অ্যাডোবির ফ্রি ফটো এডিটর

আপনার ডিজিটাল ছবিগুলোকে এডিট, অর্গানাইজ এবং শেয়ার করতে একটি নতুন ওয়েবসাইট আসছে যার নাম অ্যাডোবি সিস্টেম যা ডিজিটাল ইমেজিং সফটওয়্যারের মাধ্যমে করে থাকে৷ যেখানে মাইক্রোসফট সেটি করে ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে এবং যেখানে ফটোশপ এক্সপ্রেস সবচেয়ে প্রচলিত এবং পূর্ণ অবয়বে ফ্রি ফটো প্রোগ্রাম চালু করেছে৷ সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, অ্যাডোবির নিজস্ব যন্ত্রপাতি মেরামত করেছে তার নিজস্ব ইমেজ ম্যানেজমেন্ট প্রডাক্টের সাহায্যে, যার মধ্যে গড়ে ১০০ ডলার মূল্যের ফটোশপ উপাদান এবং ৬৪৯ ডলার মূল্যের ফটোশপ CS3, এসবই করা হচ্ছে নতুন ব্যবহারকারীদের জয় করতে৷
অ্যাডোবির ভাইস প্রেসিডেন্ট ড্যা ম্যাক বলেন, ‘এক্সপ্রেস হলো সাময়িক ব্যবহারকারীদের জন্য৷ এটা একটি বাড়ন্ত্ম মার্কেট৷’
১০ মিলিয়ন ব্যবহারকারী থাকওে প্রতিযোগী মার্কেটে এটাকে একটি অত্যুক্তি বলা হচ্ছে৷ Flicker, Slide, Picasa Ges Photobucket-সবাই একই রকম ফিচার সাপস্্নাই করে নতুন ফটোশপ এক্সপ্রেস হিসেবে৷ তা সত্ত্বেও অ্যাডোবির সাধারণ প্রোগ্রামগুলো যা কারোর নেই এবং খুবই সাধারণ ব্যবহারকারীদের —গুধা মেটাবে৷ Microsoft ছাড়া যা ফ্রি সফটওয়্যার ওয়েবে সুযোগ হারাচ্ছে, যেটি Google Docs অথবা Zoho-এর মতো ওয়েবওয়্যার অফার করেছিল৷
ফটোশপ এক্সপ্রেস করার চেষ্টা করার সবচেয়ে বড় কারণ হলো এটায় ইমেজ-এডিটিং ফিচারের জন্য, যা ফ্রি প্রোগ্রামগুলোকে অতিক্রম করে৷ এছাড়াও উপযুক্ত অপসারণ এবং ফিচার ছোট করা ছাড়াও এক্সপ্রেস দেবে আরো অত্যাধুনিক অপশন যেমন- ছবিতে সিঙ্গল কালার পরিবর্তন করা৷ অথবা মাল্টিপুল সমস্যাগুলো একবারে আবদ্ধ করে ফেলা৷ অন্যদিকে, Express খুব ধীরে অন্য প্রতিযোগীদের সঙ্গে মিশছে৷ Facebook, Picasa এবং Photobucket-এর ব্যবহারকারীরা এডিট করা ছবি মুছে ফেলতে পারে একটি পৃথক ব্রাউজার উইনডো ছাড়াই৷ সাধারণত তএই ফ্রি মেমোরি এবং পার্সোনাল URL সংযোগ করতে হবে যদি কোনো ব্যবহারকারী অনলাইন ফটো গ্যালারি থেকে স্থির ছবি সংগ্রহ করতে চায়৷
সর্বশেষ বোনাস হলো, এক্সপ্রেসের বিটা ভার্সন সম্পূর্ণ ফ্রি এবং ব্যবহার করতে সুবিধা৷ এডিটিং উপাদানের সংযোগে সুনির্দিষ্টভাবে Express সম্মিলিতভাবে এগিয়ে রয়েছে৷

Level 0

আমি অর্পণ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 100 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ব্যাপারটা তো বেশ । ভাল লাগল

এডোব আমার খুবই প্রিয় একটি সফটওয়ার। আমি আমার গ্রাফিক্স ডিজাইন করি এডোবি দিয়ে। এই ফিচারটি খুবই কাজে লাগলো। ধন্যবাদ।

Level 0

ফিচার টা অসাধারণ লেগেছে …….. আরও সুন্দর সুন্দর লেখা চাই ……….আবাদ্ল্লাহ

Level 0

amaro valo laglo

এখন কিতু আর ফ্রি না!!!
————————————
(টাইম মেশিনে অতীতে আছি !!!)