বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে সফটওয়্যার ক্রয় করে ব্যবহার করার সম্ভব নয়। তবে যদি লিনাক্স ব্যবহারকারীরা যদি এক অন্যকে সাহায্য করে তাহলে আশা করি অন্যরাও লিনাক্স এবং উবুন্টু ব্যবহার করতে উৎসাহিত হবে বলে আমি মনে করি। টেকটিউনসের টিউনার এবং ভিজিটরদের আমার বিশেষ অনুরোধ থাকবে যেন তারা উবুন্টু এবং লিনাক্সের টিউটোরিয়াল নিয়ে ধারাবাহিক টিউন করেন কেননা এর ফলে আমাদের দেশে অন্তত ফ্রিওয়ার অপারেটিং সিস্টেম ব্যবহারের পরিমান বাড়বে।
লিনাক্স ব্যবহারে উৎসাহিত করার জন্য টেকটিউনসের ভিজিটর এবং টিউনারদেরকে লিনাক্সমিন্টের বাংলা সহয়িকা / টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এর ফলে আপনারা কিছুটা হলেও লিনাক্সমিন্ট এর ব্যবহার সম্পর্কে জানতে পারবেন। লিনাক্সমিন্ট নিয়ে বলার তেমন কিছুই আমার নেই কেননা এই সহায়িকার মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় বিষয়গুলো জানতে পারবেন।
বর্তমানে বাংলাদেশে উবুন্টু ব্যবহারকারীর সংখ্য দিন দিন বাড়ছে। উবুন্টুর ব্যবহারে উৎসাহিত করার জন্য টেকটিউনসের ভিজিটর এবং টিউনারদেরকে উবুনটুর বাংলা সহয়িকা / টিউটোরিয়াল তুলে ধরলাম এর ফলে আপনারা কিছুটা হলেও উবুন্টু এর ব্যবহার সম্পর্কে জানতে পারবেন।
Nokia: 5230, 5233, 5235, 5530, 5800, C6, N97, N97 Mini, X6
Samsung: GT i8910 Omnia
Sony-Ericsson: U1 Satio, U5 Vivaz, U8 Kanna
যেকোন কিছু লিখে রেজিস্ট্রেশন করা যাবে। সফটওয়্যারটি ইনস্টল করে ৩য়বার স্ক্যান করে ছেড়ে দিন তাহলেই আপনার মোবাইল ফোনটি আনলক হবে আর একটি কথা এটা কিন্তু FACK ফিংগারপ্রিন্ট সফটওয়্যার।
বিদ্রঃ উবুন্টু এবং লিনাক্স পন্ডতদের কাছ থেকে এগুলো নিয়ে ধারাবাহিক টিউন প্রত্যাশা করছি চলুন সবাই মিলে দলে দলে উবুন্টু এবং লিনাক্সের দলে যোগ দেই........ সকলকে ধন্যবাদ...............
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
দেখি মিন্টেরটা ডাউনলোড দিবো।ধন্যবাদ শেয়ারের জন্য।