আপনার নেটের ২০% ব্যান্ডউইথ বুঝে নিয়েছেন কি?

আমরা অনেকে হয়ত জানিনা উইন্ডোজ আমাদের নেটের ২০% ব্যান্ডউইথ Reserve করে রাখে।আপনি ইচ্ছে
করলে এই Reserve কৃর্ত ব্যান্ডউইথ ব্যবহার করে
আপনার নেটকে করে তুলতে পারেন আর ও গতিময়।আসুন দেখি কিভাবে কাজটি করা যায়:

(১)প্রথমে স্টাট বাটন ক্লিক করে রানে যান
(২)Run এর মধ্যে টাইপ করুন gpedit.msc enter দিন
(৩)Group policy Editior চালু হবে
(৪)এর পরে খুজুন Local computer policy
(৫)এর পরে যান computer configuration
(৬)তারপরে যান Administrative Templates
(৭)Network এ যান
(৮)এর পরে খুজুন QQS Paket Scheduler এবং এতে ক্লিক করুন
(৯)Limit Reservable Bandwidth
খুজে বের করুন এবং এর মধ্যে ডাবল ক্লিক করুন।
(১০)দেখবেন Lmit Reservable Bandwidth propertise নামে একটা উইন্ডোজ আসবে।যার Setting tab এর মধ্যে
দেখবেন not Configured রেডিও বাটনে চেক
দেওয়া আছে।আপনি not configured এর নিচে
যে Enable বাটন আছে এর মধ্যে ক্লিক করে এনাবল
করুন
(১১)এবার দেখুন Bandwidth limit এ দেখুন 20% করা আছে এটাকে আপনি 0% করে দিন।এবার আপনার উইন্ডোজে আর কোন ব্যান্ডউইথ
Reserve করা নেয়।এবার আপনি গ্রুপ পলিসি এডিটর বন্ধ করে দিন।আপনার কাজ শেষ।এখন নেট ব্যবহার করুন আগের চেয়ে গতিময়।এর আগে নেট এর
গতি বাড়ানো নিয়ে একটি টিউন করেছিলাম যা শুধু
উইন্ডোজ xp তে কাজ করত আশা করছি এটা xp
এবং window 7 দুটোতেই কাজ করবে।সেভেন ব্যবহারকারীরা এটা কাজ করছে কিনা জানিয়েন।আমার কাছে নেটের স্পিড বাড়ানোর আর কিছু টিপস আছে যদি
লাগে তাহলে বলেন।এই টিউনটি যদি একজনেরও কাজে
লাগে তাহলে আমার টিউন করা সার্থক হবে।ধন্যবাদ সবাইকে ভাল থাকবেন।

Level 0

আমি yousufshezan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Life is Race and we are the horse in this Race


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Knew it, but many thanks for sharing.

ধন্যবাদ

    আপনাকেও ধন্যবাদ।

Level 0

আপনের টিপস ৭ এ কাজ করে না………

    ভাই ৭ এ কি এ রকম কোন অপশন নাই।মনে হচ্ছে ৭ ই ব্যবহার করতে হবে।

    7a kaj kore ami korci.

    ধন্যবাদ ওয়াসওয়াসিফ ভাই আমাকে নিশ্চিত করলেন।

ধন্যবাদ ……কাজের টিপস…………

    ভাই আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য।

কাজে লাগবে।

ভাল। কিন্তু বুঝতে পারিনা তো স্পিড বাড়ছে কিনা।

    ভাই ব্রাউজ করে কি কোন improve দেখতে পাচ্ছেন না।আমার কিন্ত অনেক improve হয়েছে।আগে ইউটিউবে
    একটা ভিডিও দেখতে অনেক সময় লাগত এখন খুব তাড়াতাড়ি দেখতে পারছি।একটা পেজ লোড নিতে অনেক
    সময় লাগত এখন আগের চেয়েও তাড়াতাড়ি লোড নিচ্ছে এবং ডাউনলোডও মোটামুটি তাড়াতাড়ি হচ্ছে।ব্যবহার
    করতে থাকুন এমনি বুঝতে পারবেন ধন্যবাদ আপনাকে।

Level 0

thanx

টিউন ভালই হয়েছে। এবার পারলে উবুন্তুর জন্য কিছু বলেন।

    আদনান ভাই আপনাকে ধন্যবাদ আর ইনশআল্লাহ উবন্টুর জন্য ও বলব।

20%নিতে গেছিলাম , পরে মনে হইল ৪০% কমছে

মেলাদিন আগেই জানতাম,

তয় কারো যদি কামে লাগে ভালা হইব

শেয়ারের জন্য থ্যাংকু

ভাই windows 7 এ run এর মধ্যে gpedit.msc লিখলে কাজ করেনা।

    Level 0

    Vai koydin 7 chalan?windows 7 এ run এর মধ্যে gpedit.msc লিখলে কাজ করেনা bollen……..

Level 0

plz help me
i have a problem
need help
ami http://www.techtunes.io browse korle SERVER NOT FOUND lekha ti ase

but Unblocked site die techtunes open hoi.

er somadhan ki???????

    শুধু কি টেকটিউনস এ সম্যসা করছে ?

Level 0

acha 20 % reserve kore rakhe kno ?

    ভাই এর জবাব microsoft ভাল দিতে পারবে।

Level 0

Damn!!

Level 0

oneeeeek age theke e use korsi 7 a…valo ase…

    ভাই যা জানি তা শেয়ার করলাম।আমি জানি আপনারা অনেকে এটা জানেন।ধন্যবাদ।

vai 7 a to sothik vabei settings ta ok korlam. akhon dakhta hobe speed bare kina.
R akta kotha net speed baranor jonno r kono tips thakle pls share korben…………………………………

    ভাই একটা সফটওয়্যার আছে টিসিপি অপটিমাইজার যার মাধ্যমে নেটের স্পিড কিছুটা বাড়াতে পারবেন।তবে ভাল মত ব্যবহার বিধি দেখে কাজ করবেন না হলে হিতে বিপরীত হতে পারে।ধন্যবাদ।

vai ami xp use kori. apnar instraction 6no. porjonto ok achay amar pc tay – but 7no. (network) pacchi na-ki korbo doya koray jodi bolan?

    ভাই xp use করলে অব্যশই network অপশনটি আছে যা আপনার চোখের অন্তরাল দিয়ে হারিয়ে যাচ্ছে।আপনি একটু ভাল মত খুজুন দেখবেন পেয়ে যাবেন।তাও আপনাকে একটু সহজ করার জন্য বলি প্রথমে Administrative Templates
    তার নিচে windows components তার নিচে system তার নিচে আপনার আছে network।আশাকরি এবার পারবেন।

দেখি স্পিড বাড়ে কিনা…
ধন্যবাদ।

ধন্যবাদ

উন্ডোজ ৭ ঠিক মতই কাজ করে।

ভাই আমারতো এই error টা মারতেছে windows 7 e।

“windows can not find ‘gpedit.msc’.Make sure you typed the name correctly, and then try again”

    ভাই কাজ তো করার কথা।সবার তো করছে।আপনার মনে হয় কোথা ও ভুল হচ্ছে।ভাল মত পদ্ধতি অনুসরন
    করে কাজ করুন আশাকরি পারবেন।ধন্যবাদ।

Level 0

এতে পিসির অন্য কোন সমস্যা হবে না তো?

Level 2

XP and WIN 7 doitatei valo moto kaj korse.
@তাহসিন: spelling mistake thakle ei error ta show kore.
Thanks for share.