দেখুন কি সুন্দর করে আল্লাহ এ পৃথিবী।দেখুন চোখ ঘুরিয়ে।কত কিছুই না আল্লাহ সৃষ্টি করেছেন।শুধু মাত্র মানুষের জন্য।আল্লাহর তৈরি বিভিন্ন জিনিশ মানুষের বিভিন্ন কাজে আসে।নিচে এরকম পাঁচটি জিনিশের বর্ননা দিলাম:
১/দুধ:আমরা সবাই প্রায় এ ঘটনা জানি।মূসা (আ:) আল্লাহর সাথে তর্ক করতেন।একবার তিনি আল্লাহ কে জিজ্ঞাস করলেন হে,আল্লাহ পাক তোমার যদি কখনো ক্ষিদা লাগতো তাহলে তুমি কি খেতে?।তখন আল্লাহ বললেন,'আমার কখনো লাগবে না'মুসা (আ:) আবার বললেন যদি লাগতো।আল্লাহ আবার সেই একি কথা বললো।কিন্তু মূসা (আ:) বারবার তাকে জিজ্ঞাস করতেই লাগলেন।তখন একপর্যায়ে আল্লাহ বললেন আমার যদি কখনো ক্ষিদা লাগতো তাহলে আমি দুধ খেতাম।এ থেকেই বুঝা যায় দুধ মানুষের জন্য কতটা গুরুত্বপুর্ণ।বাচ্চা জন্মের প্রথম দুই বছর তাকে মায়ের দুধ ই খাওয়ানো উচিত।দুধ এ যে কতটা পুষ্টি আছে তা আমরা কখনো চিন্তাও করতে পারবো না।
২/কালি জিরা:কথিত আছে কালি জিরা একমাত্র মরণ রোগ ছাড়া সকল রোগের মহা ঔষধ।প্রতিদিন যদি ৫-১০ টি করেও কালিজিরা খাওয়া যায় তাহলে অনেক প্রকার রোগ থেকে মুক্তি পাওয়া যাবে।
৩/মধু:মধু কোইষ্ঠকাঠিন্য দূর করে।মধু তে শক্তি বর্ধন করে।ঠান্ডা উপশোম এর জন্য ইহার বিকল্প নেই।
৪/নিম পাতা:এ পাতার নাম আমরা সকলে জানি।নিমপাতার বাতাশ স্বাস্থ্যকর।এ পাতা যদি ঘরের যেদিক দিয়ে বাতাশ প্রবাহিত হয় সেদিকে রাখা যায় তাহলে অনেক উপকার পাওয়া যাবে।ঠান্ডার সময় এ নিমপাতা বেটে খাওয়ালে ঠান্ডা সেরে যায়।তাছারাও বিভিন্ন চিকিৎশায়েও এ পাতা কাজে লাগে।
৫/সজনে পাতা:যে এ পাতা খাবে সে কখনো বৃদ্ধ হবে না।
এ থেকেই বুঝা যায় আল্লাহর তৈরি বিভিন্ন জিনিশের কি আশ্চর্য ক্ষমতা।
আমি রাফসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সূজন পাতা কি ভাই ? আমাকে একটু বলবেন ।