pyFontFixer – ওয়ান ক্লিক ফন্ট ফ্যামিলি অপটিমাইজার

আপনি কি কখনো আপনার সিস্টেমের ডিফল্ট ফন্ট পরিবর্তন করার চেষ্টা করেছেন, এবং আশ্চর্য হয়েছেন কেন এটা সয়ংক্রিয় ভাবে করা যায় না? চিন্তা মাত করুন। এখন আপনি খুব সহজেই Sans এবং Sans-Serif ফন্ট ফ্যামিলির জন্য প্রথম এবং দ্বিতীয় ফন্ট সেট করতে পারবেন। সিস্টেম রিস্টার্টেরও কোন দরকার নেই, দরকার নেই লগ আউট করে লগ ইন করারও। কাজ হবে চোখের পলকে।
ফন্ট ফ্যামিলি অপটিমাইজার pyFontFixer একটি পাইথন এপ্লিকেশন যা উইন্ডোজের ফন্ট ফিক্সারের মত কাজ করবে। ফন্ট ফিক্সারের মত বললে একটু ভুলই হবে কারণ  pyFontFixer দিয়ে আরও সহজে ফন্টের সেটিংস ঠিক করা যাবে।

অনেকে বিশেষ করে ইন্টারনেটে বাংলা ফন্ট দেখার জন্য তাদের ব্রাউজারের ফন্ট সেটিংস উল্টাপাল্টা করে ফেলে। অপারেটিং সিস্টেমের সেটিংসও উলটপালট করে ফেলে। আবার অনেকে দ্বিতীয় ফন্ট হিসেবে বাংলা সেট করার চেষ্টা করে।

pyFontFixer তাদের সকলের জন্য নিয়ে এসেছে One Click Solution. শুধু মাত্র ক্লিক করুন এবং দেখুন এর জাদু।

pyFontFixer

এই অতি প্রয়োজনীয় সফটটা বানিয়েছে আমাদের সবার প্রিয় সারিম ভাই। তাকে এই মাঝরাতে ভোরের কুয়াশা ভেজা একরাশ লাল গোলাপ সহ ধন্যবাদ এবং অভিনন্দন।
ডাউনলোড করুন এখান থেকেঃ http://code.google.com/p/pyfontfixer/downloads/list
ইন্সটল করার জন্য ডাউনলোড করা ফাইলটা শুধুমাত্র ডাবল ক্লিক করুন।

প্রথম প্রকাশঃ http://bn.ibabar.com/tech/compu/ubuntu/pyfontfixer-one-click-font-family-optimizer.html

Level 0

আমি বাবর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 989 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফ্রীল্যান্স ওয়ার্ডপ্রেস ডেভেলপার এবং ডিজাইনার। | উবুন্টু ব্যবহারকারী | ওপেনসোর্স প্রেমিক | সিইও @ ওয়ার্কার্সল্যাব


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাবর ভাই ধন্যবাদ।

অফ
আছেন কেমন? সামনে কিছু মানুষ কে দরকার হবে। আপনাকে ভালো লাগে তাই আপনাকে দরকার হবে। আপনে পাশে থাকতে পারবেন মন থেকে?(নট এ বিগ ডিল যদি না পারেন) সময় হলে পুরা কাহিনি জানতে পারবেন।
জানাবেন

খুভ ভালো থাকুন। ধন্যবাদ

    আমার দ্বারা সম্ভব হলে আমি অবশ্যই থাকব। তবে কাজটা কি সেটা আগে জানতে হবে।

    হাহা বাবর ভাই আগেই ভয় পেয়ে গেলেন? হাহাহাহা এনিওয়েস সম্ভব দেখেই আপনাকে বলেছিলাম। ভালো থাকুন

    উহু, ভয় পাইনি। আমি তো বলেইছি, করতে পারলে আমি অবশ্যই আছি। শুধু একটু কষ্ট করে মেসেঞ্জারে নক করলেই হবে।

ফান্টাসটিক বাবর ভাই। আমারে একসময় ফন্ট পরিবর্তন নিয়ে অনেক ঝামেরা হত। এখন অবশ্য হয় না। তবে যারা কম্পিউটার ও ইন্টারনেট জগতে নতুন তাদের অনেক কাজে দিবে। 🙂

অনেক ধন্যবাদ বাবর ভাই। Avro Font Fixer এর থেকেও ভাল। আর অসংখ্য ধন্যবাদ সারিম ভাইয়াকে। যদিও আমি উনাকে চিনি না। তবে উনার একটা ছবি অথবা ওয়েবসাইটের লিংক দিলে ভাল হত।

    Avro Font Fixer ভালো হলেও এটা যেখানে কাজ করে সেখানে অভ্র কাজ করে না। আর আরেকটা সুবিধা হচ্ছে এর সাইজ খুব কম। মাত্র ২৮ কিলোবাইট(ভুল পড়েন নি, এটা আসলেই আটাশ কিলোবাইট)। ফলে রিসোর্সও নষ্ট করে কম।
    সারিম ভাইয়ের একটা সাইট আছে কিন্তু কনটেন্ট নেই ফেলে রাখছে। তবে ফোরামগুলোতে খুজলে তাকে পেয়ে যাবেন। যেমন রংমহল ফোরামের তিনি একজন এডমিন। এছাড়াও তকে পাবেন প্রজন্ম ফোরামে, আমাদের প্রযুক্তি ফোরামে এবং লিনাক্স ফোরামে
    আর তার টুইটার লিংকটা হচ্ছেঃ http://twitter.com/sarimkhan

eta ki Windows er janno kaj korbe na ?

    উহু, এটা লিনাক্স অনলি। আরও স্পেশালি বললে ডেবিয়ান অনলি।

    ————————————————————————
    Get 500mb cPanel Free Hosting