আগামিকাল থেকে এস এম এস চার্জ ৫০ পয়সা।

সরকার অবশেষে শোষকদের হাত থেকে বাংলাদেশের মোবাইল গ্রাহকদের বাচাতে এগিয়ে এসেছে। খবরটি যদিও গতকালের তারপরে ভাবলাম টেকটিউন ভাইদের সাথে শেয়ার করি। যে কোন মোবাইল থেকে যে কোন মোবাইলে এস এম এস চার্জ এখন থেকে ৫০ পয়সা (ভ্যাট সহ ০.৫৮ পয়সা) । দেশের বাইরে এস এম এস পাঠাতে চার্জ হবে ২.৫০ টাকা ( ভ্যাট সহ ২.৮৮ টাকা)।

খুশীর বিষয় হচ্ছে সরকার শেষ পর্যন্ত তাদের ঘাড়ে ধরে এই রেট বেধে দিয়েছে। আজকের প্রথম আলোতে গ্রামীনফোন এ সংক্রান্ত ঘোষণা দিয়ে ফেলেছে। অন্য অপারেটররা এ সংক্রান্ত ঘোষণা দিয়েছে কিনা তা এখনো জানা যায়নি। ঘোষণা দিক আর না দিক দেশের যে কোন অপারেটরে এস এম এস চার্জ ৫০ পয়সা । সরকার যদি এ ভাবে মোবাইল অপারেটরদের দিকে একটু নজর দেয় তাহলে জনগন উপকৃত হবে। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা রইল। ভাল থাকবেন সবাই।

Level 0

আমি সুপারম্যান৭৮৬। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন টেক পাগল মানুষ। কবে যে এ দেশ ডিজিটাল বাংলাদেশ হবে সেই দিনের আশায় বসে আছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ খবরটি দেয়ার জন্য।

মাহেল ব্যাপার তো ? টেরাই করে দেখি!

১২টা তো বেজে গেছে 🙂

আমি তো ওয়ারিদ এ ৩৩ পয়সা দিয়ে মারতাম এস এম এস

    চিন্তার বিষয় 😐

    আপনি ভাই ওয়ারিদ দিয়েই চালিয়ে যান। যাদের জিপি ছাড়া কোন উপায় নাই,তাদের জন্য…

    হায় হায়…আমিও তো ওয়ারিদে ৩৩ পয়সায় মারতাম মেসেজ। এখন বাইড়া গেলে মরসি

১২টা তো বেজে গেছে 🙂

    আশা করি কার্যকরী হয়ে গেছে । এস এম এস করে ব্যালেন্স চেক করে দেখতে পারেন।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

পুরা পাঙ্খা হইয়া গেলাম রে…..

আপনি তো পুরা পাংখা হয়ে গেলেন , আর আমিতো পাংখা হয়েই আছি।

ধন্যবাদ খবরটি দেওয়ার জন্য ।

ওয়ারিদে তো ৩৩ পয়সা তাও ভ্যাটসহ , সরকার বাড়াইয়া দিল কেন ? এইটা ঠিক করে নাই ।