এইটি টেকটিউনস এ আমার প্রথম টিউন।ভুল হলে ধরিয়ে দিবেন প্লিজ
আমরা জদি কোন folder বা file সিলেক্ট করে Send To সাব মেনুর My documents-এ ক্লিক করি তাহলে folder বা file টি কারেন্ট ইউজার এর My documents ফোল্ডারে চলে যাবে।
কিন্তু আমরা জদি চাই এখানে আমাদের পছন্দের কোন লোকেশন সংযু্ক্ত হউক। যেন আমরা চাইলেই যখন তখন এই Send to মেনুর মাধ্যমে আমাদের সেই পছন্দের পাঠবো।সে কফেত্রে আমাদের নিচের পধ্যতি অবলম্বন করতে হবে।
১।মাই কম্পিউটার বা উইন্ডোজ explorer এর মাধ্যমে C:\Documents and Settings\Personal\SendTo লোকেশনে যাব।(SendTo ফোল্ডার টি সাধারনত Hide করা থাকে।তাই SendTo লোকেশন টি খুযে বের করার আগে হিডেন ফাইল এন্ড ফোল্ডার Show করিয়ে দিতে হবে)।
২।এবার যে ফোল্ডার বা প্রোগ্রামকে আমরা Send to মেনুতে সংযোজন করতে চাই তার একটি shortcut তৈরি করব।(প্রত্যাশিত ফোল্ডার টি প্রথমে Ctrl+C চেপে কপি করে, C:\Documents and Settings\Personal\SendTo ফোল্ডারে এসে মাউস এর ডান বাটন চেপে Paste Shortcut সাব মেনুতে ক্লিক করে এই Shortcut তৈরি করতে পারব)।আমি এ ক্ষেত্রে D:\Audio\Kawsar ফোল্ডার টির Shortcut তৈরি করছি।
এবার Send to মেনুতে লক্ষ করি।এখানে Send to মেনুতে Kawsar একটি নতুন মেনু সংযোজিত হয়েছে।
ধন্যবাদ সবাইকে ভাল লাগলে কমেন্ট করবেন।
আমি কাওসার 007। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাওসার 007 ভাই, আপনাকে স্বাগতম জানাই।
সামনে আর ভাল টিউন পাব আশা করি।