"অটোরান" কি ভাইরাস নাকি অন্ন কিছু ?? হেল্প করুন।
কম্পিউটারে আক্রমন করা মাত্র ফোল্ডার অপশন ডিজেবল হয়ে যায়...কি করা যায় বুঝতে পারছি না।
কেউ কি বিস্তারিত জানাতে পারেন ? বিশেস করে কিভাবে এইটা থেকে মুক্তি পাওয়া যায় তা সম্পরকে।
আগে যদি এই সম্পরকে কেউ লিখে থাকে তাহলে ওই লিঙ্কটা ও চাই।
দয়া করে হেল্প করুন।
আমি Shahadat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা থেকে বাঁচতে প্রয়োজনে পিসিতে আগে থেকে autorun.inf নামে খালি ফোল্ডার তৈরী করা যেতে পারে। আর যদি ভাইরাস আক্রমন করেই ফেলে তাহলে Folder option – click show hidden file- delete autorun.inf file- restart pc. দেখবেন আপনার সমস্যা চলে গেছে। আর এতেও যদি না যায় তাহলে জানাবেন। তখন অন্য আর এক ধরনের চিকিৎসা আছে বলব।
শাহাদাত ভাই,
আপনার উলেস্নখিত অটোরান.আইএনএফ ফাইলটি সরাসরি কোন ভাইরাস নয়৷ তবে ভাইরাসকে অটোম্যাটিক্যালি এক্সিিকউট বা রান করাতে এটি সাহায্য করে৷ এই ফাইলটি সাধারণত কোন ড্রাইভে অবস্থান করে তবে অবশ্যই কোন ফোল্ডারের মধ্যে নয়৷ কারণ ফোল্ডারের মধ্যে অবস্থান করলে এই ফাইলটির মধ্যকার টেক্সটকোড কাজ করেনা৷ অর্থাত্ কাংখিত এক্সিিকউটেবল ফাইল বা ভাইরাসকে রান করাতে পারেনা৷ মুলতঃ এই ফাইলটি অটোরান সিডি (যেমন ডিভাইস ড্রাইভার সিডি) তৈরী করতে ব্যবহৃত হতো৷ তবে এখন কিছু দুষ্ট নবীশ প্রোগ্রামার এটিকে ফ্লাশ ড্রাইভের মাধ্যমে তাদের তৈরীকৃত ভাইরাস সমূহকে দ্রম্নত ছড়ানোর মাধ্যম হিসেবে বেছে নিয়েছে৷
আপনি ফোল্ডার অপশন গায়েব হওয়ার কথা বলেছেন৷ কেন হয় সেটা সম্পর্কে টেকনিক্যাল কথা গুলো বিসত্মারিত বলছিনা৷ তবে কিভাবে এ থেকে চিরতরে রৰা পাবেন তা বলছি৷
(১) আপনার কম্পিউটারে নতুন করে এক্সপি ইনষ্টল করে নিন৷
(২) ইনষ্টল শেষ হয়ে গেলে কোন ড্রাইভে প্রবেশ করবেন না (খেয়াল রাখবেন কিন্তু)৷ এবার টুল থেকে ফোল্ডার অপশনে যান৷ ভিউ থেকে শো অল ফাইলস রেডিও বাটন সিলেক্ট করম্নন৷ এর নিচেই দুটি চেক বক্স আছে৷ দুটির মধ্যে নিচের চেক্স বক্সটি অফ করে দিন৷ একটি ম্যাসেজ আসবে৷ ইয়েস করে দিন৷
(৩) এবার উইন্ডোজ কি এবং ই কী চাপুন৷ উইন্ডোজ এক্সপেস্নারার ওপেন হবে এবং এর সাথে বাম পাশে ট্রি ভিউ থাকবে৷ ডি ড্রাইভে ক্লিক করম্নন৷ ডানপাশে দেখুন কোন অটোরান আইএনএফ ফাইল আছে কিনা৷ এবং এর সাথে অন্য কোন হিডেন ফাইল আছে কিনা৷ রিসাইকেল বিন এবং সিস্টেম ভলিউম ইনফরমেশন নামে দুটি হিডেন ফোল্ডার দেখতে পারেন তবে এরা ভাইরাস নয়৷ অর্থাত্ এ দুটো বাদে বাকি হিডেন ফাইলগুলো মুছে ফেলুন৷ একই ভাবে অন্যান্য ড্রাইভগুলো থেকেও মুছে ফেলুন (যদি থাকে)৷ এবার পিসি রিষ্টার্ট করে নিন (জরম্নরী)৷
এবারে পেন ড্রাইভের ব্যাপারে বলছি৷ কোন পেন ড্রাইভ পিসিতে এটাচ করার পর কোন ক্রমেই তা অটোম্যাটিক এক্সসে করার অপশন দিলেও তা ব্যবহার করবেন না৷ অর্থাত্ পেন ড্রাইভ এটাচের পর ওপেন করার যে কোন ম্যাসেজ বা অপশন ক্যানসেল করে যাবেন৷ পুর্বের নিয়মে উইন্ডোজ এক্সপেস্নারার ওপেন করে প্রথমে চেক করে নিবেন৷ থাকলে মুছে দিয়ে পেন ড্রাইভ ডিটাচ করে আবার এটাচ করবেন৷ কখনোই কোন পেন ড্রাইভে ডাবল ক্লিক করে প্রবেশ করার চেষ্টা করবেন না৷ কারণ কেবল মাত্র কোন ড্রাইভে ডাবল ক্লিক করলেই অটোরান.আইএনএফ ফাইলটি তার সম্পর্কিত ভাইরাসটিকে রান করতে পারে৷
নিচের দুটি প্রক্রিয়া অভ্যাস করম্নন, চিরতরে ভাইরাস থেকে দুরে থাকতে পারবেন৷
(১) উপরের প্রক্রিয়ার (২) নম্বর ধাপটি সব সময় একটিভ রাখুন৷
(২) উইন্ডোজ এক্সপেস্নারারের বাম পাশের ট্রি ভিউ ব্যবহার করে ফোল্ডারে বা ড্রাইভে বা পেন ড্রাইভে এক্সসে করবেন৷
এই লেখাটিই কোন সাইটে আমার প্রথম লেখা৷ আশা করছি ভবিষ্যতে আরও লিখব৷
*** সবাইকে ধন্যবাদ ****
কামরম্নল ইসলাম রম্নবেল
ব্রডকাষ্ট ইঞ্জিনিয়ার
আমিও এই সমস্যায় পরেছিলাম। Autorun Eater নামের এই সফটওয়্যার টা আমার ভাল কাজে এসেছে। আসা করছি আপনার ও কাজে আসবে। নিচে ডাউনলোড লিংক দিলাম।
http://files.filefront.com/aesetup23exe/;12479842;/fileinfo.html
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/1904/
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/1253/
লিংক দুটি আপনাকে সাহায্য করতে পারে।
আমার একটি Sprint GG 02 (স্প্রিন্ট জি জি ০২ চায়না ডাবল সিম) মোবাইল ফোন রয়েছে। এটা কি ইন্টারনেট মডেম হিসাবে ল্যাপটপ এ ব্যবহার সম্ভব? It will be very kind of someone, if I receive an advise in this regard. এছাড়া how to use it’s webcam ? উপদেশ পেলে ভীষণভাবে কৃতজ্ঞ থাকবো।
আপনি ভালো কোন এন্ট্রিভাইরাস দিয়ে কম্পিউটার চেক করুন।