কেমন আছেন টিউনার ও ভিজিটরগন? আশাকরছি ভালই আছেন। আমি আজ আপনাদেরকে দুটি টেকনিক্যাল প্রোবলেম সম্পর্কে অবগত করব যার মুখোমুখি আমি হয়েছিলাম এবং সুযোগ নিয়েছিলাম। চমৎকার এই দুইটি টেকনিক্যাল প্রোবলেম দুইটি হল-
গ্রামীণফোন এর টেকনিক্যাল প্রোবলেম
আমরা অনেকেই গ্রামীণফোন এর ব্যাকআপ সার্ভিস সম্পর্কে জানি। এই সাভির্স নিলে ব্যাকআপ করার জন্য প্রথম তিন দিন ফ্রী ইন্টারনেট দেয়, যাতে আপনি কেবলমাত্র ব্যাকআপ করতে পারেন। এই তিন দিন ইন্টারনেটের p4 এ্যাকটিভ থাকে । আর জিপিতে বলা ছিল কেবলমাত্র একটা লিংক ছাড়া অন্যকোন লিংকে প্রবেশ করা যাবে না, যার ঠিকানা হল http://mb.grameenphone.com/mobilebackup/wap এবং এই কাজটি করতে হবে GPRS সাপোর্টেড মোবাইল সেট হতে। কিন্তু সার্ভিসটি এ্যাকটিভ করার পর মোবাইল এবং মডেম দিয়ে মোবাইলে অথবা পিসিতে ঐ লিংক ছাড়াও সকল লিংকে তিন দিন আনলিমিটেড ইন্টারনেট চালানো যায়। আর এতে মোট খরচ হয় মাত্র ২৬ টাকা। এটাই ছিল গ্রামীণফোনের টেকনিক্যাল প্রোবলেম। আমি কয়েকবার এইভাবে চালানোর পর হঠাৎ কয়েকদিন আগে দেখি আর কাজ করে না। তখন হেল্পলাইনে ফোন দিলাম। তারা আমাকে জানালো আসলে ঐটা আমাদের একটা টেকনিক্যাল প্রোবলেম ছিল। এখন শুধুমাত্র ঐ একটা লিংকে প্রবেশ করা যাবে। এরপর হতে মাত্র ২৬ টাকায় তিন দিন আনলিমিটেড ইন্টারনেট চালানো সম্ভব হয়নি। হা হা হা হা..........................................................
কেমন লাগলো টেকনিক্যাল প্রোবলেমটি?
বাংলালিংক এর টেকনিক্যাল প্রোবলেম
এটা প্রায় বছর পাঁচেক আগের কথা। বাংলালিংকের একটা সার্ভিস ছিল যাহা হল বাল্ক মিনিট অফার। তিনশত টাকায় ১০০ মিনিট ক্রয় করা। আমি এই সার্ভিসটি এ্যাকটিভ করলাম। নিয়ম অনুসারে এক মিনিট কথা বললে ক্রয় করা মিনিট হতে এক মিনিট কেটে নিবে। কিন্তু আমি যেকোন নাম্বারে আধাঘন্টা অথবা এক ঘন্টা কথা বললে মিনিট কেটে নিত মাত্র ২/৩ মিনিট । আমি হেল্পলাইনে তাদেরকে জানালাম। তারা আমাকে বলল আমরা আসলে কিছুই বুঝতে পারছিনা। আমার ক্রয় করা ১০০ মিনিট হতে এক সপ্তাহ আনলিমিটেড কথা বললাম এবং আমার ব্যালান্স হতে কাটলো মাত্র ৩০ মিনিটের মত। এক সপ্তাহ পর হতেই দেখি এক মিনিট কথা বললে এক মিনিটই কাটছে । তারপর বুঝতে পারলাম তাদেরা টেকনিক্যাল প্রোবলেম ঠিক হয়েগেছে। হা হা হা হা...........................
কেমন লাগলো টেকনিক্যাল প্রোবলেমটি?
কেউ আমাকে এই কথা বলবেন না যে রুহুল ভাই অসাধু উপায়ে এই সকল সার্ভিস গ্রহন করেছে। কারণ---
বাংলালিংকে তিনশত টাকা দিয়ে ১০০মিনিট ক্রয় করেছি। কিন্তু সিস্টেমেটিক্যালি ব্যালেন্স না কাটলে আমার কি করার আছে? না ব্যবহার করলে ব্যালেন্সতো একমাস পরে শূন্য হয়ে যাবে।
আর জিপি সকল লিংকে তিন দিন আনলিমিটেট চালানো গেলে আমার কি করার আছে?
আমি [আইটিপ্রেমী রুহুল ]। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 1077 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"মাতৃভাষায় জানতে চাই, শিখতে চাই " ----- ([email protected])
অসাধারন টেকনিক্যাল প্রোবলেম। তবে গ্রামীনফোনের এই প্রোবলেমটা থাকা উচিত ছিল। আমার তো ৩ দিন আনলিমিটে ইন্টারনেট ব্যবহার করতে পারতাম।