গিম্প দিয়ে তৈরি করুন দারুন সব অ্যানিমেটেড ইউজারবার!

গিম্প দিয়ে খুব সুন্দর সুন্দর ইউজার বার তৈরি করা যায়। যা আপনি বিভিন্ন ফোরামে সাক্ষর হিসেবে ব্যবহার করতে পারেন। আমি খুব একটা ভাল পারি না। সিম্পল পারি।

খুব সহজেই আপনি সিম্পল ইউজার বার তৈরি করতে পারবেন। যা হবে অ্যানিমেশন। আসুন কাজ শুরু করে দেই। প্রথমেই গিম্প ওপেন করে ৩৫০*২০ পিক্সেল সাইজের একটি নতুন ফাইল নিন।

ডানপাশ থেকে প্যাটার্ন থেকে যে কোন একটি প্যাটার্ন অ্যাপ্লাই করুন। (প্যাটার্ন ড্র্যাগ করে আপনার ডকুমেন্ট এর উপর ছেড়ে দিন)। প্যাটার্ন উইন্ডো আনতে Ctrl+Shift+P চাপুন। আমি নিচের মত প্যাটার্ন দিলাম।

http://www.tutobd.com/image/image-4483_4C692111.jpg

এরপর টেক্সট যুক্ত করার পালা। টেক্সট বার আনতে কিবোর্ড থেকে T চাপুন। তারপর ডকুমেন্ট এর উপর ক্লিক করুন। নিচের মত বক্স আসবে এখানে লিখুন।
http://www.tutobd.com/image/image-6767_4C692111.jpg
আপনি চাইলে লেখার ডিজাইন এবং কালার পরিবর্তন করতে পারেন

http://www.tutobd.com/image/image-6A04_4C692111.jpg

এরপর এই লেখা এবং ব্যাকগ্রাউন্ডে থাকা প্যাটার্নটা মাজ করতে হবে। এজন্য লেয়ার উইন্ডোর উপর রাইট ক্লিক করুন Marge Visible Layer এ ক্লিক করুন। একটা উইন্ডো আসবে এখানে Clipped To Image সিলেক্ট করে Marge করুন।

http://www.tutobd.com/image/image-9506_4C692111.jpg

তারপর আবার লেয়ার উইন্ডোর উপর রাইট ক্লিক করে New Layer এ ক্লিক করুন।

http://www.tutobd.com/image/image-52BE_4C692111.jpg

একই মাপে নতুন আরেকটি লেয়ার নিন। আগের লেয়ারটি অফ/আনভিজিবল রাখুন। তারপর একইভাবে প্যাটার্ন এবং টেক্সট দিন। তারপর Marge Visible Layer করুন।

টিকা: লেয়ার ভিজিবল বা আনভিজিবল করতে হলে লেয়ারের উপরের চোখে ক্লিক করতে হয়। চোখ থাকলে বুঝতে হবে লেয়ার ভিজিবল এবং চোখ না থাকলে বুঝতে হবে লেয়ার আনভিজিবল।

অর্থাৎ এখন আপনার কাছে মোট দুটি লেয়ার আছে। দুটো লেয়ারে অ্যানিমেশন হবে না। এজন্য আরেকটি নতুন লেয়ার তৈরি করুন। নতুন লেয়ারটি দুই লেয়ারের মাঝখানে রাখুন। চিত্রে দ্রষ্টব্য

http://www.tutobd.com/image/image-5CB9_4C692111.jpg

এবার আমরা অ্যানিমেশন দিব। এজন্য Filter>Animation>Blend এ যান। নিচের মত মান দিয়ে ওকে করুন

http://www.tutobd.com/image/image-1A09_4C692111.jpg

তাহলেই হয়ে যাবে। এবার সেভ করার পালা। কিভাবে সেভ করবেন দেখুন।

সেভ করার জন্য ওই উইন্ডেতেই File>Save এ যান। তারপর চিত্রের স্থানে ক্লিক কর .GIF এক্সটেনশন চিনিয়ে দিন বা জিফ মুডে ক্লিক রেখে সেভ এ ক্লিক করুন

http://www.rongmohol.com/uploads/1805_text_animation_in_gimp-8.gif

চিত্রের মত বক্স আসবে এখানে Save As Animation করে সেভ করুন।

http://www.rongmohol.com/uploads/1805_text_animation_in_gimp-9.gif

তাহলেই অ্যানিমেশন হিসেবে সেভ হয়ে যাবে। দেখুন আমার করা ইউজারবারটি

http://img338.imageshack.us/img338/6311/rbbbb.gif

আমাকে পাবেন....

http://img149.imageshack.us/img149/240/onubad.gif http://img229.imageshack.us/img229/4690/tutobd.gif http://img39.imageshack.us/img39/1724/gallery1z.gif

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই সুন্দর টিউন,ধন্যবাদ শেয়ার করার জন্য।

টিউটো ভাই আপনি আসলেই একটা জিনিসসসসসসসসসসসসসস

আরেহ ! মজার তো !

রাসেল ভাই। আপনি আসলেই একটা জিনিস।

———————————————
আমার ব্লগ- আপনি আমন্ত্রিত

দারুন তো! 😉

রাসেল ভাই কি উবুন্তু চালাচ্ছেন নাকি? 😉

ধন্যবাদ শেয়ার করার জন্য, প্রিয়তে রাখলাম।

সমস্যায় আছি। হেল্প করেন প্লিজ।
উইন্ডোজ ৭ এর সাথে উবন্তু ১০.০৪ ব্যাবহার করতে চাই। উবন্তু সিডি থেকে কয়েক বার পার্টিশান করেও ইনস্টলের সময় তা ব্যাবহার করতে পারছি না।
এই কাজের সহযোগিতা চাই।

[email protected]
মেইল করে মোবাইল নম্বরটা পাঠালে আমি ফোন করবো।