কেমন আছেন সবাই? অ-নে-ক দিন পর আজকে টিউন করতেছি। বিশাল ছুটির সময় পার করলাম। ইচ্ছা ছিল এই অবসর সময়ে অনেক টিউন করবো। কিন্তু ভাগ্য আমার সহায় হলো না। দীর্ঘ এই সময়টা টেকটিউনস বন্ধ ছিল। 🙁 এই সময় অন্যান্য সাইট ভিজিট করেছি ঠিকই কিন্তু কোথাও শান্তি পাই নাই। আমার একটাই দাবি টেকটিউনসের স্থায়ি সমাধান চাই।
আমার আজকের টিউনের বিষয় হলো বিজ্ঞাপনহীন ব্রাউজিং। অর্থাৎ ওয়েব সাইটের বিরক্তিকর বিজ্ঞাপন থেকে চির মুক্তি। Ad Muncher নামের ছোট এই অসাধারন সফটওয়্যারটি থেকে যে যে সুবিধা পাবেন তা হলোঃ
এছাড়াও আরও কত কি!
বিস্তারিত এখানে।
Windows 95, 98, ME, NT4, 2000, XP, 2003, Vista, 7
Ad Muncher 4.81 এটি মাত্র 1MB। সাথে পোর্টেবল ভার্শনও দেওয়া আছে।
চিত্রের মত করে কাজ করে যান। তাহলেই ফুল ভার্শন হয়ে যাবে। 😀
আশা করি সবার কাজে আসবে।
ধন্যবাদ সবাইকে।
আল্লাহ হাফেয।
আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!
ভাল টিউন। আমার যে ফায়ারফক্স আর এড ব্লক? আর এটা ফ্রি নাকি?