৫০ লক্ষ টাকার কাজ হাত ছাড়া হয়েছিল শুধু লোকের অভাবে…….

অনলাইনে আয় করা অনেক টা কঠিন । তবে এই কঠিন কাজটি সহজ করে ফেলেছিলাম আমি। ঘটনাটা ৩ মাস আগের ।কাজ টা পেয়েছিলাম একটা মার্কেট প্লেস থেকে কাজ টা ছিল মাইস্পেস একাউন্ট তৈরীর ।কিন্তু কাজ শেষ প্রর্যন্ত টিকিয়ে রাখতে পারিনি শুধু মাত্র করানোর লোকের অভাবে ।বায়ারের ডিমান্ড ছিল প্রতিদিন কমপক্ষে ১০০০ একান্ট ।কিন্তু আমি ও আমার টিমের লোক জন মিলে শত চেষ্টা করেও সেটা করতে পারিনি । কারণ আমার আমার টিমে লোক ছিল মাত্র ৮ জন।পর পর দুই দিন রাতে ঘুমাতে পারিনি,কিন্তু সকল চেষ্টা ব্যার্থ হয়ে যায় । ৩ দিনের মাথায় কাজ টা হাত ছাড়া হয়ে যায়। কিছু টাকা পেয়ে ছিলাম শেষ প্রযন্ত। তবে কাজ ঠিক মত করতে না পারায় বায়ারের গালিও কম খেতে হয়নি । কাজ যখন চলে গেল তখন দেখলাম কাজ তা নিয়মিত করতে পারলে কাজ শেষে প্রায় ৫০ লক্ষ টাকা পাওয়া যেত।তার পরেও আবার ঐ রকম একটা কাজ পেয়ে ছিলাম কিন্তু ইচ্ছা করেই নেইনি কারণ জানতাম কাজ টা ধরে রাখতে পারবো না। সমস্যা শুধু একটাই করার লোক নেই । এটা অনেকের কাছে অবিশ্বাস্য লাগতে পারে কিন্তু যারা ফ্রিলান্স করে তারা জিনিস টা জানবে। যা হোক আমি আবার কাজ শুরু করেছি প্রচুর কাজ পেয়েছি ইতোমধ্যে।তবে শুরু তেই প্রয়োজন একটা বিশাল টিম । যারা অনলাইনে আয় করতে ইচ্ছুক তারা আমার টিমে যোগ দিতে পারেন ।১০০% ভাল আয় করতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের কি কাজ দেওয়া হবে সেটা বলতে পারছিনা, তবে যেটাই দেই করতে পারবেন। আর ই-লার্নিং এর ব্যাবস্থা তো আছেই । আপনারা যেভাবে খুশি আপনার টাকা নিতে পারবেন । । ব্যাংক ট্রাšসফার, ফ্লেক্সিলোড কিংবা কুরিয়ার এর মাধ্যমেও নিতে পারবেন ।যারা আমার টিমে যোগ দিতে চান তারা এই লিংকে http://tt24.tk যান এবং রেজি: ফরম পূরন কওে পাঠিয়ে দিন। । তথ্য গুলো অবশ্যই ইংলিশে লিখবেন। আমি এগুলোর মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করবো। </p
যারা এখনও ইনভাইটেশন পান নাই তারা আমাকে এড করে নেন...
yahoo messenger : [email protected]

Level 0

আমি সাহিত্য মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

স্বাগতম, টেকটিউনসে

আপনার উদ্দ্যোগটাকে আমি ব্যাক্তিগতভাবে স্বাগত জানাই
কারন এর মাধ্যমে অনেকে বেকারত্ব গোছানো বা অন-লাইনে আয় করতে পারবে আশা করি

আর অন-লাইনে আয় করাইয় আগ্রহি দের প্রতি আমার বলার থাকবে, আগে শিখুন আর-পর মাঠে নামুন,
এবং এরই সূচনা হিসেবে অন্যের থেকে কাজ নিয়ে করে করে আগে নিজেকে গড়ে তুলুন,
এক-সময় আপনি নিজেই টের পাবেন যে আপনার নিজের কাজ নেওয়ার যোগ্যতা হয়েছে,
নচেত হতাশা ছাড়া কিছুই মিলবেনা
যদিও ব্যতিক্রম ও আছে

ধন্যবাদ

Level 0

আপনার কাজটা কি ওডেস্কের থেকে ছিলো???

Level 0

আগ্রহীর কি কি যোগ্যতা থাকতে হবে?
বিস্তারিত যদি লিখতেন,আমার মত নাদান দের বুঝতে একটু সুবিধা হত।।
🙂

    personal PC
    internet mast….
    আমি training দিয়া নেব . তবে আপাতত facbook বিসয়ে idea লাগবে।
    at least দেখে দেখে word type করার যোগ্যতা থাকতে হবে ।
    আপনার যোগ্যতা যত বেশি থাকবে তত বেশি আয় করতে পারবেন……

দেখি রেজিষ্ট্রেশন করে ।

Level 0

আমি চয়ন ভাইয়ার সাথে একমত। বিস্তারিত লিখতে ভাল হতো।

এই ভাই ১০০০ মাইস্পেস দিয়া বায়ার বেটায় কি করবো

সাহিত্য মাহমুদ ভাই, আমি আপনার সাইটে রেজিষ্ট্রেশন করছি। দয়া করে একটু যোগাযোগ করবেন।

    Level 0

    *** মি ঠু ***

    আপনি সহ সবাই কে বলসি ……google talk and yahoo messenger এ req পাঠাব…না থাকলে setup দেন।

আপনার কাজ গুলো কি microworkers সাইটের মত?
নীতিমালা কই?

Level New

আজ থেকে ৬ মাস আগের কথা প্রতি দিন ১০০০ মাইস্পেস একাউন্ট করে দিতে হবে কাজ পেয়েছিলাম। আমার ফার্ম এর ৫ টা কম্পিউটার শুধু কাজ টা টেষ্ট করার জন্য ১০০ একাউন্ট ওপেন করি। কিন্তু পর দিন দেখি ১০০ একাউন্ট ব্যান করে দিয়েছে 🙁 । সমস্যা টা ছিল আইপি। কারন ৫ টা আইপি দিয়ে ১০০ একাউন্ট করা হয়েছিল যা স্পাম হিসেবে ধরা হয়েছে। তবে আপনাদের প্রতি শুভ কামনা রইল। অনলাইনে যে কাজ ই করেন, কাজ সহজ হলে ও প্রথমে কাজটা টেষ্ট করে নিবেন। আর আমার ই কমেন্টস এ দয়া করে কেউ রাগ করবেন না, আমি শুধু আমার সমস্যা টা শেয়ার করলাম। ভাল থাকবেন সবাই 🙂

    ধন্যবাদ পরামশ দেওয়ার জন্য। বিষয়টা আমার মাথায় আছে।কারন,problem টা আমার ও হয়ে ছিল… আসেন একসাথে কাজ করি।

সাহিত্য মাহমুদ ভাই আপনার এই অফারটা পেয়ে আমার খুব ভাল লেগেছে। তাই আমি একমত আছি। আমার ব্যক্তিগত পিসি ও ইন্টারনেট লাইন আছে। আর তা ছাড়া আমাকে কি ভাবে কাজ দিবেন এবং কাজটা কি? দায়া করে আমাকে খোলে বলেন। আমি আপনার সাইটে রেজিষ্ট্রেশন করেছি দয়া করে আমার সাথে যোগাযোগ করেন।

আপ্নার অফারটা আমার জন্য দারুন হয়েছে। আমি কাজ খুজি কিন্তু বিড জিৎতে পারিনা।

দেখি… রেজিষ্ট্রেশন করলাম…

অনেক ভাল লাগল আপনার এই ব্যবস্তাকে ……..
রেজিষ্টেশন করেছি………….

রেজিষ্টেশন করেছি… কোন উত্তর পাচ্ছি না কেন? আমাকে কি করতে হবে? কিছুই তো বুঝতে পারছি না।

    invitation না পেলে add করে নেন…
    [email protected]
    আপনাদের কাজ বিষয় এক টা site make করসি…এখানে সব দিয়ে দেব।
    as soon as possible এটা নিয়া টিউন করব।

Level 2

আপনার এই অফারটা পেয়ে অনেকই কাজ করতে আগ্রহী আছে বলে মনে হচ্ছে।একটু সময় করে বিস্তারিত লিখে দিলে ভাল হবে। এতে সবাই উপকৃত হবে এবং সেই সাথে আপনার বিশাল একটা টিম তৈরী হয়ে যাবে আপনার সাথে কাজ করার জন্য। অনেক ভাল লাগল আপনার এই উদ্দ্যোগকে …….. তাই আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ।

    ধন্যবাদ আপনাকে…57 জন হয়ে গেছে… বিস্তারিত নিয়ে একটা site বানাচ্ছি…

আমার আইডি ইয়াহুতে এড করিয়ে নিবেন।

khob valo laglo apnar tune ta.

good
Total Online BD
http://www.a2zbd.info

ভাই আপনি যেই সাইট দিয়েছেন তাতে রেজিস্টার করা বহুতই ঝামেলা।আমার গুগোল টক আইডি [email protected].আমাকে এড করুন।আমি আপনার সাথে কাজ করতে চাই

    ঝামেলা!!!!!!!!!!!!!………এটাও যদি ঝামেলা মনে করেন আপনাকে দিয়া অনলাইন আনিং possible না….

ভাই আমি কিন্তু প্রথম দিকেই রেজিষ্ট্রেশন করছি। আমার সাথে আরও ৩ জন লোক আচে আমরা এই কাজগুলো খুব খোজাখুজি করতেছিলাম।
ভাই আমাদের কিন্তু লগে রাইখেন।

ভাই, রেজিস্ট্রেষন তো করলাম , রিপ্লাই তো পাই না। আর আপনারেও এড করলাম, পেন্ডিং অবস্থায় আছে। আপনি কখন চ্যাট-এ বসেন, জানাবেন।
আর রেজিস্ট্রেশনের মধ্যে জিটক-কে রিকিওয়ার্ড না করে ইয়াহু ম্যাসেন্জার দিলে ভালো হতো।

Level 0

দেখি আপনার টিমে যোগ দেয়া যায় কিনা

ভাইয়া আমি আপনার টিমে যোগ দিতে চাই।

First I want to thanking you for this important tune. This is Billah from Khulna. I’m also working with an online team. We are about 20 people working together on PTC site of “donkeymails”. I’m interesting to join with your team. If once I success, all of my team members ‘ll join with you. I can give you long tine in a day. About 10+ hours daily. Please add me in your yahoo messenger list.

My yahoo ID- [email protected]
gmail ID- [email protected]
Mobile- 01912299845 / 01712888244

ভাল উদ্দ্যোগ।

——————————-
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

Level 0

অনেক ভাল লাগল আপনার এই tune
রেজিষ্টেশন করেছি, আমি আপনার টিমে যোগ দিতে চাই
[email protected]

Level 0

আমি রেজিষ্টেশন করেছি । আপনার টিমে যোগ দিতে চাই
ধন্যবাদ আপনাকে ।

আমি রেজিষ্টেশন করেছি । কাজ করতে চাই।
ইয়াহুতে এড একসেপ্ট করার জন্য ধন্যবাদ আপনাকে ।

bhaia apnar tune ti onak nice hoice . ami techtune onek din dora visit kori , kintu tune kori ni , akhon apnar tune ti paye khub valo laglo , asa kori apne amake apnar work e niben . laz motamuti pari kintu website and other jinis na thakay korte pari ni . tai apnar ai mohot uddog ke saagoto janai , amar moto onek bekarer kormosongsthan hobe ,

again

thank you for your tune

registration korlam accept koiren

Level 0

registration korlam asha kori accept korben
group korar jonno
thanks.

Level New

ভাই আমিও রাজি ,একটু শিখাইয়া দিয়েন ।

আমি কোরেল ও ইউলিড এবং ৩ডি ছাড়াও ৬ রকম ভিডিও স্টুডিওর কাজ পারি

Level 0

Ami Kaj korte issuk, Amar skype ID: shahin.1972, Ami oDesk a Article writing a kaj kori,

via, ami kaj korte chai…valo nirdesona pela, asa kori valo vabe kaj kor te parbo…..bt apner http://tt24.tk site e gia reg korar kono kisue pelam na….onno kono upay ki ase…..