আমরা সারা দিন কত গাছের সঙ্গে পরিচিত হই কিন্তু তাদের সকলের নাম জানা থাকলেও বিজ্ঞানসম্মত নাম জানি না , পৃথিবীতে কত রকমের গাছ আছে যার সবগুলির বিজ্ঞানসম্মত নাম আমিও জানি না , তবে কিছু পরিচিত গাছের বিজ্ঞানসম্মত নাম তুলে ধরা আমার উদ্দেশ্য যা বিভিন্ন বই পড়ে আমি জেনেছি তার মধ্যে থেকে কিছু উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম দিলাম
উদ্ভিদের নাম বিজ্ঞানসম্মত নাম গোত্র
ধান -------------- Oryza sativa -------- Poaceae
গম --------------- Triticum aestivum ------- Poaceae
ভুট্টা ---------------- Zea mays ----------- Poaceae
মটর ---------------- Pisum sativum -------------
মসুর -------------- Lens culinaris -------------
সরষে ------------ Brassica nigra -----------
দূর্বাঘাস -------------- Cynodon dactylon ------------ Poaceae
চোরকাঁটা ------------- Chrysopogon aciculatus ---------- Poaceae
থানকুনি -------- Centella asiatica ------------ Apiaceae / Umbelliferae
নয়নতারা -------- Catharantnas roseus ----------- Apocynaceae
তুলসী --------- Ocumum sanctum -------------- Lamiaceae
ধুতুরা (সাদা) ---------- Datura metel ------------ Solanaceae
ধুতুরা (নীল) ---------- Datura stramonium ------------ Solanaceae
কালকাসুন্দে ------- Cassea sophera
করবী -------- Nerium indicum ---------
কালমেঘ --------- Andrographis paniculata ------- Acanthaceae
করেলা ------ Momordica charantia -------- Cucurbitaceae
কুলেখাড়া --------- Hygrophila spinosa --------- Acanthaceae
আজকে যতটা সম্ভব হল দিলাম পরে সময় পেলে আরও লিখব । কিছু উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম থাকলেও গোত্র মনে না থাকার কারনে লিখতে না পারায় দুঃখিত।
আমি সাইফুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানা ও জানানো আমার প্রধান কাজ। মৃত্যু আমার খুব নিকট ....... তাই সকলের ভালো করার নেশায় ....
শেয়ার করার জন্য ধন্যবাদ।