অনুবাদ প্রকল্পের কাজ করার জন্য পদ্ধতি (স্ক্রীনশর্টসহ)

প্রাথমিক কথা

অনুবাদ প্রকল্পের কাজ গুলো আমরা করব transifex নামক সাইট থেকে। এখানে আমরা বিভিন্ন প্রজেক্টে কাজ করব। এখান থেকে কাজ করার অনেক সুবিধা আছে। সুবিধাগুলো হল

  • আপনাকে কোন প্রকার সফটওয়ার ডাউনলোড করা লাগবে না।
  • অনলাইনে বসেই ব্রাউজারে অনুবাদ করা যাবে।
  • আপনি কি অনুবাদ করলেন তা সবাই দেখতে পারবে।
  • কে কত কাজ করল তার লিস্ট থাকবে।
  • ভুল হলে আলাপ আলোচনার পাতাতে আলোচনা করা যাবে।

কিভাবে করবেন?

প্রথমে এখানে ক্লিক করুন। নিচের মত রেজিস্ট্রেশন পাতা আসবে

এখানে রেজিস্ট্রেশন করুন। তবে অবশ্যই আপনার নিক তারপর _ (আন্ডারস্কোর) onubad দিয়ে রেজিস্ট্রেশন করবেন। যেমন আমি করেছি rasel_onubad নিক নিয়ে।

বিঃদ্রঃ অন্য কোন নামে নিক হলে আমাদের টিমে কাজ করতে পারবেন না। আপনাকে অবশ্যই নিক_onubad নামে রেজিস্ট্রেশন করতে হবে।

রেজিস্ট্রেশন করার পর আপনার মেইলে একটি মেইল পাবেন। সেখানে থাকা একটি লিংকে ক্লিক করে আপনার একাউন্টটি সক্রিয় করে নিন।

তারপর লগ-ইন করুন। আমরা এখানে ক্রিয়েটিভ কমনস লাইসেন্সের অনুবাদ করব। এটা লাইসেন্সের জন্য অতি গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই লিংকে যান। এখানে নিচের মত দেখবেন।

এখানকার চিহ্নিত স্থানে ক্লিক করুন। তারপর আমি আপনাকে পর্যবেক্ষন করে Approve করব। তাহলে আপনি আমাদের টিমে যুক্ত হয়ে যাবেন।

কাজ করবেন যেভাবে:

আমাদের টিমে যুক্ত হওয়ার পর আপনি এখানে ক্লিক করুন। তারপর নিচে থেকে Bengali এর সর্বডানে Edit [চিহ্নিত স্থানে] এ ক্লিক করুন।

তাহলে নিচের মত পেজ দেখতে পারবেন

খেয়াল রাখবেন এখানকার

Source String: যে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করবেন।

Translation: এর নিচের বক্সে আপনি বাংলা অনুবাদ টাইপ করবেন।

Fuzzy: এর বাংলা অর্থ "আঁশ বা মিহি গুঁড়োয় ভর্তি" আমরা যে অংশটা ইংরেজি ই রাখব যেমন English কে আমরা English ই রাখব। এজন্য আপনি টাইপ করবেন না শুধুমাত্র (>>) বাটনে ক্লিক করবেন। খেয়াল করে দেখুন এই বাটনটি Translation বক্সের আগে আছে।

আপনি অনুবাদ করলে তার অবস্থা উপরে দেখতে পাবেন নিচের মত

আপনার অনুবাদ করা শেষ হওয়ার পর একেবারে নিচের Send for Review এ ক্লিক করবেন।

অনুবাদে যদি সমস্যা হয়?

অনুবাদ করতে গিয়ে আপনারা ইংরেজির অর্থ না জানাসহ নানান রকম সমস্যাতে পড়তে পারেন। এজন্য এখানে রয়েছে বিশেষ সুবিধা। কোন সমস্যাতে পড়লে আপনি এখানে ক্লিক করে আপনার সমস্যার কথা আমাদের জানাতে পারেন। আমরা অনুবাদক টিম আপনাকে সাহায্য কারার জন্য প্রস্তুত আছি।

তো আপনারা শুরু করে দিন অনুবাদ। আমরা অনুবাদক টিম আপনারই অপেক্ষায় আছি।

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া, সুন্দর একটি টিউন করার জন্য ধন্যবাদ । কাজটি আমার খুব পছন্দ হয়েছে ।অনেক কিছুই শেখা যাবে । আমি আপনাদের অনুবাদ প্রকল্পের অনুবাদক টিমে যোগদান করব ।

ভাই আমার ফায়ার ফক্সে আপনার ফন্ট সাপোর্ট করতেছে না।
এক্সপ্লোরারে পড়ে দেখলাম।
শুধু কি ইংলিশ – বাংলা অনুবাদ করা যাবে ? মানে অন্যান্য ভাষা থেকে অনুবাদ করা যাবে কিনা?

হুম রেজিষ্ট্রশন করে ফেলেছি।

আপাতত আপনার পোষ্ট টা সেভ করলাম, সময় করে এটা নিয়ে লাগব

আমি রেজিষ্ট্রশন করেছি।

ভাল লাগল আপনাদের উদ্যগ আমিও রেজিষ্ট্রেশন করব ইনশাল্লাহ,ধন্যবাদ।