আমাদের কম্পিউটারে ব্রাউজার হিসেবে মুলতঃ Firefox কিংবা Google Chrome বেশি ব্যবহার করা হয়। আর যারা সেকেলে টাইপের মানুষ তারা হয়তো নীল রংয়ের ইন্টারনেট এক্সপ্লোরারকেই ধ্যান-জ্ঞান মানেন। তবে এসব জায়ান্ট ব্রাউজারগুলো ছাড়া আরো অনেক পিচ্চি ব্রাউজার আছে যেগুলো খুব একটা খারাপ না। তেমন একটি হচ্ছে Midori।
Midori হচ্ছে ওয়েবকিট ইঞ্জিনের উপর বানানো একটি লাইটওয়েট এবং সিম্পল ব্রাউজার। এটি মূলতঃ xfce ডেস্কটপ এনভায়রোমেন্টের জন্য বানানো। এটি ডেভেলপ করেছেন Christian Dywan এবং বর্তমান ভার্সন হচ্ছে ০.২.৬। তবে Gnome ডেস্কটপ এনভায়রোমেন্টেও সুন্দরভাবে কাজ করে। এই ব্রাউজারটির বড় বৈশিষ্ট্য হচ্ছে এর সিম্পলিসিটি। এতে রয়েছে opera/safari এর মত স্পিড ডায়ালের সুবিধা+ কিছু add-on/extension। যার মাধ্যমে আপনি কিছু বাড়তি সুবিধা পাবেন। উল্লেখযোগ্য কিছু add-on এর নাম নিচে দেওয়া হলোঃ
১ Advertisement Block (Firefox এর adblock plus এর মত)
২ Toolbar editor (Toolbar এডিট করার জন্য)
৩ Feed panel ( RSS feed পড়ার জন্য)
৪ Mouse Gesture ( মাউসের সাহায্যে কন্ট্রোল করতে)
৫ Cookie Manager (কুকি এডিট, ডিলিট করতে)
৬ Shortcut (শর্টকাট এডিট করতে)
add-on/extension গুলো পাবেন Tools মেন্যুতে।
তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এর চমতকার বাংলা সাপোর্ট। বাই ডিফল্ট Midori তে বাংলা সাপোর্ট অন্তত Chrome/Chromium থেকে অনেক ভালো। এতে ফায়ারফক্সের মতই আছে সার্চবার। সার্চ ইঞ্জিন হিসেবে আছে Google, Wikipedia। তবে ইচ্ছে করলে অন্য সার্চ ইঞ্জিনগুলো যোগ করা যায়। এমনকি এটা কমান্ডলাইন থেকেও চালানো যায়।
বাই ডিফল্ট এতে কোনো ওয়েবসাইটের ইমেজ লোড হয়না। তবে edit=>Preferene থেকে এটা ঠিক করা যায়।এহাড়াও এতে আছে Netscape plug-in ব্যবহারের সুযোগ।
আমার চোখে পড়া কিছু সমস্যাঃ
১ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অন্য ব্রাউজার থেকে বুকমার্ক ইম্পোর্ট করার সুবিধা না থাকা।
২ ফ্ল্যাশ কাজ করে না। তবে ডাউনলোড করার অপশন দেয়।
৩ Password remember অপশন নেই(আমি খুজে পাইনি)।
উবুন্তুতে ইন্সটল করতে চাইলে USC অথবা synaptic খুলে midori লিখে সার্চ দিয়ে ইন্সটল করে ফেলুন। খুব বেশি হলে ৬৯০KB-1.1 MB(আমার ক্ষেত্রে) ডাউনলোড করতে হবে।আর উইন্ডোজের জন্য দেখুন https://launchpad.net/midori
স্ক্রিনশটঃ
আমি জাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 99 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জাহিদ ৬৫ ভাই, ধন্যবাদ,,,,,,,,,,,,,,।