অন্যান্য দেশ গুলোর মত বাংলাদেশেও ডাটাবেস সফটওয়্যার গুলোর মধ্যে ওরাকল ই অন্যতম। ওরাকল এন্টারপ্রাইজ এডিশন বর্তমানে 18c ভার্সন অনলাইনে পাওয়া যাচ্ছে। তাছাড়া কাজের সুবিধার্থে সেটির পাশাপাশি এপ্লিকেশন এক্সপ্রেস (APEX) এর চমক টি আমাদের জীবনকে অনেক পরিবর্তন করার সুবিধা দিবে। এটির ফিচার গুলো অনেক নতুনত্বের ছোয়া নিয়ে এসেছে। কেন না এই এপ্লিকেশন টি জাভা এপ্লিকেশন এর মতই মুঠোফোনে রেখেই অফিসের ডাটা এন্ট্রির কাজ সম্পন্ন করা সম্ভব। এটি ব্যবহারে সুবিধাজনক এবং অল্প সময়ে এই এপ্লিকেশন টি তৈরি করে ক্লায়েন্ট দের হাতে পৌছে দেয়াও সম্ভব। ছোট ছোট প্রতিষ্ঠান এর হিসাব নিকাশের কাজের জন্য এন্টারপ্রাইজ এডিশন টি একটু ব্যায়বহুল এবং সময় এর ব্যপার কিন্তু এপ্লিকেশন এক্সপ্রেস (APEX) তা অতি কম সময়ে তৈরি করতে সক্ষম। যাতে যেকোন স্থান থেকেই আমরা এন্ট্রি দিতে পারব। প্রয়োজনীয় তথ্য গুলো এক নিমিশেই আপনার সার্ভার এ জমা করতে পারছেন। আর একটি সুবিধা হল এটি আমরা অনলাইন এবং অফলাইন এই ২ ধরনের ই ইউজার তৈরি করতে পারি। যেকোন একটি ওয়ার্কস্পেস এ এটি কাজ করতে সক্ষম। অনলাইন এর ওয়ার্কস্পেস এ এটির গঠনগত ভাবে (২৫ এমবি) তথ্য সংরক্ষন করতে পারে। অনলাইন ওয়ার্কস্পেস এর তৈরিও সহজ আমাদের ইমেইল এড্রেস থেকেই এটি সম্ভব। তাছাড়া ভারি তথ্য সংরক্ষনের জন্য অফলাইনে এর ওয়ার্কস্পেস সুবিধাজনক। তথ্য সংরক্ষন করার সাথে সাথেই রিপোর্ট তৈরি করে আমাদের বস এর সামনে উপস্থাপন করতে পারি। তাছাড়া সে রিপোর্ট এর চার্ট বা ড্যাশবোর্ড এক নিমিশেই তৈরি করে উপস্থাপন করা সম্ভব। এটির কনফিগারেশন এর জন্য আমরা এন্টারপ্রাইজ ম্যানেজার এডিশন এর বদলে এপ্লিকেশন এক্সপ্রেস ডাটাবেস ইন্সটল দিতে পারি যা (APEX) এর সাথে মানানসই।
আমি সাইব মোন্তাসির। Advance SEO & Amazon Affiliate Marketing Trainer At CVLinked Training, CVLinked, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Organic SEO expert | Local SEO expert | Affiliate Marketer | Digital Marketer | Social Media Marketer. I am working different top freelancing marketplaces for many years. .I love my work from my heart. In future, I want to establish a well reputed IT firm.
ভাই, বিষয়টা ক্লিয়ার না,
আমার এমন একটি এপ দরকার যেটি ফ্রি, অনলাইন,অফলাই ও পিসি, মোবাইল এ কাজ করবে,