আজ থেকে আগামী কিছুদিন আপনাদের সাথে আমি থাকবো SQL এর খুটিনাটি নিয়ে । আশা করি পাশে থাকবেন। প্রথমেই জানতে হবে SQL কি?
এটি একটি ল্যাংগুয়েজ ।SQL এর পূর্নরূপ হছে Structured Qurey Language. বাংলায় বলা যেতে পরে, সুসংগঠিত ভাবে অনুসন্ধান চালানোর ভাষা হলো SQL. এটি একটি Structured Qurey Language. যা ব্যবহার করে রিলেশনাল ডাটাবেজ বিভিন্ন কোয়েরি চালান যায়।
কিভাবে এর সৃষ্ট
IBM (E.F.Codd) এর একটি গবেষণাপত্রের উপর ভিত্তি করে SQL এর প্রটোটাইপ তৈরি করে । IBM এর এই প্রচেস্তার পরপরই ১৯৭৯ সালে প্রথম SQL প্রোডাক্ট Oracle বাজারে আসে। Structured Qurey Language দু'ভাবে উচ্চারন করা হয়।
কি করা যাবে
আপনি যখন বিদেশে যান তখন সেই দেশের ভাসায় কথা ব্লতে হয়। সেই দেশের ভাসায় কথা বললে সেখানকার স্থানীয় বাসিন্দা পানার কথা বুঝতে পারবে। ডাটাবেজ রাজ্যেও আপনাকে একিভাবে কথা বলতে হবে। আপনি যদি SQL ব্যবহার করে ডাটাবেজকে কোনো আদেশ দেন তাহলে সেটি ডাটাবেজের নিকট বোধগম্য হবে, অন্য কোনো ভাষা নয়। আরো স্পষ্ট করে বলতে গেলে ডাটাবেজ থেকে কোনো তথ্য জানার জন্য যে সুগঠিত ভাষা ব্যবহার করা হয় তাই SQL (Structured Qurey Language.)
কিছু গুরুত্বপূর্ণ SQL কমান্ড
আজ এতটুকুই ।আগামী পর্বে SQL নিয়ে আরো বিস্তারিত আলোচনা থাকবে।।
লেখাটি পূর্বে আমার ব্লগে প্রকাশিত-
http://times4droid.blogspot.com/
ফেসবুকে আমি-
আমি ইমতিয়াজ শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ,চালিয়ে যান।