ওয়ার্ডপ্রেস ৩.৩ (বেটা) এখন ডাউনলোড করা যাবে.. (জানুন ওয়ার্ডপ্রেস ৩.৩ তে কি নতুন)

ওয়ার্ডপ্রেস কি? এমন কেউ নেই ওয়েব ডিজাইনার/ডেভেলপার নাই যারা ওয়ার্ডপ্রেস কে চিনে না। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি মুক্ত ব্লগিং প্ল্যাটফর্ম টুলস। বর্তমানে ওয়ার্ডপ্রেস দিয়ে অনেক বড় বড় ওয়েব সাইট গড়ে উঠেছে। ওয়ার্ডপ্রেস দিয়ে চলছে বাংলাদেশের প্রায় সকল জনপ্রিয় ব্লগ গুলি।

যেমনঃ

সহ আরোও অনেক, ওয়ার্ডপ্রেস সহজভাবে ব্যবহার করা যায় এবং ওয়ার্ডপ্রেস এর অনেক ফ্রি অথবা প্রিমিয়াম থিমস ও প্লাগিনস পাওয়া যায় আর সেই কারনেই ওয়ার্ডপ্রেস এতো জনপ্রিয়।

অনেকদিন হয়ে গেলো ওয়ার্ডপ্রেস ৩.২ রিলিজ হওয়া, তারপরেও কিছু নতুন সংস্করনেরও দেখা গেছে যেমন ওয়ার্ডপ্রেস এর সর্বশেষ সংস্করন হচ্ছে ওয়ার্ডপ্রেস ৩.২.৪, ইতি মধ্যেই অনেকেই ব্যবহার করছেন এই সংস্করণটি।

বেশ কিছুদিন আগে চলছিল ওয়ার্ডপ্রেস ৩.৩ সংস্করণের কি কি নতুন যুক্ত হয়েছে/হবে তা নিয়ে ব্লগ লেখালেখি। তাই এতদিন আশায় ছিলাম যে কবে রিলিজ হবে ওয়ার্ডপ্রেস এর নতুন সংস্করন ওয়ার্ডপ্রেস ৩.৩ কিন্তু গতকাল (১০-১০-২০১১) রিলিজ হয়ে গেছে ওয়ার্ডপ্রেস ৩.৩ বেটা সংস্করন। তাই চলে এলাম আপনাদের সাথে সেয়ার করার জন্য ওয়ার্ডপ্রেস ৩.৩ সম্পর্কে।

ইন্সটলেশন প্রসেসঃ পুর্ববর্তি সংস্করণ ও ওয়ার্ডপ্রেস এর নতুন সংস্করণ (৩.৩) এর ইন্সটলেশন পদ্ধতির নিয়ম একই, তাই যারা পুর্ববর্তি ওয়ার্ডপ্রেস ইন্সটল করেছেন তারা সহজেই ওয়ার্ডপ্রেস ৩.৩ ইন্সটল করতে পারবেন।

এডমিন বারঃ ওয়ার্ডপ্রেস ৩.২ থেকে ওয়ার্ডপ্রেস ৩.৩ এর এডমিন বারে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। যা ব্যবহার করার সময় আপনার অনুভূতি বুঝতে পারবেন।

ওয়ার্ডপ্রেস ৩.৩ ডাউনলোড

ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডঃ ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এ অ্যাডমিন বার ছাড়াও আরোও একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে যে যেকোনো মেন্যু মধ্যে সাব-মেন্যু গুলো দেখার জন্য আপনাকে আর অরিরিক্ত ক্লিক করা লাগবে না। শুধু যেকোনো মেনুর উপরে মাউস রাখলেই সেই মেন্যুর মধ্যে থাকা সকল সাব-মেন্যু গুলো বের হয়ে আসবে।

মিডিয়া ফাইল আপলোডঃ দারুন ফিচার যুক্ত করা হয়েছে ওয়ার্ডপ্রেস মিডিয়া আপলোডার এ, ড্রাগ এন্ড ড্রপ যা ব্যবহার করে খুব সহজেই আগের চেয়ে অনেক দ্রুত ফাইল আপলোড করা যাবে।

হয়তো আরোও অনেক সুবিধা আছে যা সময়ের অভাবে দেখা হল না। আলোচিত ফিচার গুলো আমার বেশ ভালো লেগেছে এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে।

ওয়ার্ডপ্রেস ৩.৩ ডাউনলোডঃ

মনে রাখবেন বর্তমানে ওয়ার্ডপ্রেস ৩.৩ অফিসিয়ালি রিলিজ হয়নি তাই এই সংস্করনে কিছু বাগস থাকতে পারে তাই আপনারা বাগস বা সমস্যা পেলে অবশ্যই রিপোর্ট করবেন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

প্রথম প্রকাশিতঃ বিডিরঙ.কম

মুল লিংক: http://wp.me/p1MAQ6-x1

Level 2

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai wordpress ar installation ar wordpress full sofr ar down link ta deban amar mail a [email protected]

আমিনুল ভাই ধন্যবাদ শেয়ার করার জন্য।

তবে দুঃখ পাইলাম নতুন সাইটের নাম ঠাই পাইলেও আমাদের দৈনিক ১০০০ পেজ ভিউ এর সাইট টা স্থান পাইলো না দেইখা… 🙁
অনলাইন সাপোর্ট

    @তাহের চৌধুরী (সুমন): 🙁 আরে ভাই রাগ করিয়েন না। আমি ভুলে গেছি। সবকিছু মনে থাকেনা ভাই। খারান এক্ষণই আপডেট করছি।

      @আমিনুল ইসলাম: আরে না না আমিনুল ভাই আমি এত আবার মন খারাপ করি নাই জাস্ট ফান করার জন্য বলছি… আপনি কি মনে কষ্ট পাইলেন আমার বলায়, যদি তাই হয় প্লীজ আমায় ক্ষমা করবেন। ভালো থাকবেন। আর আপনার সাথে আমার কথা আছে দু এক দিনের মধ্যে ই ফোন দিমু নে… অনেক অনেক ভালো থাকেন। আর ধন্যবাদ ভাই।

onek kicu

ami wordpress 3.3 update korsi.. amar add new post e bangla keyboard dekhay na… but comment e bangla keyboard dekhay…. abar white label cms dashboard er right now hide kore rakhsilo.. kuntu ekon r hide hoy na…. ami autometic update disi… r amar site address… http://www.oronibd.tk

    @তান্ত্রিক: হয়তো ওয়ার্ডপ্রেস ৩.৩ সংস্কংকরনে কোর ফাইল আপডেট করার কারনে অনেক প্লাগিন কাজ নাও করতে পারে। তবে কিছুদিন পরেও সেই প্লাগিন গুলোকেও আপডেট করা হবে এবং সেই প্লাগিন গুলো ব্যবহার করে আপনার সমাধান পেয়ে যাবেন।

    ধন্যবাদ মন্তব্য করার জন্য।