আসসালামুয়ালাইকুম,
আজকে আপনাদের একটা এক্সপির ট্রিক্স জানাবো।
সেটা হল উইন্ডোজের ডিফল্ট যিপ এক্সটেনশান ডিজেবল করা, যা যেকোন কোন প্রয়োজনে দরকার হতে পারে
উইন্ডোজের বাই ডিফল্ট জিপ এক্সটেনশান তাড়ান
প্রথমে RUN এ যান START মেনু থেকে
তারপর নিচের টেক্সটি কপি করে রান করা
regsvr32 /u %windir%\system32\zipfldr.dll
একটা কনফারমেশান মেসেজ আসলে OK দিবেন, ব্যাস জিপ এখন আর বাই ডিফল্ট হিসেবে ডিজেবল হয়ে গেছে।
উইন্ডোজের বাই ডিফল্ট জিপ এক্সটেনশান ফিরিয়ে আনা
ডিজেবলতো করলাম এবার যদি আবার এটাকে সক্রিয় করতে চাই তো আমাদেরকে খুব একটা যে কষ্ট করতে হবে তা কিন্তু নয়
শুধু নিচের কোডটুকু রান করান ব্যাস কেল্লা ফতেহ
>>START
>>RUN
regsvr32 %windir%\system32\zipfldr.dll
তবে যাদের সিস্টেম ফোল্ডারে এক্সটেনশানটির ডিএলএল ফাইলটি নেই তাদের ক্ষেত্রে উপরের পদ্ধতিটি অকার্যকর হবে
ভাল থাকবেন
পোষ্টটি পুর্বে আমার সাইটে(http://luckyfm.cz.cc) প্রকাশিত
- আল্লাহ হাফেজ
আমি Lucky FM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 2305 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
উইন্ডোজের ডিফল্ট যিপ এক্সটেনশান এর কাজ কি? এনাবল ডিজেবল এর উপকারিতা কি?