আপনার ডেস্কটপের মনিটর যদি ডিজিটাল ফটোফ্রেমের মত দেখা যায় তাহলে কেমন হয় ? দুধের স্বাদ ঘোলে মেটান আরকি ? ফটোজয় সফটওয়্যারটি এজন্য সহায়ক । এটায় একি সাথে আপনি সুযোগ পাচ্ছেন Wallpaper, Screen saver, Photo toy। আপনার নিজস্ব ছবিগুলো অ্যাড করে Wallpaper হিসেবে দেখতে পারেন অটো স্লাইড শো । অনেকগুলো অ্যানিমেটেড এবং স্থির ছবি তো থাকছেই । আর ফটো টয়ের বিভিন্ন স্টাইলে ছবি প্রদর্শনও বেশ মজার । Screen saver গুলোর মধ্যে প্রজাপতিরটাই আমার সবচেয়ে ভালো লাগছে । ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন তারপর ডাউনলোড করে ইন্সটল দেন । ইন্সটলে অবশ্যই নেট কানেকশন লাগবে । ধন্যবাদ ।
বি:দ্র: আমি আমার পোস্ট আমার ব্লগ এবং অন্য ফোরামে পোস্ট করিতে পারি ।
আমার আগের টিউন দেখতে চাইলে
https://www.techtunes.io/tuner/hasan19/
আমি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 426 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি পড়াশুনা করছি লেদার ইঙ্গিনীয়ারিংএ । পাশাপাশি IT তে আগ্রহী ।
ভাই এটা কি ভিস্তাতে কাজ করে?
আমার ভিস্তাতে কাজ করছেনা
ইনিস্টল হয়না।