ইয়াহুর মোবাইল প্লাটফর্ম

ইয়াহু! মোবাইল প্ল্যাটফর্ম উন্মুক্ত করে দিয়েছে যাতে বাইরের প্রোগ্রামাররা ইয়াহু পেইজের জন্য নতুন নতুন এ্যাপ্লিকেশন তৈরি করতে পারে। গত সোমবার এক ঘোষণায় ইয়াহু এ কথা জানায়।

সানিভেল ভিত্তিক ইয়াহু এই মিনি এ্যাপ্লিকেশনটির নাম দিয়েছে ‘উইডগেট’। এর সঙ্গে কোম্পানিটি মোবাইল ফোনের জন্য একটি নিবন্ধিত হোম পেজও অবমুক্ত করতে যাচ্ছে। পাশাপাশি তারা ‘গো’ সফটঅয়্যারটিকেও উন্নত করেছে, যাতে মোবাইল থেকে আরও সহজে ওয়েব-সার্ফিং করা যায় এবং ইয়াহুর গ্রাফিক্স সমৃদ্ধ বিজ্ঞাপনগুলো দেখা যায়। ইয়াহু আশা করছে, তাদের গৃহীত এ সমস্ত উদ্যোগ তাদের প্রতি বিমুখ ব্যবহারকারীদের আকর্ষণ করতে পারবে।

ইয়াহু এর সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী জেরি ইয়াং এ সম্পর্কে বলেন, “আমরা ভোক্তাদের জন্য সবচেয়ে ভাল এবং সমৃদ্ধ মোবাইল অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

মাউন্টেন ভিউ ভিত্তিক গুগল মাস দুয়েক আগে যখন তাদের বহু প্রত্যাশিত মোবাইল সফটঅয়্যার প্যাকেজ এ্যানড্রোইড (এনড্রয়েড?) এর ঘোষণা দিয়েছিল, তখন তারা বাইরের প্রোগ্রামারদেরকে কাছে টানার চেষ্টা করেছিল।

ইয়াহুর এক মুখপাত্র কোরি ফ্রোজেমার জানান, ইয়াহুতে কাজ করবার জন্য অনেক বেশি প্রোগ্রামার পাওয়া যাবে। কারণ প্রায় বিলিয়ন ব্যবহারকারীর কাছে পৌঁছে দেবার যোগ্যতা এবং সম্ভাবনা এর রয়েছে। যেখানে গুগলের এ্যানড্রোইড প্রথমতঃ মাত্র কয়েক মিলিয়ন মোবাইলে যুক্ত করা হবে।

Level 0

আমি অর্পণ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 100 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

valo…

Level 0

vaaaaaloooo…

Kivabe ami amar zuktokora priy TiOn guli dekhote pabO boloben kee?

ইয়াহুর সেবাগুলো ভালই কিন্তু একটু কঠিন !!!
————————————
(টাইম মেশিনে অতীতে আছি !!!)