পেঙ্গুইন মেলা – ২০১১, আজ, লাইভ স্ট্রিমিং সহ (ইনশাআল্লাহ)

প্রিয় সুধী

দূর্নীতির গ্লানিমুক্ত সম্মানজনক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ (FOSS Bangladesh) আজ ৮ই এপ্রিল, শুক্রবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে (অপরাজেয় বাংলার পেছনে কলা ভবন, তার পেছনে লেকচার থিয়েটার ভবন, এর নিচতলায়) উন্মুক্ত সফটওয়্যার ব্যবহারের উপর একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে পাইরেসি, ওপেনসোর্স ও লিনাক্স বিষয়ে আলোচনার পাশাপাশি আগত দর্শকদের সাথে মতামত বিনিময় ও আলোচনার সুযোগ রাখা হয়েছে। এছাড়া অনুষ্ঠানস্থল থেকে ওপেনসোর্সড থ্রি-ডি গেমসহ লিনাক্স মিন্ট ১০ জুলিয়া'র সংকলিত ডিভিডি সংগ্রহ করা যাবে।

সবকিছু ঠিকঠাকমত চললে ইনশাআল্লাহ অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন এই ঠিকানায়:

http://www.ustream.tv/channel/penguinmela-2011-dhaka

Level 0

আমি শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 449 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

গুগল আমার সম্পর্কে জানে, কাজেই জানতে চাইলে আমার নাম বা ইউজার নামটা দিয়ে গুগল করুন ... :D


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লিনাক্স ফোরাম কে খুব মিস করছি । আমরা এত কিছু পারি কিন্তু লিফো কে জীবন্ত করতে পারি না ! লিনাক্স ফোরাম এর কর্তা ব্যাক্তিরা কোথায় ?

শামীম ভাই, আপনাদের সাইট (http://fossbd.org/ ) তো এখনো চালু হল না।চালু হলে ফোরামে বা এখানে একটু পোস্টাইয়েন।

    গতকাল অনুষ্ঠানের সময় ওয়েবসাইটটি চালু করা হয়েছে। আস্তে আস্তে এর কলেবর বাড়বে।

অডিটোরিয়ামের ভেতরে নেট (বাংলালায়ন সম্ভবত) সেইরকম ভাল(!!) থাকায় আর লাইভ স্ট্রিমিং করা হয়ে উঠলো না। 🙁