একটি ডাউনলোডার কথনঃ আজীবন রিজিউম দরকার হলে দেখতে পারেন

আমরা বাংলাদেশে বাস করি। আমাদের দেশের ৯০% মানুষ মহান জিপির নেট ইউজ করেন। যার অন্যতম বৈশিষ্ট হচ্ছে কিছুক্ষণ পর পর ডিসকানেক্ট খাওয়া। স্পীডের ব্যাপারে আর কিছু নাই বললাম, কারণ যারা ব্যবহার করেন তারা এ জিনিসটা খুব ভালভাবেই জানেন। ও, আরেকটা জিনিস আছে সেটা হলো আমাদের বিদ্যুত ব্যবস্থা। এটার সাথে লুকোচুরি খেলতে খেলতে আমি আর নাই অবস্থা।

এই যখন অবস্থা, তারপরও তো আমাদের ডাউনলোড করতেই হবে। হোক সেটা প্রয়োজনে বা অপ্রয়োজনে।তো এখন মনে করুন ১০ মেগার একটা ফাইল ডাউনলোড দিলেন, ৫ মেগা কমপ্লিট, এইসময় ডিসকানেক্ট খাইলেন। আবার সেই এক মেগা থেকে শুরু করলেন, এবার ৩ মেগা হইল তারপর আমাদের বিদ্যুত মহাশয়ের প্রথম ভেলকিখানা অবলোকন করলেন। তাহলে কি হল অবস্থা? আমার কিন্তু ছোটবেলায় করা সেই বানরের অংকটা মনে পড়ে যাচ্ছে। এবার নিশ্চয়ই আপনারা আমাকে দাবড়ানি দেয়ার জন্য রেডি হইতাছেন আর মনে মনে বলতেছেন, “IDM(Internet Download Manager) আছে কি করতে?”

হ্যা, আমরা এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন ডাউনলোড ম্যানেজার ব্যবহার করি। IDM তার মধ্যে ১ নম্বর। এবং আমার স্বীকার করতে এতটুকু দ্বিধা নেই যে এটা পজ এবং রিজিউম খুব ভালভাবে হ্যান্ডেল করতে পারে। এখন আপনারা বলতেই পারেন যে, তাহলে এত প্যাচালের কি দরকার আছে?

ঠিক আছে এই প্রশ্নটার উত্তর একটু পরে দিচ্ছি। তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করি, আশা করি সৎ ভাবে উত্তর দিবেন। আচ্ছা, IDM কি সব সাইট থেকে রিজিউম করতে পারে? একটু চিন্তা করে উত্তর দিন।

আসলে, আমাদের এমন একটা ডাউনলোডার দরকার যেটা যে কোন সাইট থেকে রিজিউম করতে পারে। এমন কি রেপিডশেয়ারের মত সাইটগুলো থেকেও। এরকমই একটা ডাউনলোড ম্যানেজার হলো aria2. মাল্টি প্রটোকল ফিচারে ঠাসা একটা ডাউনলোডার। আসুন এক নজরে দেখে নেই আমাদের প্রধান দুটো প্রয়োজন মেটাতে এটা কি কি দিচ্ছে আমাদেরকে।

  • ১. স্পীডঃ এটা ব্যান্ডউইথের সর্বোচ্চ ইউটিলাইজ করতে পারে। ফলে আপনি আপনার সর্বোচ্চ স্পীডে ডাউনলোড করতে পারবেন।
  • ২. রিজিউমঃ আমার দেখা সর্বোচ্চ রিজিউম ক্যাপাবিলিটি সহ ডাউনলোড ম্যানেজার হচ্ছে aria2. এটা দিয়ে ডাউনলোডার সাপোর্ট করে এমন যে কোন সাইট থেকে আপনি রিজিউম করতে পারবেন। রেপিডশেয়ারের মত সাইটগুলো থেকেও। এমন কি আপনি যদি অর্ধেক ডাউনলোড করার পর আপনার অপারেটিং সিস্টেম নতুন করে ইন্সটল দিয়ে থাকেন, তারপরও এটা দিয়ে আপনি ঐ ফাইলটা রিজিউম করতে পারবেন।
    এবার কয়েকটা বোনাস ফিচারঃ
  • ৩. মাল্টি মিররঃ এটা দিয়ে আপনি একইসাথে একটি ফাইলের জন্য একাধিক লিংক সেট করে দিতে পারবেন। ফলে কোন সার্ভার ডাউন হয়ে গেলেও এটা পরের লিংক থেকে ডাউনলোড করা শুরু করবে।
  • ৪. মাল্টি প্রটোকলঃ এটা সব ধরণের প্রটোকল সাপোর্ট করে। HTTP, HTTPS, FTP, Torrent, Metalink, Meta4, Zsync সহ সব ধরণের প্রটোকল সাপোর্ট করে। এক কথায় বলা যায় অল ইন ওয়ান।

এখন যাদের এটা প্রয়োজন তারা নিচে দেখানো পদ্ধতিতে ডাউনলোড করে নিন।
লিনাক্সঃ যারা এখনো গ্রাফিকালি ইন্সটল করতে পারেন নি তারা নিচের কমান্ড ব্যবহার করুন।

sudo apt-get install aria2

ম্যাক এবং উইন্ডোজঃ নিচের লিংক থেকে ডাউনলোড করে ইন্সটল করুন।

http://sourceforge.net/projects/aria2/files/stable/aria2-1.10.6/

aria2 এর ব্যবহার বিধি দেখুন এখানেঃ aria2 ডেইলি ম্যানুয়াল

Level 0

আমি বাবর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 989 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফ্রীল্যান্স ওয়ার্ডপ্রেস ডেভেলপার এবং ডিজাইনার। | উবুন্টু ব্যবহারকারী | ওপেনসোর্স প্রেমিক | সিইও @ ওয়ার্কার্সল্যাব


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ।

    আপনাকেও ধন্যবাদ।

বাবর ভাই, শেয়ার করার জন্য ধন্যবাদ কিন্তু ডাউনলোড করা ফাইল টি (aria2c.exe) ইন্সটল হচ্ছে না। ফাইলে ক্লিক করার সাথে সাথে অফ হয়ে যায়। ফাইল ডাউনলোড ঠিক আছে। আনজিপ করার পর ফাইল সাইজ হলো ৬.৩৯ MB। একটু দেখবেন কি প্লিজ…..

    দুঃখিত ভাই, আমার কাছে উইন্ডোজ নেই। এজন্য টেস্ট করতে পারছি না।
    আপনি রিড মী ফাইলদুটো একটু পড়ে দেখুন।

    বস, পাইছি।
    নিচের পদ্ধতি অনুসরণ করুন, কাজ হবে।
    উইন্ডোজের জন্য,
    ডাউনলোড করা পর এক্সট্রাট করে aria2c.exe এর সাথে যতগুলো ফাইল পাবেন সেগুলো একসাথে সিলেক্ট করে কপি করে পেস্ট করুন C:\windows এর মধ্যে।

    তারপর Start menu > Programs > Accessories > Command Prompt
    ওপেন করুন।
    তারপর এখানে রিডাইরেক্ট হয়ে যানঃ aria2 ডেইলি ম্যানুয়াল

জট্টিল বস

ভাই ডাউলোড করতে পারছি না। মিডিয়া ফায়ারে আপলোড করে দেন

    সোর্জফর্জ থেকে ডাউনলোড না করতে পারার তো কোন কারণ দেখছি না। প্রয়োজনে মিরর চেঞ্জ করে দেখুন। ওদের প্রায় ৩০+ মিরর আছে।

    ————————————————–
    Movie, Music, Ebooks, Software all is here.

Level 0

babar bhai,

i used Ubuntu 10.4 i install it . i brows and downland. downland used Firefox defult browser.
pls help me.

    আপনি আমার সাথে Gtalk বা MSN মেসেঞ্জারে যোগাযোগ করুন। দুটোরই আইডিঃ [email protected]

আরে আপনে উবুন্টু নাকি। আমার একটা সমস্যা ছিল যে। আমার এক ফ্রেন্ড থেকে vlc.dev এনে ইনস্টল দিয়েছিলাম। কিন্তু সেটা অন্য কিছু চালাবে দূরে থাক নিজেই চলে না। ওপেন হয় না কোন ইরর মেসেজও দেখায় না। কি করতে পারি এখন।

    হুম, আমি বন্টু। আপনার ভিএলসির বোধহয় ডিপেন্ডেন্সীর প্রবলেম হয়েছিল।

সুন্দর টিউন,
আমার কিন্তু IDM’ই ভাল,
তারপরও আপনারটা সংগ্রহে রেখে দিলাম,প্রয়োজনে কাজে আসতে পারে।
ধন্যয়ারে টিউনের জন্য।

    এটা যার যার নিজস্ব ব্যাপার।
    তবে আমার কাছে এরিয়া2 টা ভাল লাগে এর রিজিউম ক্যাপাবিলিটির কারণে। এর মত রিজিউম সাপোর্ট অন্য কোন ডাউনলোডার দিতে পারেনি।

i do not understand that how to install this application. please help. If possible send me some screenshot. (i can write bangla but can not type)

I use windows 7 ultimate v6.1 build 7600

    sorry to disturb you. I’ve got my answer in this page that- বাবর says:
    ৯ নভেম্বর, ২০১০ at 7:28 অপরাহ্ন

    বস, পাইছি।
    নিচের পদ্ধতি অনুসরণ করুন, কাজ হবে।
    উইন্ডোজের জন্য,
    ডাউনলোড করা পর এক্সট্রাট করে aria2c.exe এর সাথে যতগুলো ফাইল পাবেন সেগুলো একসাথে সিলেক্ট করে কপি করে পেস্ট করুন C:\windows এর মধ্যে।

    তারপর Start menu > Programs > Accessories > Command Prompt
    ওপেন করুন।
    তারপর এখানে রিডাইরেক্ট হয়ে যানঃ aria2 ডেইলি ম্যানুয়াল।

    thanks very much

তারপর এখানে রিডাইরেক্ট হয়ে যানঃ aria2 ডেইলি ম্যানুয়াল।

ভাই একটু খুলে বলুন আমি একেবারে নবীন

    মানে তারপর ওখানে যে লিংক দেয়া আচে সেখানে ক্লিক করুন।

কমান্ড ছাড়া কি ডাউনলোড সম্ভব না???

ডাউনলোড করা পর এক্সট্রাট করে aria2c.exe এর সাথে যতগুলো ফাইল পাবেন সেগুলো একসাথে সিলেক্ট করে কপি করে পেস্ট করুন C:\windows এর মধ্য ইন্সটল হয় না ইন্সটল হয় না ইন্সটল হয় না ইন্সটল হয় না

    কমান্ড ছাড়াও উপায় আছে, কিন্তু সেটা নিয়ে আমি নিজেই স্যাটিসফায়েড না।
    আর ইন্সটল করার দরকার নেই। আপনি শুধু কপিপেস্ট করুন, তাহলেই কাজ হবে।

manual graphically এটা কি করতে হবে??
আরিয়ার কোন আইকোন দেখতে পাচ্ছি না,কপিপেস্ট করলেও কাজ হচ্ছে না

    এটার কোন আইকন পাবেন না। এটা কমান্ড প্রম্পট থেকে অপারেট করতে হয়।