ডট নেট প্লাটফরমে ওপেন সোর্স নিয়ে অনুষ্ঠান মাইক্রোসফট বাংলাদেশের, আছে লটারীতে উইন্ডোজ ফোন !

ডটনেট প্লাটফরমে ওপেন সোর্স এপ্লিকেশন নিয়ে মাইক্রোসফট বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে দিনব্যাপি এক কমর্শালা । আগ্রহী যে কেউ বিনামূল্যে অংশ নিতে পারেন এই আয়োজনে । এই আয়োজনের পিছে মূল লক্ষ্য হচ্ছে ডটনেট প্লাটফরম ও মুক্ত সফটওয়্যার তৈরীতে এর ব্যবহারের বিভিন্ন বিষয়াদি সবার কাছে তুলে ধরা । এই অনুষ্ঠানে বেশ কিছু ডটনেটে তৈরী ওপেন সোর্স প্রজেক্টের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে । আলোচনা করা হবে ওপেন সোর্স, এর লাইসেন্সিং ও ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে ।

আলোচকদের তালিকাও বেশ লোভনীয় । অনুষ্ঠানের সূচনা করবেন বাংলাদেশ সরফরত মাইক্রোসফটের ভিনসেন্ট কোয়াহ । যিনি নিজে কাজ করেছেন উইন্ডোজ ফোন সেভেনের SDK টিমে । তারপর একে একে আসবেন কাজী মামুনুর রশীদ, ওমর আল জাবীর মিশো, তানজীম সাকিব, আশরাফুল আলম জয়, রেজওয়ানুর রশীদ এবং মাইক্রোসফট বাংলাদেশের ডেভলপার ইভান্জেলিষ্ট অমি আজাদ ।

অংশগ্রহনকারীদের জন্যও থাকছে বিশেষ কিছু । প্রবেশ বিনামূল্যে হলেও অংশগ্রহনকারীরা সবাই পাচ্ছেন অনেক কিছু । আছে বিনামূল্যে দুপুরে লান্চ, টিশার্ট, উইন্ডোজ ফোন সেভেনের SDK ও DVD । আরো মজার খবর লটারী পেতে পারেন ওয়াইমেক্স মডেম এবং উইন্ডোজ ফোন সেভেন ডিভাইস !

দিনব্যাপি এই অনুষ্ঠানটি হবে শনিবার সকাল সাড়ে নয়টা থেকে ঢাকার শেরে বাংলা নগরের আইডিবি ভবনের কনফারেন্স কক্ষে । আসছেন তো ?

আরো জানতে:

ফেসবুক ইভেন্ট লিস্ট
নানান প্রশ্নের উত্তর

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ঢাকা যাইতে মঞ্ছায় কিন্তু পরীক্ষা তাই পারব না।

Level 0

ওয়াও কিভাবে অংশগ্রহন করতে পারব?

Level 0

ইনশাল্লাহ আসছি

how to register to attend ??

i will try.apni asben to?????
apnar number den.asle dekha hobe.

ধন্যেবাদ সবার মাঝে শেয়ার করার জন্যে ।চেষ্টা করব আশার জন্যে ।টেকি ভাইরা আশার জন্যে চেষ্টা করবেন ।

প্রায় ১১ মাস পর টিউন করলেন। মানে আরিফ নিজামী এই আইডি তে। ইনশাআল্লাহ আসার চেষ্টা করবো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

আসার জন্য চেষ্টা করবো

ডেটটা কবে? আগামীকাল শনিবার নাকি?

Level 0

যাওয়ার ইচ্ছা, কিন্তু সময় নাই ।