আমার পূর্ববর্তী টিউটোরিয়াল গুলোর মাধ্যমে আশাকরি নতুন উবুন্টু লিনাক্স ইউজার তৈরী করতে পেরেছি আপনাদের মধ্যথেকে। আপনারা যারা মূল উবুন্টু লিনাক্স সিডি থেকে উবুন্টু ইনস্টল করে ব্যবহার করছেন তারা নিশ্চই লক্ষ্য করেছেন প্রাথমিক ভাবে আপনি এতে মাল্টিমিডিয়া,এমপি3 বা অন্যান্য ভিডিও ফরমেট প্লে করতে পারছেননা। কারন এসকল কোডেক রিডিস্ট্রিবিউট করায় সমস্যা আছে আর উবুন্টুকে তারা প্রোপাইটারি বা ক্লোজসোর্সড প্রোগ্রাম হতে তারা মুক্ত রাখতে চায়। তবে আপনার ইন্টারনেট থাকলে এসব কোডেক আপনি সহজেই ডাউনলোড করেনিতে পারেন। আর যাদের নেট কানেকশন নেই তারা উবুন্টুভিত্তিক অন্যান্য ডিস্ট্রিবিউশন যেমন লিনাক্স-মিন্ট ব্যবহার করতে পারেন। বা সালাহ্উদ্দিন এর তৈরী এডঅন টি ব্যবহার করতে পারেন।
তবে আজ আমি যে ডিস্ট্রিবিউশনটির কথা বলব সেটিও উবুন্টুর উপর ভিত্তি করেই তৈরী তবে এর কিছু বিশেষত্ব আছে যার কারনে এটিকে আপনি সুপার উবুন্টু বলতে পারেন। তবে দেখা যাক কি আছে এই সুপার উবুন্টুতে।
এই ডিস্ট্রিবিউশন টিকে আপনি কাস্টোমাইজড উবুন্টু বলতে পারেন। এধরনের কাস্টোমাইজ উবুন্টু লিনাক্স সাধারনত Remastersys বা Reconstructor মাধ্যমে তৈরী করা হয়। সুপার উবুন্টু Reconstructor দ্বারা তৈরী করা হয়েছে। তবে দেখা যাক কি আছে এতে।
- Ubuntu 8.10 (Intrepid Ibex) - সুপার উবুন্টু তৈরী করা হয়েছে উবুন্টুর সাম্প্রতিক সংস্করণ ৮.১০ ইন্টারপিড আইবেক্স দ্বারা। তাই এই সংস্করনের সকল ফিচারগুলো আপনি পাচ্ছেন সুপার উবুন্টুতে।
- ubuntu-restricted-extras - উবুন্টু রিপোজিটরির restricted-extras অংশের এ্যাপলিকেশন সমূহ যেমন Java runtime environment,Audio/Video codecs, MP3 support, DVD-video support,Adobe's Flash player 10 ইত্যাদি সহ আরো অনেক প্রয়োজনীয় এ্যাপলিকেশন।
- Media Player - VLC Media Player 0.9.4,RealPlayer 11,MPlayer
- ব্রাউজারঃ Firefox 3.0.4,Opera 9.63
- ম্যাসেঞ্জারঃ Skype 2.0.0.72,aMSN 0.97.2(msn ম্যাসেঞ্জার এর বিকল্প) এবং পি২পি সফটওয়্যার aMule 2.2.2
- মেইল-ক্লায়েন্টঃ Mozilla Thunderbird 2.0.0.16
- Adobe Reader 8.1.3
- OpenOffice- এখানে বলাদরকার যে ইন্টারপিড আইবেক্সে কোন কারন বশত ওপেনঅফিসের একটি উল্যেখযোগ্য সংস্করন OpenOffice 3.0 টি এ্যাড করা হয়নি তবে এটি আপনি সুপার উবুন্টুতে পাবেন যাতে Microsoft Office 2007 file format এর সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে odf-converter-integrator যেটি Microsoft Office 2007 ফাইল কনভার্ট ও ওপেন করতে সহায়তা করে।
- Adobe Reader 8.1.3
- EnvyNG (command line version) - EnvyNG হচ্ছে যারা এনভিডিয়া এবং এটিআই গ্রাফিক্স কার্ড ব্যবহার করেন তাদের জন্য লিনাক্সে প্রোপাইটারী গ্রাফিক্স কার্ড ড্রাইভার ইনস্টলের সবচেয়ে সহজ টুল।
- Furius ISO Mount 0.11.1.0 - এই টুলটি দ্বারা আপনি গ্রাফক্যালি সহজেই iso সিডি ইমেজ মাউন্ট আনমাউন্ট করতে পারবেন।
- gufw (GUI for uncomplicated firewall) - এটি উবুন্টুর সাথে দেয়া uncomplicated firewall এর জন্য গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এর মাধ্যমে আপনি সহজেই ফায়ারওয়াল নিয়ন্ত্রন করতে পারবেন।
- NDISwrapper
- Ubuntu Tweak 0.4.4 - আশাকরি এই ইউটিলিটি টি সম্পর্কে নতুন করে বলার দরকার নেই। কিছুদিন আগেই এ নিয়ে টিউন লিখেছিলেন একজন টিউনার।
- Wine 1.1.10 - এটি সম্পর্কেও নতুন করে বলার দরকার নেই । ওয়াইন এর মাধ্যমে আপনি উইন্ডোজ ভিত্তিক এ্যাপলিকেশন সমূহ ইনস্টল করতে পারবেন লিনাক্সে
- Wine-Doors 0.1.2- এটি ওয়াইনের সহযোগী একটি এ্যাপলিকেশন। এটিকে উইন্ডোজ ভিত্তিক এ্যাপলিকেশনের প্যাকেজ ম্যানেজার ও বলতে পারেন কারন এটির মাধ্যমে আপনি বেশকিছু উইন্ডোজ ভিত্তিক এ্যাপলিকেশন ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন।
- compizconfig-settings-manager - উবুন্টুতে বাই-ডিফল্ট কমপিজ ডেক্সটপ ইফেক্ট দেয়া থাকলেও এই প্যাকেজটি দেয়া নেই। এটির মাধ্যমে আপনি কমপিজ ফিউশনের বিভিন্ন ইফেক্ট এনাবল ডিজেবল সেটিং পরিবর্তন এবং শর্টকাট কি পরিবর্তন করতে পারবেন।
- Brasero 0.8.4- সিডি ডিভিডি রাইটিং এ্যাপলিকেশন যেটি উবুন্টুতে বাইডিফল্ট দেয়া থাকে
- Autopackage 1.2.5 - এটি হচ্ছে মাল্টিলিনাক্স ডিস্ট্রিবিউশন বাইনারী প্যাকেজ ফ্রেমওয়ার্ক। অর্থাৎ এর দ্বারা তৈরী এ্যাপলিকেশন গুলো আপনি যে কোন লিনাক্স ডিস্ট্রবিউশনে ইনস্টল করতে পারবেন।
- Smart Package Manager 1.1.1 - একটি স্মার্ট প্যাকেজ ম্যানেজার যেটি RPM, DEB and Slackwar প্যাকেজ সাপোর্ট করে।
- Zero Install 0.3.7 - জিরো ইনস্টল হচ্ছে এমন একটি প্যাকেজ ইনস্টলার যেটি আপনাকে রুটইউজার বা এডমিনিস্ট্রেটর না হওয়া সত্বেও এ্যাপলিকেশন ইনস্টলের সুবিধা দেয় ।
- Extra Repository- এতে মাল্টিমিডিয়া ও অন্যান্য এক্সট্রা রিপোজিটরি সমূহ এ্যাড করা আছে। যেমন medibuntu(মাল্টিমিডিয়া রিপোজিটরি) ,Playdeb(লিনাক্স গেম রিপোজিটরি),Opera,remastersys,Ubuntu Tweak,wineOpenOffice.org 3 ইত্যাদি।
- SFS Technology
- padevchooser (PulseAudio এর জন্য গ্রাফিক্যাল ইন্টারফেস)
- StartUp-Manager - এর দ্বারা GRUB বুটলোডারের বিভিন্ন অপশন গ্রফিক্যালি মডিফাই করা যায়।
তো কেমন লাগলো এই সুপার উবুন্টু দারুন! তাইনা? জটিল সব এ্যাপলিকেশন কালেকশন নিয়ে তৈরি এই সুপার উবুন্টুটি। ডিস্ট্রিবিউশনটির আকার ও সেরকম প্রায় ১ গি.গা ডাউনলোড করতে পারেন এখান থেকে:
এটিকে বলা যায় একটি নতুন বছরে উবুন্টেরো(উবুন্টু প্রেমী) দের জন্য একটি দারুন উপহার।
আপডেট এর নতুন ভার্সন রিলিজ হয়েছে Ubuntu 9.04 এর উপর ভিত্তি করে
http://hacktolive.org/wiki/Super_OS