‘Everyday Auto Backup’ সফটওয়্যার দিয়ে সর্বক্ষন আপনার কম্পিউটারের ডাটা অটো ব্যাকআপ রাখুন

'Everyday Auto Backup' একটি ফ্রিওয়্যার সফটয়্যার। এই সফটওয়্যার দ্বারা সর্বক্ষন আপনার কম্পিউটারের ডাটা/ফাইল অটো ব্যাকআপ রাখতে পারবেন। এটি খুব ছোট্ট এবং কার্যকরী একটি সফটওয়‌্যার। সফটওয়্যার'টি ব্যবহারের ফলে আপনি আপনার গুরুত্বপূর্ন ফাইলগুলো স্বয়ংক্রীয় ভাবে ব্যাকআপ করতে পারবেন আপনার কম্পিউটারের ইচ্ছেমত স্থানে। যার ফলে কম্পিউটারে কোন সমস্যা হলেও আপনার ফাইল ব্যাকআপে থেকে যাবে।

উদাহরন স্বরূপ Everyday Auto Backup সফটয়্যার'টি তে অটো ব্যাকআপের সময় নির্ধারন করা আছে প্রতি ৩০ মিনিট করে। আপনি পাওয়ার পয়েন্টে কোন ফাইলের কাজ করছেন তার মাঝে মনে হলো ৩০ আগে যে অস্থায় ফাইল'টি আপনি সম্পাদনা করেছিলেন সেটি ঠিক ছিল তা ব্যাকআপ ফোল্ডারে প্রবেশ করে পূর্বের ফাইল'টি ফিরিয়ে আনতে পারবেন। এছাড়া কোন ফাইল ভুলে ডিলেট হলেও তা ফিরে পাবেন ব্যাকআপ ফোল্ডার থেকে।

ডাউনলোড:

Click Here for DownLoad

এক ক্লিকে সরাসরি ছোট্ট সফটওয়্যার'টি নামিয়ে ইন্সটল করে নিন তারপর চালু করুন Project থেকে Add এ ক্লিক করে নতুন একটি Project খুলুন Source Direcory তে যে ড্রাইভের ডাটা/ফাইল ব্যাকআপ রাখতে চান সেটি দেখিয়ে দিন এবং Destination Directory থেকে যে স্থানে ব্যাকআপ রাখতে চান সেটি নিবার্চিত করুন। Schedule থেকে অটো ব্যাকআপের সময়সীমা নির্ধারন করুন. মিনিট / ঘন্টা / ডেইলি / উইকলি / মান্থলি ইত্যাদি। তারপন সেইভ করুন. ব্যাস হয়ে গেল।

আরো জানতে এখানে দেখতে পারেন :

everydayautobackup

Level 0

আমি নাবিল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 119 টি টিউন ও 738 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এমন কিছুই খুজছিলাম। আমার কম্পিউটার আমার গবেষনাগার। কখন কি হারিয়ে যাই, অথবা হ্যাং করে তার ভরসা নাই আর তাই আবারো অনেক অনেক অনেক ধন্যবাদ

    একটা স্মাইলি ট্রাই করলাম। দেখি হয় কিনা। না হলে কিছু মনে করবেন না। কেন হল না সে বিষয়ে যদি জানেন তা হলে দয়া করে বলে দিবেন। ধন্যবাদ।

    আয় হায়! কোড কই? প্রথমেই তো লিখছিলাম গেল কই?

এই ভাবে যদি প্রতিদিন অটো ব্যাকাপ হয় ,তাহলে তো হার্ড ডিস্ক পুরাতে বেশি সময় লাগবেনা।

অনেক কাজের একটি সফট,
আমার কাজে লাগবে ধন্যবাদ আপনাকে সফটি শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Level New

ধন্যবাদ নাবিল ভাই সরাসরি প্রিয়তে রেখে দিলাম । এটাই তো খুঝতেছিলাম।

Grate kaz korse thanks vaiya