ফেসবুকে রিমোট লগ আউট সুবিধা

সাইবার ক্যাফে বা বন্ধুর কম্পিউটার ফেসবুক ব্যবহার করে যদি লগআউট করতে ভুলে যান বা কোন কারণে লগআউট করা না যায় তাহলে একাউন্টে নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকতে হয়। যদি পরবর্তিতে অন্য কোন কম্পিউটারে বসে পূববর্তী কম্পিউটারে লগআউট করা যায় তাহলে কেমন হয়! যেমনটি করা যায় জিমেইলে। ফেসবুক সমপ্রতি রিমোট লগআউট করার সুবিধা দিয়েছে, ফলে পূর্ববর্তী সেশনেগুলো থেকে সহজেই লগআউট করা যাবে নিজের একাউন্ট। এজন্য ফেসবুক লগইন করার সময় কম্পিউটারের নাম নিচ্ছে।
রিমোটলি লগআউট করতে ফেসবুকে লগইন করার পরে উপরে ডানে Accounts থেকে Account Settings যেতে হবে। এবার Account Security এ ক্লিক করলে Most Recent Activity শিরোনামে চলতি কম্পিউটারটি এবং Also Active শিরোনামে লগইন সক্রিয় অবস্থায় আছে এমন কম্পিউটারের সময় (তারিখ, সর্বশেষ সময়), কোথায় (শহর, প্রদেশ, দেশ, আইপি), ব্রাউজার, অপারেটিং সিস্টেম, কোন কম্পিউটারে ফেসবুক ব্যবহার করেছেন ইত্যাদি তথ্যসহ তালিকা দেখাবে। এখন তালকাভুক্ত পূর্ববর্তী কম্পিউটার থেকে লগআউট করতে উক্ত সেশনের ডানে End Activity লিংকে ক্লিক করলেই হবে
সূত্র: http://www.shamokaldarpon.com/?p=2333

Level 3

আমি এস এম মেহেদী আকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

+88-0155-2333272


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এরকম বিপদে একবার পড়েছিলাম। তবে এখন জানি। ধন্যবাদ শেয়ার করার জন্য।

মেহেদী ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ।

Level 0

মেহেদি ভাই ঠিকই বলেছেন, জিমেইলের সুবিধাটি এখন ফেইসবুকে আছে, নিরাপত্তা জোরদারের আরো একটা পন্থা অবলম্বন

Level 0

ধন্যবাদ আপনাকে মেহেদী ভাই।