টিনটিন ভাইকে হারিকেন দিয়া খুজতাছি ..

টিনটিন ভাইকে সুখবরটা দোয়ার জন্য ধন্যবাদ । আমি নেটোয়াকিং কিছুটা জানি, কিন্তু সেটা খুব বেশিনা। আমি এক্স পি তে নেটোয়াকিং করতে পারি । আমি যা জানি তা হলো : Xp Netweorking Cabling IP Configure, Security File and Hardware Share DHL setup Remote Admin Proxy Server আমি Workgroup এর মাধ্যমে কাজ করেত জানি, কিন্তু Dmain এর মাধ্যমে কিভাবে বি করেত হয় তা আমি জানিনা। আমি নিজেকে নেটেয়াকিং লাইনে নিজেকে কিছু একটা করতে দেখতে চাই। আমি যা যা শিখেছি সগুলো সব আমি নিজে Study করে জেনেছি । আমি এখন একটা প্রাইভেট সেক্টরে কাজ করছি। যেটি্‌ আইটি রিলেটেড । আমার পক্ষে ঢাকা এসে কোনো কোর্স করা সম্ভব না। এখন টিনটিন ভাইয়ের কাছে জানতে পারলাম নামনে নেটোয়াকিং এর কোর্স এর টিউন আসছে। এখন আমরা যারা কোনো Institute থেকে কোনো কোর্স করিনি আমরা কতুটুকু পারব ? সবমিলয়ে ধন্যবাদ সবাইকে এরকম একটা সাইট উপহার দেয়ার জন্য । আর যারা এটাকে সমূদ্ধ করছেন প্রতি নিয়ত তাদের জন্য নইল আমরা শুভকামনা ।

উত্তর এর আশায় রইলাম ।

Level 0

আমি তানভীর সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

It's Only the word Change what we need


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনি খুজে পেলে আমাকে জানাবেন আমার ও নেটওয়ার্কিং শেখার খুব ইচ্ছে I

আসলে সব কিছুই আন্তরিকতার উপর নির্ভর করে ……… চেষ্টা করলে সবই সম্ভব। আপনিও শিখতে পারবেন। টেকনোলজি লাইনের জিনিসগুলো প্রাতিষ্ঠানিকভাবেই যে শিখতে হবে এমন কোন কথা নাই। এর বড় প্রমান আমাদের টেকটিউনস। আর একটা কথা নেটওয়ার্কিং এর ক্ষেত্রে বলে রাখি ……. সেটা হল আপনি হয়ত শিখে ফেলবেন নেটওয়ার্কিং কিন্তু সিসিএনএ কোর্স না করলে একজন নেটওয়ার্ক এ্যাসোসিয়েটের সার্টিফিকেট কোথায় পাবেন? কারন সিসিএনএ নেটওয়ার্কিং এক্সামগুলো আপনাকে অনলাইনেই দিতে হয় (অবশ্যই নির্দিষ্ট সময়ে আপনার ইন্সট্রাক্টর এ্যাকটিভেট করে দেয়ার পর)।

আমি নিজেও এই কোর্স করছি ………. আরো বেশ কিছুদিন লাগবে শেষ হতে। এখন সেমিষ্টার ফাইনাল সামনে চলে আসায় একটু ব্যস্ত। ফ্রি হলেই একদম শুরু থেকে শুরু করব ইনশাল্লাহ।

তবে কেউ যদি স্টাডি করার ম্যাটেরিয়ালের সন্ধানে থাকেন (সফট কপি / হার্ড কপি ) তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

ধন্যবাদ

Level 0

ধন্যবাদ । যোগাযোগ করার মাধ্যমটা দিলে বোধহয় অারো ভাল হোত। ইমেল অাইডি দিলে ভাল হয়।

আমার টিউনার প্রোফাইলেই দেয়া আছে।

অনেক আগের টিউন হলেও উত্তর দেয়ার প্রয়োজনীয়তা অনুভব করলাম। টিনটিন ভাই আমিও অপেক্ষায় আছি। আমি নেটওয়ার্কিং এ পড়ছি। আগামী সেমিষ্টার আমার শেষ সেমিষ্টার। এখন পর্যন্ত তেমন কিছু শিখেছি বলে মনে হয় না। সিসকো বই ধরলেই মাথা ধরে। তারপরেও চেষ্টায় আছি। অপেক্ষায় থাকলাম।