আগের পর্বে 99designs এ কিভাবে Graphics Competition করে সে সম্পর্কে আলোচনা করেছি ।এ পর্বে আপনাদের 99designs প্রতিযোগিতা প্রকার ভেদ ও logo/ডিজাইন কিভাবে সাবমিট করে আবার কিভাবে Widhraw করে সে সম্পর্কে আলোচনা করবো।
প্রতিযোগিতা প্রকার ভেদ :
সাইটে পুরষ্কার প্রদানের বিভিন্ন পদ্ধতির উপর ভিত্তি করে নিম্নলিখিত ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
এ সারা আর কয় ধরনের প্রতিযোগিতা , যেমন : পে-অন-উইন প্রতিযোগিতা , প্রাইভেট প্রতিযোগিতা
99designs সম্পর্কে অনেক জানা গেলো এবার কিভাবে ডিজাইন/logo সাবমিট বা Widhraw করবেন তা নিয়ে আলোচনা করছি।
ডিজাইন/Logo সাবমিট :
১ম এ আপানাকে প্রজেক্ট বাছাই করতে হবে । এ পর Read the brief এ জান ,এর পর তারা যা চায় সেরকম logo/ডিজাইন তৈরি করেন। এর পর আপনি Submite a logo এ জান এবং আপনার তৈরি logo/ডিজাইন সাবমিট করুন।
ডিজাইন/Logo Widhraw:
অনেক কারনে আপনার সাবমিট কৃত logo/ডিজাইন Widhraw করতে হতে পারে।যেমন : ডিজাইন/logo এর কালার, লেখা ইত্যাদি।
এ জন্য ১ম এ আপনাকে My account এ যেতে হবে। তার পর my contest এ যেতে হবে। তার পর যে ডিজাইন/logo Widhraw করতে চান তা সিলিক্ট করতে হবে । সিলিক্ট করলে ডিজাইন/logo টা Open হবে। ডিজাইন/logo গায়ে দেখবেন Widhraw লেখা দেখা যাবে এবার Widhraw তে কিল্কি করলে তা contest হতে বাদ হয়ে যাবে ।
শেষ পর্বে কিভাবে উইন করা যায় তার কিচ্ছু tip ও অর্থ কিভাবে তুলতে হয় তা নিয়ে আলোচনা করবো।
আমি ফাহিম রেজা বাঁধন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 1427 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Domain, Hosting, WebDesign, Logo Design, SEO: http://w3solutionsbd.com