গুগল থেকে কথা বলুন ফোন কিংবা মোবাইলে

গুগলের থেকে এতদিন আমরা যতগুলো সুবিধা পেয়েছি তার সবগুলোই বেশ জনপ্রিয়। এবার সেখানে যুক্ত হল নতুন আরও একটি। তবে এটির জনপ্রিয়তাও দিন দিন বেশ বৃদ্ধি পেয়েছে। তবে আমাদের চেয়ে বেশি সুবিধা ভোগ করছে আমেরিকার এবং কানাডার জনগন। কারন তারাই কেবল মাত্র পাচ্ছে গুগলের মাধ্যমে ফ্রি কল করার সুবিধা। তবে আস্তে আস্তে গুগল তাদের এই সার্ভিস আরও বৃদ্ধি করবে বলে জানিয়েছে। পুরো বিষয়টি আরও বিস্তারিত জানতে পারবেন নিচের লিঙ্ক থেকে।

http://nextbarisal.com/english/google%20phone%20call%20testing.php

যেহেতু এটি ইংরেজী ভার্সনে লেখা তাই যারা এখান থেকে বা অন্য কোন মাধ্যমে এই বিষয়টি আরও ভাল জানবেন তারা আমাদের সকলকে জানানোর চেষ্টা করবেন কমেন্ট কিংবা নতুন কোন পোষ্ট এর মাধ্যমে। আমি শুধু বিষয়টি জানানোর চেষ্টা করলাম মাত্র।

Level 0

আমি আল-আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ভালবাসি মানুষকে কেননা এরাই হচ্ছে সৃষ্টির সেরা জীব। যারা আমাকে কাছ থেকে দেখেছে তারা সাক্ষী আমি কারো ক্ষতি চাই না বরং চেষ্টা করি ভাল কিছু করতে। আমার ক্ষুদ্র প্রয়াস থেকেই শুরু করেছি বাংলা ভাষায় টিউটোরিয়াল ও অনলাইন থেকে আয়ের টিপস সম্বলিত ওয়েব সাইট http://nextbarisal.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা দিয়ে বাংলাদেশেও কল করা যায়। প্রতি মিনিট সাত টাকা।

——————————-
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

আমার এত কিছুর দরকার নেই। আমি একটি sip voip soft phone এর একাউন্ট পেয়েছি। এর মাধ্যমে বিশ্বের যেকোন নাম্বারে আনলিমিটেড ফ্রী কল করা যায়। যাকে বলে একদম ঝামেলামুক্ত। কোন লিমিটেশন নেই, অ্যাড নেই, কখনও এমন হয়নি যে কল করেছি এবং কল যায়নি, একদম ক্রিস্টাল ক্লিয়ার কোয়ালিট। প্রথম যেদিন পেয়েছিলাম সেদিন ভাবছিলাম এটা কি জিনিষ হাতে পেলাম। এখন কল করলে এইটা দিয়ে করি। ফ্রী আইডি নেয়া যায় কিনা তা খুজে দেখছি। পাওয়া গেলে টেকটিউনসের বন্ধুদের জন্য ব্যবস্থা হয়ে যাবে।

    ভাইয়া আমাকে এটি পেতে হলে কি করতে হবে? কত টাকা লাগবে একটু Details জানাবেন কি? আপনার ইমেইল আই ডি টা কি দেওয়া যায়?

কম্পানির নাম বলেন আমরা না হয় কিনে নিব, বাহিরে থাকিত তায় দেশে কথা বলতে দরকার হয়।ধন্যবাদ শেয়ার করার জন্য

    আমি যেটা ব্যবহার করি সেটাঃ http://multiline.it । আইডি কিনলে আনলিমিটেড ফ্রী কিনা জানিনা। কারন আমি অন্য একজনের কম্পিউটার থেকে পাসওয়ার্ড ভিউয়ার দিয়ে পাসওয়ার্ড দেখে ব্যবহার করি। এটা তাকে তার দোকানের ব্রডব্যান্ড প্রোভাইডার কম্পিউটারে সেটাপ করে দিয়েছিল। এমনকি তাকেও পাসওয়ার্ড দেয়নি। তবে টাকা দিয়ে আনলিমিটেড অনেক কোম্পানির সার্ভিস পাবেন। শুধু গুগলে sip voip unlimited subscription লিখে সার্চ দিন।

দেখাযাক গুগল শেয পর্যন্ত আমাদের জন্য কিছু করে কিনা

প্রি হলে ভাল হত।

    ভাই ফ্রি তো আছে কিন্তু আমরা পাচ্ছি না।

Nice post!
– Less talk
– Proper reference

Level 0

জানিয়েছেন ভাল, বাংলা দেশের ভাগ্য !!!!!!!!
ধন্যবাদ আপনাকে।

Level 0

জানিয়েছেন ভাল, তবে বাংলা দেশের ভাগ্য !!!!!!!!
ধন্যবাদ আপনাকে।

ভাই আমি (ফ্রি তে না ) কম টাকায় দেশে কথা বলতে চাই , কি বাবে, তা জানতে চাই ,

    ভাই আমি ভিওআইপি লাইন এর নাম শুনেছি কিন্তু কখনো ব্যবহার করিনি বলে পরামর্শ দিলাম না। তবে আপনি খোজ করতে পারেন।