প্রযুক্তি চর্চার মুক্তমঞ্চ টেকনোলজিবিডিকে দেখুন নতুন রূপে

প্রযুক্তির সকল চাহিদা পূরণ করেত নতুন সাইট technologybd এর যাত্রা শুরু হল শিরোনামটি  হয়ত অনেকেরই পরিচিত। বাংলা ভাষায় প্রযুক্তি চর্চার মুক্তমঞ্চ প্রতিষ্ঠার লক্ষে http://www.technologybd.com সাইটটির যাত্রা শুরু হয়। ইতোমধ্যে যা অনেকের কাছেই বেশ পরিচিত হয়ে উঠেছে। সাইটটির বিষয়ে আমার টেকটিউনস শুভাকাঙ্খীদের অনেকেরই মতামত ছিল সাইটটির টেমপ্লেট পরিবর্তন এবং সাইটটিকে ব্যবহার বান্ধব করে তোলার জন্য। সকলের মতামতের উপর ভিত্তি করে সাইটের টেমপ্লেট পরিবর্তন সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে।

টেকনোলজিবিডিকে দেখুন নতুন রূপে

সমগ্র পৃথিবী সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে দুর্দান্ত গতিতে।বিজ্ঞান আর প্রযুক্তির কল্যানে আজ রূপকথার গল্পগুলোও বাস্তবে প্রতিষ্ঠিত হচ্ছে। একটা উদাহরণ দিই, এই ধরুণ এই পৃথিবীর সর্ববৃহৎ ইনডোর সী-বিচ জাপানের Ocean Dome এর কথাই । প্রযুক্তির কল্যাণে কৃত্রিমতার স্পর্শে কিন্তু সম্পূর্ণ অকৃত্রিমভাবে মহাসাগরকে তুলে আনা হয়েছে ঘরের মধ্যে। এই প্রযুক্তির কল্যানেই কেমন নিখুতভাবে মানুষ পথ পাড়ি দিচ্ছে গ্রহ থেকে গ্রহান্তরে। মোবাইল ফোন, ইন্টারনেট ইত্যাদির কল্যাণে প্রতিটি মানুষ যেন অদৃশ্য এক বিনিসুতোয় গাঁথা পরেছে।কিন্তু এত কিছুর পরেও আমরা কিন্তু এখনো পিছনেই পরে আছি। আসলে আমি প্রযুক্তি ব্যবহারের কথা বলছি না আমি বলছি বিজ্ঞান ও প্রযুক্তির মুক্ত চর্চার কথা । আমরা আজ ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি কিন্তু প্রযুক্তি চর্চাকে সম্প্রসারিত করার লক্ষে তেমন কোন উদ্যোগ দেখছিনা। কিন্তু আমারা কি সারাজীবন বসে থাকব সুযোগের অপেক্ষায়? আমাদের কি ব্যক্তিগতভাবে কিছুই করার নেই? হ্যা আছে অবষ্যই আছে ,কিন্তু সেজন্য প্রয়োজন একটা প্রযুক্তি চর্চার মুক্তমঞ্চ।যেখানে সবাই একে অপরের সাথে নিজেদের প্রযুক্তিগত জ্ঞান, সৃজনশীলতা, ভাবনা চিন্তা, সমস্যা-সমাধান বিনিময় করবে। আর এ ভাবনা থেকেই সৃষ্টি করেছি http://www.technologybd.com । সকলকে প্রযুক্তি চর্চার মুক্তমঞ্চে আমন্ত্রণ রইল।

বাংলা ভাষায় প্রযুক্তি বিস্তারের লক্ষে যে কেউ technologybd তে subscriber হিসেবে রেজিস্ট্রেশন করতে পারছেন। ইচ্ছা প্রকাশ করলে লেখক হিসেবেও অংশ নিতে পারেন । লেখক হওয়ার জন্য আপনি টেকনোলজি ভিত্তিক কোন বিষয়ের উপর লিখতে চান এবং technologybd তে আর কি কি বিভাগ দেখতে চান জানিয়ে মন্তব্য করুন অথবা মেইল করুন admin@technologybd.com ঠিকানায়। নিজস্ব বৈশিষ্ট্য বজায় রাখতে কোন ধরণের Copy Past লেখা গ্রহণ করা হবে না।

সাইটিতে রয়েছে ইলেকট্রনিক্স, মাইক্রোকন্ট্রোলার, ওয়েব ডেভলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, টিউটোরিয়াল, বিজ্ঞান ও প্রযুক্তি, টেকনোলজি নিউজ, অবাক পৃথিবী, আই.টি. বাজার ইত্যাদি বিভাগ। আজই ভিজিট করুন, বাংলা ভাষায় প্রযুক্তি বিস্তারে আপনিও অংশ নিন।

Level 2

আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দেখলাম সাইটটা ভাল সাইট অনেকটা টেকটিউন্সেরই মতন,ধন্যবাদ তথ্যটি শেয়ার করার জন্য।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 2

আতাউর রহমান ভাই এবং জহিরুল ইসলাম ভাই ধন্যবাদ,
টেকটিউনস বলেন আর টেকনোলজিবিডি বলেন আমাদের উদ্দেশ্য হচ্ছে মুক্তভাবে টেকনোলজি চর্চার বিকাশ ও বিস্তার ঘটানোর পাশাপাশি তার উপযুক্ত প্রযোগের মাধ্যমে আমাদের দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া। আর এই মিশনে সকলের সক্রিয় অংশ গ্রহণ আমাদেরকে গন্তব্যের পথ দেখাবে। আশা করছি সব সময় সাথে থাকবেন।

    Level 0

    একমত
    টেকটিউনস বলেন আর টেকনোলজিবিডি বলেন আমাদের উদ্দেশ্য হচ্ছে মুক্তভাবে টেকনোলজি চর্চার বিকাশ ও বিস্তার ঘটানোর পাশাপাশি তার উপযুক্ত প্রযোগের মাধ্যমে আমাদের দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া

সব সাইট ই সাহায্য করে। আসলেই এসবের দরকার আছে

Thanks

    Level 2

    ধন্যবাদ

জটিল সাইট । আমার ভাল লাগেছ।

    Level 2

    জেনে খুশি হলাম । ধন্যবাদ

লাকি ভাইয়ের সাথে একমত।

    Level 2

    “টেকটিউনস বলেন আর টেকনোলজিবিডি বলেন আমাদের উদ্দেশ্য হচ্ছে মুক্তভাবে টেকনোলজি চর্চার বিকাশ ও বিস্তার ঘটানোর পাশাপাশি তার উপযুক্ত প্রযোগের মাধ্যমে আমাদের দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া।” কথাগুলোর সাথে একমত হওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু শুধুমাত্র কথায় নয় আমাদেরকে উপযুক্ত কাজের মাধ্যমে আমাদের লক্ষ এবং উদ্দেশ্যগুলোকে বাস্তবে প্রতিষ্ঠা করতে হবে। আর এজন্য সকলের সক্রিয় অংশ গ্রহণ একান্ত প্রয়োজন।

ফন্টগুলো আরো বড় করুন।

    Level 2

    মাইক্রোকাতার ভাই মুল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ, ফন্টগুলো বড় করা হয়েছে।

Level 0

ভাল লাগলো এগিয়ে যান। ধন্যবাদ।

ভাই লিঙ্কে তো কিছু দেখায় না ………