উবুন্টুতে workspace যুক্ত করা :
উবুন্টুতে সর্ব্বোচ্চ ২২৫টি (১৫X১৫) workspace যুক্ত করা যায় । workspace হচ্ছে বিকল্প ডেক্সটপ । এর অর্থ কোনো ১টি workspace-এ যে সব উইন্ডো খোলা আছে সেগুলো অন্য workspace-এ দেখা যাবেনা । মাউস এর স্ক্রলবাটন দ্বারাই এক workspace থেকে অন্য work space এ যাওয়া যায় (চিত্র-১) ।
এর জন্য screen এর ডানদিকে সব চেয়ে নিচে ছোট সাদা ঘর-এ (চিত্র-২) মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করে সে মেনু থেকে Preference – এ ক্লিক করলে আরেকটি মেনু আসবে (চিত্র-৩) । এই মেনু থেকে নিজের পছন্দ অনুযায়ী workspace –এর সংখ্যা বেছে নিতে হবে । workspace বেশি না নিয়ে ৫টি নিলে কাজ করতে সুবিধা হবে (Columns 5 X Row 1) ।
উবুন্টুতে নতুন ফন্ট ইন্সটল করা :
উবুন্টুতে নতুন ফন্ট ইন্সটল করতে প্রথমে ALT + F2 চাপুন তারপর নতুন উইন্ডোতে লিখুন gksu nautilus এতে আরেকটি উইন্ডো ওপেন হবে (চিত্র-৪) ।
এখান থেকে FileSystem সিলেক্ট করুন (চিত্র-৫) । এবার এই উইন্ডোটি থেকে একের পর এক ওপেন করুন usr > share > font > truetype । এখানে একটি নতুন ফোল্ডার বানান এবং তাতে নতুন ফন্টগুলো কপি করুন ।
এবার টারমিনাল ওপেন করুন (এর জন্য APPLICATION > ACCESSORIES > TERMINAL -এ যান)।
টারমিনালে লিখুন sudo fc-cache -f –v এবং Enter চেপে অপেক্ষা করুন । ব্যস হয়ে গেল নতুন ফন্ট ইনস্টল ।
কাজটি করতে বেশ কয়েক বার Password দেবার প্রয়োজন হতে পারে ।
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....