ছবির উজ্জ্বলতা ঠিক করার জন্য GIMP এর একটি কৌশল

অনেক সময় ছবি তুললে দেখা যায় ছবি অন্ধকার। মনটা খারাপ হয়ে যায়। এই রকম ছবি সহজেই উজ্জ্বল করা যায় ফ্রী সফটওয়্যার GIMP এর সাহায্যে। আমি নিজে হাতুড়ে GIMP ব্যবহারকারী, তাই এর চেয়েও ভাল কৌশল থাকতে পারে যা আমি হাতড়িয়ে পাইনি। এই কৌশল ব্যবহার করে ছবি ঠিক করে ফেসবুক বা অন্যখানে শেয়ার করি প্রায়ই। উদাহরণ দেখুন প্রথমে:

বামদিকের ছবিটা হল একটা টেবিলকে খাড়া করে রেখে তার উপরে একটা দেয়ালিকা সাঁটিয়ে দেয়া হয়েছে। ডানদিকে শুধু দেয়ালিকাটাকে সিলেক্ট করে গিম্প দিয়ে উজ্জ্বলতা বাড়ানো হয়েছে। এমন আরেকটি উদাহরণ দেখুন নিচে: এই ক্ষেত্রে কোনো বিশেষ অংশ নয় বরং পুরা ছবিটাতে একই টেকনিক ব্যবহার করা হয়েছে।


এবার দেখুন কিভাবে করতে হয়। যদি ছবির কিছু অংশে এই কাজ করতে চান তবে বামদিকের টুলবার থেকে চারকোনা, গোলাকার বা ইচ্ছামাফিক সিলেকশনের টুল নিয়ে দরকারী এলাকা সিলেক্ট করে নিন (নিচের ছবিতে চারকোনা টুল দিয়ে সিলেক্ট করা হয়েছে)। যদি নির্বাচিত এলাকা আর বাইরের অংশে হঠাৎ করে পরিবর্তন না দেখাতে চান তবে এই সিলেকশনের সাথে Feather অপশনটাও টিক দিয়ে ব্যবহার করতে হবে। পুরা ছবির জন্য কোনো কিছু সিলেক্ট করার প্রয়োজন নাই। তবে আমার পরামর্শ হল ছবিটার একটা কপির উপর কাজ করুন, কারণ ছবি পরিবর্তন হয়ে গেলে আগের অবস্থায় ফেরত যেতে পারবো কি না সেই টেনশন থাকবে না তাহলে। আর আগের অবস্থার সাথে পরিবর্তনের তুলনাও করতে পারবেন সহজে।

প্রথমে মেনু থেকে: Colors --> Curves  সিলেক্ট করুন।

এতে পরের অংশটার মত একটা উইন্ডো আসবে। যার কর্ন বরাবর একটা সরল রেখা। এই রেখাটাকে ইচ্ছামত টানা হেঁচড়া করুন, সাথে সাথে ছবির পরিবর্তন দেখতে পাবেন। আপনার পছন্দমত পরিবর্তন হলে OK  দিয়ে বের হয়ে আসুন।

আমি সাধারণত রেখাটাকে ডানদিকের ছবির মত একটু সরিয়ে দেই, গ্রাফের যেই অংশে কিছু নাই ঐ অংশটুকু থেকে রেখাটার প্রান্তকে ভেতরের দিকে সরিয়ে দেই। তারপর রেখাটার মাঝামাঝি এক জায়গায় ধরে একটু উপরের দিকে ধনুকের মত বাঁকিয়ে দেই। অন্যভাবেও টেনে দেখতে পারেন।

এবার ফাইল মেনু থেকে save করুন।

তো .... উপভোগ করুন GIMP ও ছবি নিয়ে গুতাগুতি।
(GIMP ফটোশপের মত কাজ করার জন্য একটা ওপেনসোর্স সফটওয়্যার যা উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাকে ব্যবহার করা যায়।)

এই টিউনে দেয়ার জন্য ছবিগুলো খুবই সহজে তৈরী করেছি Inkscape দিয়ে - এটা অনেকটা কোরেলের মত একটা দারুন ওপেনসোর্স সফটওয়্যার।

সংযুক্তি: আরেকটি ছবি দিলাম। প্রতিটি মুখমন্ডল আলাদাভাবে গোলাকার আকৃতি দিয়ে সিলেক্ট করে এই কাজ করা হয়েছে।

Level 0

আমি শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 449 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

গুগল আমার সম্পর্কে জানে, কাজেই জানতে চাইলে আমার নাম বা ইউজার নামটা দিয়ে গুগল করুন ... :D


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভার্সিটির প্রোগ্রামের কিছু ছবি অন্ধকারের কারণে কিছুটা কালো হয়েছিল।যাক এগুলো এবার একটু উজ্জল করতে পারব।অনেক ধন্যবাদ জানানোর জন্য।গিম্প আসলেই ফটোশপ থেকে অনেক সহজ।লিনাক্স মিন্ট নিয়ে খুবেই মজায় আছি। লিনাক্স এর নতুন নতুন জিনিস জানাবেন সেই আশায় আছি। 😀

    আরেকটা জিনিস আপনাদের নতুন হওয়া সংঘঠনের সাথে যুক্ত হতে চাই, মুক্ত অপারেটিং সিস্টেম কে ছড়িয়ে দিতে চাই সবাই মাঝে।চট্টগ্রামে আছি। কোন দরকার হলে বলবেন,সাধ্যানুযায়ী কাজ করে যাওয়ার চেষ্টা করব। 🙂

    আমাদের ওয়েবপেজে (http://www.fossbd.org/index.php/contact-us) যোগাযোগের ঠিকানা দেয়া আছে।
    সামনে ফাঁক পেলে ব্যক্তিগতভাবে চট্টগ্রামে যাওয়ার ইচ্ছা রাখি।

    আসলে জানাবেন আশাকরি।

Level 0

download link koi?

    গিম্প লিনাক্সের সাথে দেওয়া থাকে।উইন্ডোজের জন্য ডাউনলোডের জন্য নিচের লিঙ্ক এ ঘুরে আসতে পারেন।

    http://www.gimp.org/windows/

সফটওয়্যারটা কতো মেগাবাইট?

বাংলায় গিম্পের উপর আরো টিউটোরিয়াল পাবেন এখানে:
http://forum.projanmo.com/topic15998.html