টেকটিউনসের সকল ভাই বোনদের জন্য রইল আমার ছালাম। ভাবলাম টেকটিউনসের নতুন ভুবনে একটা কিছু নিয়ে লিখে ফেলি ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। Sugar on a stick দারুন একটি USB লাইভ অপারেটিং সিসটেম। বিশেষ করে ছোটদের এটা খুবই কাজে লাগবে এবং কিছু শিখতে পারবে।
এই লাইভ অপারেটিং সিসটেমের জন্য কমপক্ষে ১ জিবি পেইন ড্রাইভ, Fedora live usb creator ও Sugar on a Stick strawberry soas iso ফাইল লাগবে। Fedora live usb ডাউনলোড করতে এখানে ও Sugar on a Stick এখানে ক্লিক করুন। এখন Fedora live usb creator টি extract করে নিন। এখন কম্পিউটারে পেইন ড্রাইভ লাগান এবং FEDORA নামে রিনেইম করুন। এখন liveusb creator টি open করুন।
ব্রাউজ করে Sugar on a Stick soas strawberry iso ফাইলটি দেখিয়ে দিন।
ডাউনলোড ফেডোরায় Sugar on a Stick (Strawberry) উল্লেখ করে দিন।
এখন Persistent Storage উপনার ইচ্ছা মত জায়গা দিয়ে দিন। এখানে আপনার কাজ গুলি সেইভ হয়ে থাকবে।
Create live usb ক্লিক করুন।
Cmplete হলে পেইনড্রাইভ খুলে ফেলুন। কম্পিউটার বন্ধ করুন ও পেইনড্রাইভ লাগান। এখন কম্পিউটার চালু করে ভায়জ সেটিংয়ে গিয়ে usb boot enable করে দিন। এখন উপভোগ করুন USB লাইভ অপারেটিং সিসটেম। Linux ও Mac এর জন্য বিস্তারিত জানতে এইখানে ক্লিক কনুন।
আমি sunjil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই মানুষ মাত্রই ভুল করে সুতরাং ভুল না করে আগে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই । আর এখানে সবাই খুব নগন্য আপনার আমার মত । সবাই একই রকম তো আর দ্বিধা করবেন না । আশা করি ভবিষ্যতে আরও ভাল টিউন উপহার দেবেন ।