লিনাক্সে মোবাইল পিসি স্যুট হিসেবে ব্যবহারের জন্য wammu নামের একটি চমতকার সফটওয়্যার রিপোতে রয়েছে। এটিকে বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের মোবাইলের পিসি স্যুট হিসেবে ব্যবহার করা যায়। তবে এতে বিভিন্ন সুবিধা থাকলেও নকিয়ার S60 সিরিজের সিম্বিয়ান বেসড মোবাইলগুলোর সাথে বন্ধুত্ব একটু কম। তবে চিন্তার কিছু নেই, এর সমাধান আছে।
S60 Remote নামের মাল্টিপ্লাটফর্ম সফটওয়্যারটি মূলত তৈরি করা হয়েছে নকিয়ার S60 সিরিজের মোবাইলগুলোর কথা চিন্তা করে। এটিকে বলা যেতে পারে লিনাক্সে S60 সিরিজের মোবাইলগুলোর পিসি স্যুট। এটি সাধারণত নকিয়া Nseries এবং XpressMusic সিরিজ ভালো সাপোর্ট করে। এর উল্লেখযোগ্য ফিচারসমূহ হচ্ছেঃ
১ Contact যোগ করা অথবা সম্পাদনা করা।
২ SMS পড়া, স্টোর, পাঠানো।
৩ মোবাইলের ফাইল ব্রাউজিং।
৪ মোবাইলের বিভিন্ন তথ্য সম্পর্কে জানা।
ইন্সটলেশনঃ
এখান থেকে আপনার ডিস্ট্রো অনুযায়ী প্যাকেজ নামিয়ে ডবল ক্লিক করে ইন্সটল করে ফেলুন। ডিপেনডেন্সি থাকলে সেগুলো আগে ইন্সটল করুন।
যেভাবে কাজ করবেন(উবুন্টু/মিন্টে):
১ প্রথমেই আপনার মোবাইলকে ব্লু-টুথ ডিভাইসের সাথে pair করে নিন। এবার ডাউনলোডকৃত DEB প্যাকেজটি extract করুন। সেখানে data.tr.gz প্যাকেজটি extract করে পাওয়া ফোল্ডারগুলোতে S60-remote.sis এবং pys60.sis এ দুটো ফাইল খুজে সেগুলো ফোনে ট্রান্সফার করুন। মোবাইলে সেগুলো ইন্সটল করে নিন।
২ এবার Office=>Series60Remote এবং মোবাইলে S60-remote চালু করুন। চালু করার কিছুক্ষন পর আপনার ডিভাইসটি দেখা যাবে। next চাপার পর আপনার কাছে জানতে চাইবে মোবাইলে S60-remote.sis এবং pys60.sis ইন্সটল করা হয়েছে কিনা? যেহেতু ইন্সটল করা হয়েছে সেহেতু next চাপুন।
৩ এবার কানেক্ট করার স্ক্রিন আসবে। কানেক্ট করার পর এরকম দেখাবে। এমন ও হতে পারে ৭৫% হওয়ার পর থেমে আছে। ঘাবড়ানোর কিছু নেই বন্ধ বা মিনিমাইজ না করে অন্য ট্যাবগুলো দেখুন।
এখানে ৫ টি ট্যাব আছে। এগুলো হলো Summery, Message, Contact, File, Device।
Summery: আপনার মোবাইলটি কতক্ষন কানেক্ট আছে, ব্যাটারি চার্জ ইত্যাদি দেখায়।
Message: আপনি এখান থেকে বিভিন্ন contact এ SMS পাঠাতে পারবেন। স্ক্রিনশট।
Contact: আপনার মোবাইলে থাকা Contact দেখা যাবে। সেই সাথে আপনি contact add/edit করতে পারবেন।
File: আপনার মোবাইলের ফাইলগুলো দেখতে পাবেন।
Device: আপনার মোবাইলের বিভিন্ন তথ্য জানতে পারবেন।
উল্লেখ্য সবগুলো ফিচার S60 সিরিজের মোবাইলে কাজ নাও করতে পারে। সাপোর্টেড মোবাইলের লিস্ট পাবেন এখানে।
আশা করি সফটওয়্যারটি সবার কাছে ভালো লাগবে, বিশেষ করে যারা wammu দিয়ে মোবাইল কানেক্ট কিংবা দরকারি সার্ভিস পেতে ব্যর্থ হয়েছেন।
আমি জাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাজের টিউন। ধন্যবাদ।
——————————-
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত