অনলাইনে আয় করা অনেক টা কঠিন । তবে এই কঠিন কাজটি সহজ করে ফেলেছিলাম আমি। ঘটনাটা ৩ মাস আগের ।কাজ টা পেয়েছিলাম একটা মার্কেট প্লেস থেকে কাজ টা ছিল মাইস্পেস একাউন্ট তৈরীর ।কিন্তু কাজ শেষ প্রর্যন্ত টিকিয়ে রাখতে পারিনি শুধু মাত্র করানোর লোকের অভাবে ।বায়ারের ডিমান্ড ছিল প্রতিদিন কমপক্ষে ১০০০ একান্ট ।কিন্তু আমি ও আমার টিমের লোক জন মিলে শত চেষ্টা করেও সেটা করতে পারিনি । কারণ আমার আমার টিমে লোক ছিল মাত্র ৮ জন।পর পর দুই দিন রাতে ঘুমাতে পারিনি,কিন্তু সকল চেষ্টা ব্যার্থ হয়ে যায় । ৩ দিনের মাথায় কাজ টা হাত ছাড়া হয়ে যায়। কিছু টাকা পেয়ে ছিলাম শেষ প্রযন্ত। তবে কাজ ঠিক মত করতে না পারায় বায়ারের গালিও কম খেতে হয়নি । কাজ যখন চলে গেল তখন দেখলাম কাজ তা নিয়মিত করতে পারলে কাজ শেষে প্রায় ৫০ লক্ষ টাকা পাওয়া যেত।তার পরেও আবার ঐ রকম একটা কাজ পেয়ে ছিলাম কিন্তু ইচ্ছা করেই নেইনি কারণ জানতাম কাজ টা ধরে রাখতে পারবো না। সমস্যা শুধু একটাই করার লোক নেই । এটা অনেকের কাছে অবিশ্বাস্য লাগতে পারে কিন্তু যারা ফ্রিলান্স করে তারা জিনিস টা জানবে। যা হোক আমি আবার কাজ শুরু করেছি প্রচুর কাজ পেয়েছি ইতোমধ্যে।তবে শুরু তেই প্রয়োজন একটা বিশাল টিম । যারা অনলাইনে আয় করতে ইচ্ছুক তারা আমার টিমে যোগ দিতে পারেন ।১০০% ভাল আয় করতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের কি কাজ দেওয়া হবে সেটা বলতে পারছিনা, তবে যেটাই দেই করতে পারবেন। আর ই-লার্নিং এর ব্যাবস্থা তো আছেই । আপনারা যেভাবে খুশি আপনার টাকা নিতে পারবেন । । ব্যাংক ট্রাšসফার, ফ্লেক্সিলোড কিংবা কুরিয়ার এর মাধ্যমেও নিতে পারবেন ।যারা আমার টিমে যোগ দিতে চান তারা এই লিংকে http://tt24.tk যান এবং রেজি: ফরম পূরন কওে পাঠিয়ে দিন। । তথ্য গুলো অবশ্যই ইংলিশে লিখবেন। আমি এগুলোর মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করবো। </p
যারা এখনও ইনভাইটেশন পান নাই তারা আমাকে এড করে নেন...
yahoo messenger : sajol002@yahoo.com
আমি সাহিত্য মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
স্বাগতম, টেকটিউনসে
আপনার উদ্দ্যোগটাকে আমি ব্যাক্তিগতভাবে স্বাগত জানাই
কারন এর মাধ্যমে অনেকে বেকারত্ব গোছানো বা অন-লাইনে আয় করতে পারবে আশা করি
আর অন-লাইনে আয় করাইয় আগ্রহি দের প্রতি আমার বলার থাকবে, আগে শিখুন আর-পর মাঠে নামুন,
এবং এরই সূচনা হিসেবে অন্যের থেকে কাজ নিয়ে করে করে আগে নিজেকে গড়ে তুলুন,
এক-সময় আপনি নিজেই টের পাবেন যে আপনার নিজের কাজ নেওয়ার যোগ্যতা হয়েছে,
নচেত হতাশা ছাড়া কিছুই মিলবেনা
যদিও ব্যতিক্রম ও আছে
ধন্যবাদ