গুগলের থেকে এতদিন আমরা যতগুলো সুবিধা পেয়েছি তার সবগুলোই বেশ জনপ্রিয়। এবার সেখানে যুক্ত হল নতুন আরও একটি। তবে এটির জনপ্রিয়তাও দিন দিন বেশ বৃদ্ধি পেয়েছে। তবে আমাদের চেয়ে বেশি সুবিধা ভোগ করছে আমেরিকার এবং কানাডার জনগন। কারন তারাই কেবল মাত্র পাচ্ছে গুগলের মাধ্যমে ফ্রি কল করার সুবিধা। তবে আস্তে আস্তে গুগল তাদের এই সার্ভিস আরও বৃদ্ধি করবে বলে জানিয়েছে। পুরো বিষয়টি আরও বিস্তারিত জানতে পারবেন নিচের লিঙ্ক থেকে।
http://nextbarisal.com/english/google%20phone%20call%20testing.php
যেহেতু এটি ইংরেজী ভার্সনে লেখা তাই যারা এখান থেকে বা অন্য কোন মাধ্যমে এই বিষয়টি আরও ভাল জানবেন তারা আমাদের সকলকে জানানোর চেষ্টা করবেন কমেন্ট কিংবা নতুন কোন পোষ্ট এর মাধ্যমে। আমি শুধু বিষয়টি জানানোর চেষ্টা করলাম মাত্র।
আমি আল-আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ভালবাসি মানুষকে কেননা এরাই হচ্ছে সৃষ্টির সেরা জীব। যারা আমাকে কাছ থেকে দেখেছে তারা সাক্ষী আমি কারো ক্ষতি চাই না বরং চেষ্টা করি ভাল কিছু করতে। আমার ক্ষুদ্র প্রয়াস থেকেই শুরু করেছি বাংলা ভাষায় টিউটোরিয়াল ও অনলাইন থেকে আয়ের টিপস সম্বলিত ওয়েব সাইট http://nextbarisal.com
এটা দিয়ে বাংলাদেশেও কল করা যায়। প্রতি মিনিট সাত টাকা।
——————————-
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত