উবুন্টু এবং লিনাক্সমিন্ট বাংলা সহায়িকা


বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে সফটওয়্যার ক্রয় করে ব্যবহার করার সম্ভব নয়। তবে যদি লিনাক্স ব্যবহারকারীরা যদি এক অন্যকে সাহায্য করে তাহলে আশা করি অন্যরাও লিনাক্স এবং উবুন্টু ব্যবহার করতে উৎসাহিত হবে বলে আমি মনে করি। টেকটিউনসের টিউনার এবং ভিজিটরদের আমার বিশেষ অনুরোধ থাকবে যেন তারা উবুন্টু এবং লিনাক্সের টিউটোরিয়াল নিয়ে ধারাবাহিক টিউন করেন কেননা এর ফলে আমাদের দেশে অন্তত ফ্রিওয়ার অপারেটিং সিস্টেম ব্যবহারের পরিমান বাড়বে।

লিনাক্সমিন্ট

লিনাক্স ব্যবহারে উৎসাহিত করার জন্য টেকটিউনসের ভিজিটর এবং টিউনারদেরকে লিনাক্সমিন্টের বাংলা সহয়িকা / টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এর ফলে আপনারা কিছুটা হলেও লিনাক্সমিন্ট এর ব্যবহার সম্পর্কে জানতে পারবেন। লিনাক্সমিন্ট নিয়ে বলার তেমন কিছুই আমার নেই কেননা এই সহায়িকার মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় বিষয়গুলো জানতে পারবেন।

লিনাক্সমিন্ট ডাউনলোড লিংকঃ

কি কি বিষয় জানতে পারবেনঃ

  • লিনাক্স পরিচিতি
  • সাহায্য পাওয়ার ওয়েবসাইট
  • লিনাক্সমিন্ট ইনস্টলেশন
  • লিনাক্সমিন্ট ডেক্সটপ পরিচিতি
  • সফটওয়্যার ম্যানেজমেন্ট
  • টিপস এন্ড ট্রিকস

উবুন্টু

বর্তমানে বাংলাদেশে উবুন্টু ব্যবহারকারীর সংখ্য দিন দিন বাড়ছে। উবুন্টুর ব্যবহারে উৎসাহিত করার জন্য টেকটিউনসের ভিজিটর এবং টিউনারদেরকে উবুনটুর বাংলা সহয়িকা / টিউটোরিয়াল তুলে ধরলাম এর ফলে আপনারা কিছুটা হলেও উবুন্টু এর ব্যবহার সম্পর্কে জানতে পারবেন।

লেটেস্ট উবুন্টুর ডাউনলোড লিংকঃ

কি কি বিষয় থাকছে এই সহায়িকায়ঃ

  • উবুন্টু পরিচিতি
  • উবুন্টু ইনস্টলেশন
  • উবুন্টুর জন্য কিছু সফটওয়্যার
  • হার্ডিস্ক পার্টিশন

বোনাসঃ

ThinkChange FingerPrint v3.00(0) S60v5 S Symbian^3 OS9.x

সাপোর্টেবল মোবাইল ডিভাইসঃ

Nokia: 5230, 5233, 5235, 5530, 5800, C6, N97, N97 Mini, X6
Samsung: GT i8910 Omnia
Sony-Ericsson: U1 Satio, U5 Vivaz, U8 Kanna
যেকোন কিছু লিখে রেজিস্ট্রেশন করা যাবে। সফটওয়্যারটি ইনস্টল করে ৩য়বার স্ক্যান করে ছেড়ে দিন তাহলেই আপনার মোবাইল ফোনটি আনলক হবে আর একটি কথা এটা কিন্তু FACK ফিংগারপ্রিন্ট সফটওয়্যার।

বিদ্রঃ উবুন্টু এবং লিনাক্স পন্ডতদের কাছ থেকে এগুলো নিয়ে ধারাবাহিক টিউন প্রত্যাশা করছি চলুন সবাই মিলে দলে দলে উবুন্টু এবং লিনাক্সের দলে যোগ দেই........ সকলকে ধন্যবাদ...............

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দেখি মিন্টেরটা ডাউনলোড দিবো।ধন্যবাদ শেয়ারের জন্য।

    হুমম আমার কাছেও মিন্টের থিমটা জটিল লাগে………..

কেউ একজন যদি ভরসা দেন যে, যেকোন বিপদে হাত বাড়িয়ে দিবেন তাইলে আজই উুন্টুতে ট্রান্সফার হইতে রাজি। after all নিজের বিবেকের কাছে চোর হয়ে আর কত দিন থাকব।

    হা হা হা তা ঠিক……….

    হাসিব ভাই, হাসছেন ভালো কথা। আগে কন কি ব্যাবহার করেন। জানালা নাকি উবুন্টু।

    মিজান ভাই লিনাক্স মিন্টের সাহায্যের জন্য এই সাইটটি সবচেয়ে বেশী ভাল

    http://www.linuxmint-bd.org/downloads/user_guide

    আপনি যদি উবুন্টু নিয়ে শুরু করেন, আমি আপনাকে সাহায্য করব। ধন্যবাদ লিনাক্সে আগ্রহী হওয়ার জন্য্…

আমি উবুন্টু ১০।১০ নামাইছিলাম, হাছা কইরা কন দেখি কোনটা বেশি সুন্দর? এক এক জন এক এক টা কয় 🙁

টিউনের জন্য ধন্যবাদ হাসিব ভাই, আমাদের মত নতুনদের কাজে লাগবে

    মিন্ট ছাড়া কোনটা ভাললাগে নাই। 🙁 এখন মিন্টই চালাই

    উবুন্টু ১১.০৪ সবচেয়ে সুন্দর লাগে মোর কাছে 🙂

উবুন্টু ভালো লাগেনা লিনাক্সমিন্ট দেখি কেমন লাগে…………..ধন্যবাদ হাসিব ভাই

Vaia, Niomito tune korar jonno thanks.

লিনাক্সমিন্টের CD আমার কাঝে আছে আমার খুব ভাল লেগেছে।

টপটিউনার হওয়ায় আপনাকে প্রানঢালা অভিনন্দন 🙂

উবুন্টু আর লিনাক্সের কি একই সফটওয়ার?

মানে, উবুন্টুতে যে সফটওয়ার চলে তা কি লিনাক্স এ চলবে?

লিনাক্সমিন্ট ভালা লাগে।
ধন্যবাদ হাসিব ভাই চমৎকার টিউনটা করার জন্য।
প্রিয়তে নিলাম। ভালো থাকবেন।

মিন্ট কালেকশনে আসে তবে কিভাবে সেটাপ দিতে হয় জানতাম না। এই বার পারবো। ধন্যবাদ হাসিব ভাই।

আসলে ওপেন সোর্সের মজাটা যখন আমরা পাব তখন দলে দলে অবশ্যই ওপেন সোর্সে যোগ দিব। এক সময় আমিও ওপেন সোর্স কি জিনিস জানতাম না এখন জানি এবং নিজে লিনাক্স মিন্ট ইউজ করি, আমার আশে পাশে যারা আছে তাদেরকে লিনাক্স ইনষ্টলশনে সাহায্য করি। প্রয়োজনে নিজের ব্যান্ডউইথ খরচ করে লিনাক্সের ও এস ডাউনলোড করে দেই। ধন্যবাদ আপনার টিউনের জন্য।

    ধন্যবাদ প্রচেষ্টা ভাই এই ভাল উদ্যোগকে আমি স্বাগত জানাই……………….

    ও হ্যা আরেকটি কথা না বললেই নয়, আমার ওপেন সোর্স তথা লিনাক্সে আসতে যে ব্যক্তিটি অক্লান্ত পরিশ্রম করেছেন তাঁর নাম রিং ভাই। তার কাছে আমি চির কৃতজ্ঞ।

আমি কিউবি চালাই তাই পারছি না। তবে তারা তারি চলে আসতেছি।

ভাবতেছি আমিও লিনাক্সএ যোগ দিব কিনা,
ধন্যবাদ হাসিব ভাই টিউনের জন্য।

ভাই ভাল লাগল।ধন্যবাদ শেয়ার করার জন্যে।ভাল থাকবেন এবং লিনাক্সমিন্ট নিয়ে আরো টিউন করবেন।আশায় রইলাম ……………

আমি তো অনেক আগেই উবুন্টু তে যোগ দিবো ভেবেছিলাম কিন্তু কেন জানি পারছি না।

ধন্যবাদ !

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য। এখন অপেক্ষা করছি…নতুন ভার্সনের সহায়িকার জন্য।….

কাজের টিউন। ধন্যবাদ। 🙂

ami prachin kaler pc te asi tai ichcha thakleo upai nai….my RAM so poor 256mb r processor- celeron…(2 GHz.)…kosto boro e kosto…..

may be pore kaje lagbe….Thank u…..

কিছুই না বললাম, বুঝেনই তো আমি অনেক আগে থেকেই আছি………।।

উবুন্টু তে ভিডিও ওপেন করতে পারিনা। কি করব?

vhiya ubuntu te to driver golo download korte hoy r pore agolor backup o khajai na . amon kono link dite parben j khan thake ami linux ar driver golo download kore rakte parbo & pore install korte porbo?

Level 0

ভাই আমি উবুন্টু ১২।০৪ ইন্সটল দিয়া তো বিপদে আছি ইন্টারনেট কানেকশন নিচ্ছে না কি করি বলেন তো আমি ল্যান লাইন দিয়ে বাংলা বিলাই এর ইনডোর মোডেম ইউজ করছি cable unplug বলছে আগের ভার্সন টা কোনো প্রব্লেম ছিলো না । আসলে উবুন্টুর কোনো মজাই উপভোগ করতে পারছি না । যদি একটু সমাধান দিতেন আমার অনেক উপকার হতো । মেইল [email protected]