ডাউনলোড করুন গুগলের প্রথম অপারেটিং সিস্টেম Chrome OS, মাত্র 606 MB

সার্চ ইঞ্জিনের রাজা গুগল বের করেছে তাদের নতুন অপারেটিং সিস্টেম। মাত্র 606 MB।

তাই আর দেরি না করে দেখে নিন কেমন এটি আর কিভাবে ইন্সটল করবেন।

ওপারেটিং সিস্টেমটির নতুন ইন্টারফেজের দুইটি স্কিনশর্টঃ

অপারেটিং সিস্টেমটির ইন্টারফেস অপারেটিং সিস্টেমটির ইন্টারফেস

**********বড় করে দেখার জন্য ইমেজগুলিতে রাইট ‍বাটন ক্লিক করে View Image এ ক্লিক করুন**********

গুগল ক্রোম অপারেটিং সিস্টেম সমন্ধেঃ

2010-11-05: Chrome OS 0.9.570 Release Candidate (RC) is available for download!
Chrome OS is a brand new free operating system built around the revolutionary Google Chrome browser.
The project aim is to provide a lightweight Linux distribution for the best web browsing experience.
Chrome OS যে যে ফিচার সমৃদ্ধঃ
  • GNOME 2.30 desktop environment
  • Google Chrome 9.0.570 web browser Updated!
  • Google Picasa 2.7 photo manager
  • OpenOffice.org 3.2 office suite
  • GIMP 2.6 image editor
  • Flash Player 10.1 plugin
  • Wine Windows emulator 1.2
  • Pidgin 2.6 instant messenger
  • and much more!
Chrome OS এর সিস্টেম রিকুয়ারমেন্ট:
  • Processor: Intel Pentium, Xeon or newer; AMD Duron, Athlon, Sempron, Opteron or newer
  • RAM: min. 256 MB
  • Hard disk: min. 1 GB
  • Graphics card: supports most modern graphics cards
আপনার হার্ডডিক্সে Live CD এর মাধ্যমে কিভাবে Chrome OS ইন্সটল করবেন ?
Boot your computer from Chrome OS Live CD, wait until it is loaded and click Live Installer icon on the desktop. Enter the root password and follow the wizard.
root password কি?
The root password is: root
CD drive না থাকবে কিভাবে ইন্সটল করবেন?
You can try to make a bootable USB from the iso file using UNetbootin.
Chrome OS কে কিভাবে নতুন ভার্সনে আপগ্রেট করবেন ?
Chrome OS will automatically notify you when the updates are available.
ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন
ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন
বিদ্রঃ তথ্যগুলি গুগলের নিজস্ব ওয়েবসাইট থেকে কপি করে কিছু কিছু কথা বাংলায় অনুবাদ করেছি তাই ভুল হলে ক্ষমা করবেন। আমি এখনো এটি নিজে ব্যবহার করিনি  (ব্যান্ডইউথ কম) তাই কেউ এটিকে ডাউনলোড করে এর সুবিধা আর কিরকম তা নিয়ে ভাল টিউনারদের অনুরোধ করছি।
এখন শুধু ডাউনলোড করুন আর নিচের মত ক্রোমের ছায়াতলে আশ্রয় নিনঃ
আর বসে বসে দেখুন ক্রোমর আর উইনডোজের যুদ্ধ/মারামারিঃ
ক্রোম আর উইনডোজের মারামারি
কেমন লাগল অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন।
***************************************************************************
আমার সবগুলো টিউন দেখতে  https://www.techtunes.io/tuner/saifulmd_0 তে ক্লিক করুন।

আমার ইমেইল- ‍[email protected]

ফেসবুক ঃ http://www.facebook.com/crazzzzzzyboy

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

উইন্ডোজতো তাহলে আউট হয়ে যাবে।

গুগলের প্রোডাক্ট…………..কিছু একটা করে দেখাবে নিশ্চয়ই।

টিউনের জন্য আন্তরিক ধন্যবাদ।

    আমারও তাই মনেহয়। ধন্যবাদ।

    আমারও একই মত….. অনেক আগে থেকেই উইন্ডোজ ফেলে দেবার ইচ্ছা ছিল। গুগল যখন পথে নেমেছে, তখন মনে হয় খুব তাড়াতাড়িই মনের আনন্দে উইন্জোজ বিদায় দিয়ে দিতে পারব…

Level New

ডেস্কটপের কথা আলাদা কিন্তু নেটবুক আর ট্যাবলেট পিসির মার্কেট পুরাই গুগলের আওতায় চলে আসবে এর মাধ্যমে- আমার এমনটাই মনে হচ্ছে।

দেখি আজ নামাতে পারি কিনা। জিনোম যখন দিয়েছে তাহলে কোন সমস্যা নেই।
আমি অবশ্য এখন সুসের সাথে প্রেম করার চেষ্টা করছি!!!

    Level 0

    KDE ব্যবহার করলে opensuse এর KDE ব্যবহার করব (অন্য কোনোটা নয়)। এর জন্য পিসিটা একটু আপগ্রেড করতে হবে।

    ৥বাবর, হ্যা ভাইয়া তাড়াতাড়ি নামান আর সবার সাথে এর ভাল/খারাপ দিকগুলো তুলে ধরেন। ধন্যবাদ।

শেয়ার করায় ধন্যবাদ।

Level 0

এটা ডেস্কটপের জন্য বানানো হয়নি। যারা ইন্টারনেট বেশি ব্যবহার করেন তাদের জন্য্ ভালো হবে। আর এটা মূলত তৈরি করা হয়েছে নেটবুকের জন্য , ডেস্কটপের জন্য নয়।

    Level 0

    আর এটা কিন্তু লিনাক্স-বেসড OS।

    আরে ভাই রিজিউম সাপোর্টসহ ডাউনলিঙ্ক দেন । ডাউনলোড করি।

    ৥ জাহিদ ভাইয়া, আমি নিজেই এখনো ব্যবহার করিনি তবে আমারও তাই মনেহয়।
    আর আপনি একদম ঠিক বলেছেন ”এইটা 100% লিনাক্স – বেসড ওএস।”

আপনি যেই লিঙ্ক দিয়েছেন তার তো রিজিউম সাপোর্ট নাই, রিজিউম সাপোর্ট ছাড়া ডাউনলোডের চিন্তা করা বোকামি। রিজিউম সাপোর্ট সহ লিঙ্ক দেন।

    মাসপি ভাইয়া। এখানে আমার কিছু করার নেই কারণ আমি যেই লিংকটা দিয়েছি সেটা গুগলের নিজস্ব ওয়েবসাইট।
    এত ঝামলা না করে টরেন্ট-এর আশ্রয় নিতে পারেন।

এই পাতা “হট”
মনিটর পুরে যেতে পারে তারাতারি ডাউনলোড পেজে যাই 😀 :D: D: D: D: D: D: D: D: D: D:

    ধন্যবাদ পন্ডিত ভাইয়া। ডাউনলোড করা হলে বলবেন কেমন লাগল।

Level 0

কি যে করি বুঝতেছিনা। আগে দুই একজন ব্যবহার করেন তারপর অভিজ্ঞতা শেয়ার করেন।

    ঠিক চিন্তাধারা।

    আমিও একই দলের লোক 🙂
    ভাই সাহায্য বিভাগে আভিরা নিয়ে আমার একটা প্রশ্ন আছে, চেষ্টা করলে খুশি হব, না দিলেও সমস্যা নেই, এখানে অনুরোধ করেছি বলে কিছু মনে করলে দুঃখিত

    আমিও আমিও। সরাসরি আপনাদের দলে।
    ধন্যবাদ সবাইকে।

এতদিন windows এর সাথে আছি। gooooogle এর প্রোডাক্টটি মনে হয় বেশ updated হবে।
সাইফুল ভাইকে ধন্যবাদ গুগলের প্রোডাক্ট তুলে ধরার জন্য।

কালকে না বের হওয়ার কথা ছিল? আজকে কিভাবে পাইলেন?

    যেই পোষ্টটাতে কালকে বের হওয়ার কথা লেখা ছিল। সেটা পড়েই তো আমি গুগলাইলাম। তারপর গুরুর (গুগল) কল্যাণে পেয়েও গেলাই। তাই সেয়ার করলাম আর কি।

প্রথম থেকে অনেক আশা করে ছিলাম। আশা হত হল। ভাবিনি ক্রোম ও এস লিনাক্স বেসড হবে। আমার ধারনা ছিল ক্রোম ও এস এর আলাদা কার্নেল থাকবে আর আমরা অপারেটিং সিস্টেম জগতে নতুন কিছু একটা দেখতে পাবো… আফসোস। এর ভবিষ্যত নিয়ে শংকায় আছি…

    মেজাজ খারাপ। কই ভাবছিলাম নতুন কার্ণেল হবে , তা না , পুরান জিনিস ইউজ কইরা নতুন নাম বলে বাজারে ছাড়ছে। তাও এমন ডাউনলোড লিঙ্ক দিসে যার কোন রিজিউম সাপোর্ট নাই। ডাউনলোড দিব না।

    আমি ভাই এত কর্ণেল টর্ণেন বুঝিয়া। আপনারাই ভাল জানবেন।
    ধন্যবাদ।

    এটা তো অনেক পুরান কথা যে ক্রোমের কার্ণেল লিনাক্স হবে। যেমন হয়েছে এনড্রয়েডের ক্ষেত্রে। আর গুগল নিজেও ব্যবহার করে উবুন্টুর একটা কাস্টম ভার্সন।

    ————————————————————————
    Get 500mb cPanel Free Hosting

ধন্যবাদ। সাইফুল ভাই । Google OS লিনাক্স এর মত হয়ায় মনে হয় না খুব মজা পাব।

Level New

আমার মনে হয় এই ওএস নিয়ে কথা বলার আগে সবার জানা উচিত গুগল কেন এটা বানাচ্ছে। কি তার উদ্দেশ্য? আসলে আমি যট্টুক জানি ওএস জগতে ভয়ানক কোনো বিপ্লব ঘটানো না বরং ইন্টারনেট ব্রাউজার ভিত্তিক ওএস এর সূচনা করাই এর মূল উদ্দেশ্য। লো কনফিগারেশনের নেটবুক গুগলের প্রথম টার্গেট। এটি প্রফেশনালদের কাজের উপযোগী করে বানানো হয়েছে বলে আমার মনে হয় না। মূলত ইন্টারনেট ভিত্তিক লাফস্টাইলকে আরো সহজ করার জন্যই এই ওএস। আর আমাদের আশাহত হবার কিছু নেই। কেননা এটাতো শুরু মাত্র!

মনে হচ্ছে অনেকটা লিনাক্স-এর মত। দেখা যাক, কি হয়।

টাটকা খবরের জন্য সাইফুল ভাইকে অনেক ধন্যবাদ

অপেক্ষায় ছিলাম কখন আসবে এটা,
আরো কিছু দিন যাক এবং এইটা নিয়ে আরো তথ্য উপাত্য পাই তারপর ট্রাই করব,
তবে যেহেতু গুগল খারাপ হওয়ার কথা নয়।
আর সাইফুল ভাইকে অসংখ্য ধন্যবাদ টেকটিউন্সে শেয়ার করার জন্য।

প্রিয়তে রাখলাম। প্রয়োজন হলে ইনসাআল্লাহ পরে ডাউনলোড করে ব্যবহার করে দেখবো। আপাতত সবার এই নিয়ে মন্তব্যই দেখতেছি। ধন্যবাদ।

এটা মুলত ইন্টারনেট ব্যাবহারে সুবিধার জন্য বানানো (গেম খেলা বা এই টাইপের কাজ বাদ দিতে হবে), ব্যাবহার করে সেমন ভালো লাগল না।

মামা আমার মনে হয় এটা ইন্টারনেট ব্যবহারের জন্য বেশী উপযোগী হবে।

    বাহ! তোর মাথায় তো দেখছি আজকাল ভালই অনুধাবন করার ক্ষমতা যোগ হয়েছে।

সাইফুল ভাই, এটা Release Candidate(RC) ভার্সন, ফাইনাল বা ষ্ট্যাবল ভার্সন নয় যা আপনার দেয়া ডাউনলোড লিঙ্কেই লিখা আছে।
তাছাড়া সেখানে এটাও লিখা আছে যে, Chrome OS is not related to Google.

সবাই সাবধান। এই পোস্টে যে ওএস এর কথা বলা হয়েছে সেটা আসল গুগল ক্রোম নয়। সবাই সাবধান।

————————————————————————
Get 500mb cPanel Free Hosting

    সাইফুল ভাইকে বলব টিউনটা সরিয়ে নিতে। কারণ এটা মানুষকে বিভ্রান্ত করার জন্য যথেষ্ট।

    ————————————————————————
    Get 500mb cPanel Free Hosting

    প্রমাণ দিলেই সরিয়ে নিব। ধন্যবাদ।

    কয়টা প্রমাণ চান?
    প্রথম কথা হল এটা একটা অনলাইন ওএস। এখানে ক্রোম ব্রাউজারটাই সব। ডেস্কটপ বলতেও ওই ক্রোম ব্রাউজারই। সব এপস ওয়েববেজড। তাই এখানে জিনোম, ওপেন অফিস এর কথা অবান্তর।
    আর আপনি যে ডাউনলোড লিংকটা দিয়েছেন তার ফুটারটা ভাল করে পড়ে দেখুন।
    ক্রোমিয়ম ওএসের আসল ওয়বসাইট হচ্ছেঃ http://www.chromium.org/chromium-os

Level 0

babor vai shabdhan keno????

ভাইয়া Downloal তো করলাম Install তো করত পারলাম না। Please আমাকে সাহায্য করুন।

    আসলে আমি নিজেই এটি ইন্সটল করি নাই। আপনি একটু গুগলাই দেখেন। হয় কি না।

Level 0

এইটা তে কি Windows XP/Vista/7 এর সফটওয়্যার কাজ করবে ???

ভাই লড়াই চলবে অনেক সময় জুড়ে। যেমন নায়ক আগে মার খাই পরে জিতে। এখানে নায়ক গুগল আমার মতে। এটা ফ্রিতে পাওয়া গেলে।

Level 0

বন্ধু আমার লাগবে, কি করে কি করবো ? আরও বিস্তারিত দিলে ভালো হতো ?

তারপরও বলবো Windows ই সেরা।