আসুন আমরা তাকে সম্মাননা জানাই

কম্পিউটার বিপ্লবের সূচনালগ্নে বড় আকারের বিভিন্ন কম্পিউটার ছিল একেবারে স্বতন্ত্র। একটির সঙ্গে অন্যটির যোজন যোজন পার্থক্য। ফলে এক কম্পিউটারে লেখা প্রোগ্রাম অন্য কম্পিউটারে সরাসরি চালানো যেত না। এজন্য প্রোগ্রামাররা তাদের প্রোগ্রামিং সংকেতই সবাইকে দিয়ে দিতেন, যাতে করে প্রয়োজনীয় পরিবর্তনটুকু করে কম্পাইল করে সেটি আবার ব্যবহার করা যায়। পরে ১৯৭০-এর শেষ দিকে এবং ১৯৮০-এর দশকের প্রথম দিক থেকে যখন কম্পিউটার প্ল্যাটফরমের মধ্যে একটি সমঝোতা হলো, তখন থেকে দেখা গেল, কেউ কেউ আর প্রোগ্রামিং সংকেত না দিয়ে সরাসরি চালু করা যায় এমনভাবে ফরম্যাটের প্রোগ্রাম বিনিময় শুরু করেছেন।

শুরু হয়েছে প্রোগ্রামের স্বত্বাধিকার। এই ঘরানা কম্পিউটার ব্যবহারকারীর স্বাধীনতাকে খর্ব করতে শুরু করে। সে সময় এমআইটিতে কাজ করতেন স্টলম্যান। তিনি দেখলেন, এভাবে চলতে থাকলে একসময় প্রযুক্তির কোনো নিয়ন্ত্রণই সাধারণ মানুষের হাতে থাকবে না, চলে যাবে কিছু মুনাফালোভী করপোরেট প্রতিষ্ঠানের হাতে। চাকরি ছেড়ে দিয়ে তখন তিনি শুরু করলেন জনগণের জন্য জনগণের সফটওয়্যার বানানোর আন্দোলন। মুক্ত সফটওয়্যার আন্দোলন শুরু হলো। ১৯৮৩ সালে রিচার্ড স্টলম্যান নামের তরুণ প্রথম ফ্রি সফটওয়্যার আন্দোলনের সূচনা করে। ফ্রি/ওপেন সোর্স সফটওয়্যার সংক্ষেপে ফস-এর সূচনা করে। এই আন্দোলন বিশ্বব্যাপী বিভিন্ন নামে পরিচিত। কোথাও ফ্রি সফটওয়্যার কোথাও বা ওপেন সোর্স সফটওয়্যার নামে পরিচিত। ১৯৫৩ সালের ১৬ মার্চ নিউইয়র্কে স্টলম্যানের জন্ম। নিজের জীবনের প্রায় সবটুকু তিনি উৎসর্গ করেছেন তার গণমানুষের জন্য সফটওয়্যার দর্শন প্রচার ও বিকাশের জন্য। তার কারণেই উন্মুক্ত হয়েছে প্রযুক্তি বিকাশের সোপান। মুক্ত দর্শনের আরেকটি বড় উদাহরণ উইকিপিডিয়া, গণমানুষের বিশ্বকোষ। ১৯৯৯ সালে রিচার্ড স্টলম্যান প্রস্তাব করেন একটি বিশ্বকোষ সবাই মিলে লিখে ফেলার, সাধারণ মানুষ থেকে প-িত পর্যন্ত। তবে তার সে কাজ ততটা গতি পায়নি যত দিন না জিমি ওয়ালেস সেই ধারণাটি কাজে নামিয়ে দিলেন। জিমি ওয়ালেসের হাত ধরে বিকশিত হয়েছে আজকের উইকিপিডিয়া।

Source: Copy-Paste From Dainik Destiny

Level 0

আমি Joy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 380 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Chemistry (M.Sc)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চালিয়ে যান আসলে আস্তে আস্তে সবাই ভালো টিউনার হয়ে উঠেছেন। একবার টিউন করে কেউ জন প্রিয় হয়ে যান নি। বেশ ভালো লাগলো আপনার টিউনটা। দুইটা নতুন তথ্য জানতে পারলাম। ধন্যবাদ।

Level 0

Also Thank you

আমার মনে হয় যাদের ভাল লেগেছে তারা এই টপিকটি ও দেখতে পারেন –
http://biggani.com/content/view/843/63/
লেখাটি আমার নয় তাই আর কপি পেষ্ট করলাম না।

@Joy ধন্যবাদ আপনাকে এই পোষ্টটি করার জন্য।

Level 0

ধন্যবাদ স্টারটেক। আপনার দেখানো লিংক দুটিতে আরও বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। আসলে লেখার সময় যদি এই তথ্যগুলো জানা যেত তাহলে বেশ ভাল হত। সত্যকথা বলতে কি আমি জোরিন ওএস ব্যবহার করছি তাই বাংলা লেখতে খুব সমস্যায় পড়েছি। যা লিখি তা শুধু ঘর ঘর আসে। আবার জাতীয় কি বোর্ড ঠিকমত কাজ করছেনা। তাই বাধ্য হয়ে কপি পেস্ট করেছি। আমার উদ্দেশ্য ভাল। আমি চাইনা আর বেশিদিন চোরায় সফটওয়ার ব্যবহার করি। তাই মুক্ত সফটওয়ার বিষয়ে যা লিখা পাই তাই প্রচার করতে ইচ্ছা করে। লেখার অসুবিধার জন্য নিজের মত করে লিখতে পারিনি।

Level 0

salute him