ডেস্কটপের মনিটর করে ফেলুন ডিজিটাল ফটোফ্রেম ।

আপনার ডেস্কটপের মনিটর যদি ডিজিটাল ফটোফ্রেমের মত দেখা যায় তাহলে কেমন হয় ? দুধের স্বাদ ঘোলে মেটান আরকি ? ফটোজয় সফটওয়্যারটি এজন্য সহায়ক । এটায় একি সাথে আপনি সুযোগ পাচ্ছেন Wallpaper, Screen saver, Photo toy। আপনার নিজস্ব ছবিগুলো অ্যাড করে Wallpaper হিসেবে দেখতে পারেন অটো স্লাইড শো । অনেকগুলো অ্যানিমেটেড এবং স্থির ছবি তো থাকছেই । আর ফটো টয়ের বিভিন্ন স্টাইলে ছবি প্রদর্শনও বেশ মজার । Screen saver গুলোর মধ্যে প্রজাপতিরটাই আমার সবচেয়ে ভালো লাগছে । ডাউনলোড করতে নিচের লিঙ্কে   ক্লিক করুন তারপর ডাউনলোড করে ইন্সটল দেন । ইন্সটলে অবশ্যই নেট কানেকশন লাগবে । ধন্যবাদ

লিঙ্ক http://www.ziddu.com/download/12000758/PhotoJoy_Install.exe.html

আমার ব্লগ :


http://mahmudul19.blogspot.com

বি:দ্র: আমি আমার পোস্ট আমার ব্লগ এবং অন্য ফোরামে পোস্ট করিতে পারি ।

আমার আগের টিউন দেখতে চাইলে
https://www.techtunes.io/tuner/hasan19/

Level 0

আমি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 426 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি পড়াশুনা করছি লেদার ইঙ্গিনীয়ারিংএ । পাশাপাশি IT তে আগ্রহী ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ভাই এটা কি ভিস্তাতে কাজ করে?
আমার ভিস্তাতে কাজ করছেনা
ইনিস্টল হয়না।

Level 0

plz ভাই এ টিউন টি দেখেন = https://www.techtunes.io/download/tune-id/12506/

শেয়ার করার জন্য ধন্যবাদ,
আর দয়া করে মিডিয়া ফায়ারে আপলোড করে দেন,
আমাদের যখন দিবেন কিছু নিঃশ্বার্থ ভাবেই দেন ভাই।

    আতাউর ভাই আপনি আমাকে ভুল বুঝলেন । আমি টিউন করার আগে থেকেই সব ফাইল ঐখানে আপ্লোড করে ফেলছি । আর সরাসরি ঐ লিঙ্ক দিলে কি হয় তা তো জানেনই ।

    না ভাই ভুল বুঝিনাই।

hadinoyan ভাই আমি xp আর 7 এ করছিলাম ।Vista বলতে পারলাম না ।
কমল ভাই আগেই বলছি আমি নতুন Tuner আর ৭০০০+ টিউন পড়া কি সম্ভব ?
আতাউর ভাই আপনি আমাকে ভুল বুঝলেন । আমি টিউন করার আগে থেকেই সব ফাইল ঐখানে আপ্লোড করে ফেলছি । আর সরাসরি ঐ লিঙ্ক দিলে কি হয় তা তো জানেনই ।
সবাইকে কমেন্ট করার জন্য ধন্যবাদ,

Valo laglo….

Level 0

ভাই এটা কি windows7- কাজ করে?
আমার windows7- কাজ করছেনা
ইনিস্টল হয়না।

অবশ্যই অবশ্যই অবশ্যই অবশ্যই নেট কানেকশন থাকাবস্তায় INSTALL করতে হবে । ধন্যবাদ ।

শুভেচ্ছা ফোরামের সবাইকে।আমি এই ফোরামের একজন নতুন সদস্য।আমি এই সফট ওয়ারটা নামিয়েছি ২/৩ বার কিন্তু ইন্সটল করতে পারি নাই। মনে হয় সফট টাতে সমস্যা আছে কারন ইন্সটল দিলে “send error report”;”don’t send error report”-এই ম্যাসেজ এসে বন্ধ হয়ে যায়।কারনটা কি ভাই জানাবেন?
ধন্যবাদ সবাইকে।।

    আপনার অপারেটিং সিস্টেম কোনটি ? অবশ্যই নেট কানেকশন থাকাবস্তায় INSTALL করতে হবে । ধন্যবাদ ।

রেখে দিলাম পরে ট্রাই করবো। ধন্যবাদ।

    যখনি করেন অবশ্যই নেট কানেকশন থাকাবস্তায় INSTALL করতে হবে ।