্রিয় সীমটি? কি হবে জানি না? আর ওই ছেলেটির মোবাইল নম্বরটাও বন্ধ আছে।
জানি না, তাকেও কোনদিন খুঁজে পাবো কিনা? আপনারাই বলুনতো, আমার এখন কি করা উচিৎ? আর এটা কেমন আইন হলো? আমার তো কোন দোষ নেই, তাহলে আমি কেন দায়ী হবো আর কেনই বা আমার মোবাইল সেট দিয়ে দিতে হবে? আমি তো আর ছিনতাই করেছিলাম না। আমি তো ঠিকই টাকা দিয়ে কিনেছিলাম। তাহলে আমাকে কেন আমার মোবাইল হারাতে হবে?
আর, গ্রামীণফোনের সেলবাজারের প্রতি আমার প্রশ্ন, কেন তাদের কারণে আজ আমার এই অবস্থা? কেন তারা কোন কিছু না দেখে না শুনে চোর/বাটপারদের সেলবাজারে তাদের পণ্য বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দিতে দেয়। আর এজন্য আমার মত সাধারণ মানুষের যত ভোগান্তির স্বীকার হতে হয়। তাই, আমার মত আর কেউ যেন সেলবাজার থেকে ভালোভাবে না জেনে শুনে কিছু কিনবেন না। তাহলে হয়তো বা আমার মতোই বিপদে পড়তে হবে।
আর আমি এখন স্বপ্ন দেখে যাই শুধু আমার পানিতে চলে যাওয়া টাকা আর সীমটির। পাবো কি না জানি না? আর জীবনে সেলবাজার থেকে কিছু কিনবোনা আর বাংলাদেশের যে আইন আমার মনে হয় তা সংশোধন করা দরকার। আপনারা কি বলেন? আমার জন্য সবাই দোয়া করবেন। 🙁 🙁 🙁
আমি সুমন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 245 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
My Name Is "SuMoN". I'm Study in "Computer Science & Engineering". I Live in Dhanmondi, Dhaka, Bangladesh.
ভাই সতর্ক করিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আর এই সব সমস্যার জন্য দায়ি, গ্রামীন ফোনের সেল বাজার। তারা কাগজ পত্র ছাড়া চোরাই মাল কেন ক্রয় করে। আর এইটার জন্য খেসারত ক্রেতাকেই দিতে হয়। ডিবি অফিস থেকে আপনাকে সাহায্য করা উচিত। আর আপনার সিমটি ফেরত দেওয়া উচিত।