রিমোভ করুন অথবা পুনরায় এনাবল করুন উইন্ডোজের বাই ডিফল্ট জিপ অপশান LuckyFM

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামুয়ালাইকুম,

আজকে আপনাদের একটা এক্সপির ট্রিক্স জানাবো।

সেটা হল উইন্ডোজের ডিফল্ট যিপ এক্সটেনশান ডিজেবল করা, যা যেকোন কোন প্রয়োজনে দরকার হতে পারে

উইন্ডোজের বাই ডিফল্ট জিপ এক্সটেনশান তাড়ান

প্রথমে RUN এ যান START মেনু থেকে

তারপর নিচের টেক্সটি কপি করে রান করা

regsvr32 /u %windir%\system32\zipfldr.dll

একটা কনফারমেশান মেসেজ আসলে OK দিবেন, ব্যাস জিপ এখন আর বাই ডিফল্ট হিসেবে ডিজেবল হয়ে গেছে।

উইন্ডোজের বাই ডিফল্ট জিপ এক্সটেনশান ফিরিয়ে আনা

ডিজেবলতো করলাম এবার যদি আবার এটাকে সক্রিয় করতে চাই তো আমাদেরকে খুব একটা যে কষ্ট করতে হবে তা কিন্তু নয়

শুধু নিচের কোডটুকু রান করান ব্যাস কেল্লা ফতেহ

>>START

>>RUN

regsvr32 %windir%\system32\zipfldr.dll

তবে যাদের সিস্টেম ফোল্ডারে এক্সটেনশানটির ডিএলএল ফাইলটি নেই তাদের ক্ষেত্রে উপরের পদ্ধতিটি অকার্যকর হবে

ভাল থাকবেন

পোষ্টটি পুর্বে আমার সাইটে(http://luckyfm.cz.cc) প্রকাশিত

- আল্লাহ হাফেজ

Level 0

আমি Lucky FM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 2305 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

উইন্ডোজের ডিফল্ট যিপ এক্সটেনশান এর কাজ কি? এনাবল ডিজেবল এর উপকারিতা কি?

    Level 0

    আউয়াল ভাই
    অনেক উইন্ডোজে রার সেটাপ ছাড়াই যিপ সফট অটো দেওয়া থাকে, সেটাকে ডিফল্ট বলা হয়
    আর ধরুন আপনার ওই অপশানটির প্রয়োজন নেই তাই আপনি এটাকে ডিজেবল করতে পারেন
    এটা থাকলে আপনি ইন্ডোজের সেন্ড টুতে কম্প্রেসস বলে একটা অপশান পাবেন, মূলত সেটাই যিপ এক্সটেনশান

আমার ত মনে হয় ওইটা না থাকলে ভাল হবার কোনো কারন ই নাই

    Level 0

    ভাই ওই অপশান না থাকাই ভাইল, কারন ওউটা অন্য কম্পিউটারে এক্সট্রাক্ট করতে গেলে সমস্যা হয়
    যেমন এক্সট্রাক্ট করতে পারেনা

    কি বলেন আমার ত মনে হয় rar ফরম্যাট সবার পিসিতে থাকেনা, বরং zip টাই থাকে

    Level 0

    আমি কিন্তু বলছি ডিফল্ট যিপ অপশানের কথা
    আর আমি নিজে রার ফরমেট বেশি ব্যবহার করি,
    আর রারটাই কিন্তু যিপ অপশান অন-অফ করতে পারে তাই অনয দিকে মুভ করার প্রয়োজন পড়েনা

    ছোট মুখে একখান বড় কথা কই ভাইসাব

    সব পিসি টে যদি উইন্ডোস এক্সপি অথবা সেভেন মানে মাইক্রসফট এর উইন্ডোজ গুলোতে আমার মনে হয় বাইডিফল্ট জিপ টা থাকে, আর এইটা দিয়ে আপনি অনলি ডট জিপ ফাইলগুলোই এক্সট্রাক্ট হয় ডট রার হয় না

    আর আপনি যদি ফাইল রার না করে ডট জিপ ফরমাটে নেন তাহলে কোনো সফট ছাড়াই যেকোন পিসিতে মানে বাই ডিফল্ট জিপ এর মাধ্যমে এক্সট্রাক্ট করতে পারবেন

    ভাল থাকুন……..। ……..ইনজয়……..

    Level 0

    @ ডিস্পারেট
    না সব উইন্ডোজে থাকেনা, কারন ম্যাক্সিমাম পিপল অফিশিয়াল রিলিজড উইন্ডোজ ইউজ করে, আর কিছু কিছু পচা মানুষ আছে যারা সেগুলা ইউজ করেনা, তাদের মদ্ধে আমিও অন্তরভুক্ত
    তাই আমি টিউনের শেষে
    ‘তবে যাদের সিস্টেম ফোল্ডারে এক্সটেনশানটির ডিএলএল ফাইলটি নেই তাদের ক্ষেত্রে উপরের পদ্ধতিটি অকার্যকর হবে’
    এটা লিখে দিয়েছি

    bujhilm na apni amare kon dole , konta poca bollen ar konta valo.

    karon ami jeta use kori seta te sob ase

    Level 0

    পচা বলতে সাইড লাইনে,
    আমি নিজেকে বুঝিয়েছি

    আর হা সব আছে? বলতে কিছুই নেই,
    কারন একেক জনের চাহিদা একেক রকম

ধন্যবাদ LuckyFM ভাই।

    Level 0

    আন্নের ঈদ কেমন গেছে আউয়াল ভাই?

ইয়ান আর কইয়েন না , কোন রকম । অন্নেরে বাশী ঈদ মোবারক।

    Level 0

    আরে বাই মন কষ্ট লন কা,
    আর ঈদ আর পিসিরে লই কাডাইয়া দিছি
    আর হ আন্নেরে আগামী ইদের অগ্রীম ঈদ মোবারক

এই ডিজাবল করা মানেই ঝামেলা , কারন এইটা আমার সবচেয়ে বেশি দরকার

ধন্যবাদ……….

ভাল টিউন আগে দেখিনি এখন দেখার পর কাজেরই মনে হল,রে দেখবো।

আমি win7 ইউস করি তবে টিপ্সের জন্য ধন্যবাদ।