***জেনে নিন আল্লাহর তৈরি এ পৃথিবীর ৫ টি জিনিষের আশ্চর্য ক্ষমতা***

দেখুন কি সুন্দর করে আল্লাহ এ পৃথিবী।দেখুন চোখ ঘুরিয়ে।কত কিছুই না আল্লাহ সৃষ্টি করেছেন।শুধু মাত্র মানুষের জন্য।আল্লাহর তৈরি বিভিন্ন জিনিশ মানুষের বিভিন্ন কাজে আসে।নিচে এরকম পাঁচটি জিনিশের বর্ননা দিলাম:
১/দুধ:আমরা সবাই প্রায় এ ঘটনা জানি।মূসা (আ:) আল্লাহর সাথে তর্ক করতেন।একবার তিনি আল্লাহ কে জিজ্ঞাস করলেন হে,আল্লাহ পাক তোমার যদি কখনো ক্ষিদা লাগতো তাহলে তুমি কি খেতে?।তখন আল্লাহ বললেন,'আমার কখনো লাগবে না'মুসা (আ:) আবার বললেন যদি লাগতো।আল্লাহ আবার সেই একি কথা বললো।কিন্তু মূসা (আ:) বারবার তাকে জিজ্ঞাস করতেই লাগলেন।তখন একপর্যায়ে আল্লাহ বললেন আমার যদি কখনো ক্ষিদা লাগতো তাহলে আমি দুধ খেতাম।এ থেকেই বুঝা যায় দুধ মানুষের জন্য কতটা গুরুত্বপুর্ণ।বাচ্চা জন্মের প্রথম দুই বছর তাকে মায়ের দুধ ই খাওয়ানো উচিত।দুধ এ যে কতটা পুষ্টি আছে তা আমরা কখনো চিন্তাও করতে পারবো না।
২/কালি জিরা:কথিত আছে কালি জিরা একমাত্র মরণ রোগ ছাড়া সকল রোগের মহা ঔষধ।প্রতিদিন যদি ৫-১০ টি করেও কালিজিরা খাওয়া যায় তাহলে অনেক প্রকার রোগ থেকে মুক্তি পাওয়া যাবে।
৩/মধু:মধু কোইষ্ঠকাঠিন্য দূর করে।মধু তে শক্তি বর্ধন করে।ঠান্ডা উপশোম এর জন্য ইহার বিকল্প নেই।
৪/নিম পাতা:এ পাতার নাম আমরা সকলে জানি।নিমপাতার বাতাশ স্বাস্থ্যকর।এ পাতা যদি ঘরের যেদিক দিয়ে বাতাশ প্রবাহিত হয় সেদিকে রাখা যায় তাহলে অনেক উপকার পাওয়া যাবে।ঠান্ডার সময় এ নিমপাতা বেটে খাওয়ালে ঠান্ডা সেরে যায়।তাছারাও বিভিন্ন চিকিৎশায়েও এ পাতা কাজে লাগে।
৫/সজনে পাতা:যে এ পাতা খাবে সে কখনো বৃদ্ধ হবে না।

এ থেকেই বুঝা যায় আল্লাহর তৈরি বিভিন্ন জিনিশের কি আশ্চর্য ক্ষমতা।

Level New

আমি রাফসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সূজন পাতা কি ভাই ? আমাকে একটু বলবেন ।

সূজন পাতা:যে এ পাতা খাবে সে কখনো বৃদ্ধ হবে না।

বিশ্বাস করার মত না!

শেয়ার করার জন্য ধন্যবাদ।তবে সূজন পাতা কি ভাই ? একটু বলেন।

দুনিয়াতে এখন পাওয়া যায় কি?

চেষ্টা করেছেন ভাল লিখতে।তবু কেমন যেন হাস্যকর লাগছে।
http://bdmagazine0.mw.lt

চেষ্টা করেছেন ভাল লিখতে।তবু কেমন যেন হাস্যকর লাগছে।

রাফসান ভাই কিছু মনে করবেননা প্রথমে সরি বলে নিচ্ছি.
আপনি যেই সব বিষয় গুলু এখানে উপস্থাপনা করলেন তার কোন তথ্য সুত্র দেননি যাহা একান্ত প্রয়োজন ছিল.
১ নাম্বারে আপনি বলেছেন মুসা(আ) আল্লাহর সাথে তর্ক করতেন জিনিসটা ভুল আল্লাহর সাথে তর্ক করার ক্ষমতা পৃথিবীর কারো নাই,উনি আল্লাহর সাথে কথাবার্তা বলতেন এখানে ভাষাগত সমস্যা আছে ঠিক করে নিবেন আর রেওয়াত দিয়ে দিবেন কথাটা আপনি কোথায় পেলেন.
২ নাম্বারটা পবিত্র কোরান এবং হাদিসে আছে কিন্তু আপনি যেইভাবে বলেছেন সেই ভাবে নেই আর কোরান হাদিস নিয়ে নিজের মনমত কিছু বলা যায়না.
মধুর বেপারে হাদিস কোরানে উল্লেখ আছে
নিম পাতারও কথা বিভিন্ন রেওয়াতে পাওয়া যায়.
আর সবাই বলছে সুজন পাতা এটা সুজন পাতা নয় সজনে পাতা এই পাতা দিয়ে আগে ভর্তা বানিয়ে খেত এখন আর এই গাছটা খুব একটা দেখা যায়না.
তবে এই পাতা খাইলে কেউ বৃদ্ধ হবেনা এটা মনে হয় ঠিক না.
ধন্যবাদ আপনাকে.

    সহমত…………….

    যাক আতাউর ভাই থেকে অনেক কিছু জানতে পারলাম।

    একদম ঠিক বলসেন আতাউর ভাই । রাফসান ভাই টিউন একটু ভেবে চিন্তে সময় নিয়ে করবেন!
    ১. আতাউর ভাইয়ের কমেন্ট দেখুন।
    ২. কালি জিরা সকল রোগের মহৌষধ এটা হাদিসে আসে;বোখারী শরীফে ।
    ৩.হুম মধুর কথা ঠিক বলসেন। মধু একমাত্র খাবার যা কখনও নষ্ট হয়না {যদি আল্লাহ না চান} মধুর নষ্ট না হউয়ার বিষ্যটী বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত।
    ৪. সজনে পাতা খেলে বৃদ্ধ হবেন না এটা কোথায় পাইলেন ভাই?

    @ আতাউর ভাই আপনি অনেক কিছুই জানেন। আর যা জানেন তা আমাদের সাথে শেয়ার করেন কমেন্টে। তা না করে আপনি টিউন করেন ভাই। প্লিজ। আশা করি অনুরোধ রাখবেন !

রাফসান ভাই আপনের টিউন টি পড়ে অনেক ভাল লাগলো।

আমি সজনে পাতা খাইতে চাই……..কারন বৃদ্ধ হতে চাই না আমি। আমাকে কি কেউ সজনে পাতা এনে দিবেন (এই অগাস্ট মাসে)?

আমি মনে করি টিউন করাটা শুধুমাত্র “করতে হয় করছি” এই মনোভাব নিয়ে করা উচিত নয়। খেয়াল করতে হবে টিউনের মান নিয়ে। আর ধর্মীয় বিষয়ে টিউন করতে গেলে এ সম্পর্কে প্রচুর জ্ঞান থাকা দরকার। এলোপাথাড়ি কতগুলো কথা লিখে বিষয়টাকে গুলিয়ে ফেলা উচিত নয়।
——————আতাউর ভাইয়ের সাথে একমত——————–

সজনে পাতা:যে এ পাতা খাবে সে কখনো বৃদ্ধ হবে না।

এই বিষয়ে জানতে চাই , এইটা কি বয়স ধরে রাখবে ?

আতাউর ভাইয়ের সাথে একমত ……

I ate ‘Sojne pata’ saveral times, but getting aged? Looks like Allah was not successful enough? or Something wrong with this info?

    কি ভাই লেখাটা কি ভুল করে লিখসেন নাকি ইচ্ছা করেই একবার পড়েন তো কি লিকসেন। আল্লাহ আপনার আমার চেয়ে কোটই গুণ ভালো জানেন। যিনি আমাদের সৃষ্টি করেছেন তারই ভুল ধরার মত সাধ্য কি আমাদের আসে? আর তার কোন কিছুই ভুল নেই। প্রত্যেক সৃষ্টি এবং তার গুণাবলির পিছে যথেষ্ট কারণ আসে। এ রকম মন্তব্য করা উচিত না।
    আল্লাহ আপনার সহায় হোন।

    No. I meant what I wrote to send you a simple msg. Think twice before you post. If the info in your post is right, then why am I getting aged? If really Allah created “Sojne pata” as cure of getting aged why its not working? Its not working because the info you posted is not right. and the msg is, don’t write anything without enough investigation, that might lower Allah’s ability!

Level 0

রাফসান ভাই,ধন্যবাদ ভাল তথ্যর জন্য

খুবই ভাল তথ্য।ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 2

@রাফসান: ৫/সজনে পাতা:যে এ পাতা খাবে সে কখনো বৃদ্ধ হবে না।
4 ti jinish er kotha aage thekei jantam. kintu 5 number ta jantam na. Jodio eirokom jinish ase jeta khele kokhono briddo hobe na. briddo hobe na mane holo skin jule porbe na. Oi je amara onekke dekhi na onek boyosh kintu boyosh ta buja jai na oirokom r ki. 🙂