আপনার ডেক্সটপ কে করে তুলুন আরো আকর্ষনীয়

আমার কমপিজ ফিউশন এর উবুন্টু টিউটোরিয়াল অনুযায়ী নিশ্চয়ই emerald ( কম্পিজ থিমের জন্য এপ্লিকেশন ) প্যাকেজ টা ইনস্টল করে নিয়েছেন। তাহলে এখন আমি দেখাবো কিভাবে ভিসতার মত ট্রান্সপারেন্ট টাইটেল বার পাবেন। ইমারেল্ড থিম মূলত কমপিজ এর সদ্বব্যবহার করে।

সেমি-ট্রান্সপারেন্ট টাইটেল বার

এখান থেকে  My Vision of Vista থিমটি ডাউনলোড করে নিন। থিম ফাইল টি এমন হবে

51339-Flameblind's Vista.emerald

প্রথমেই  System > Preferences > Appearance ওপেন করে Visual Effect ট্যাব থেকে Extra ডেক্সটপ ইফেক্ট টি এনাবল করুন । আপনি যেহেতু Emerald Theme Manager ইনস্টল করেছেন তাহলে System > Preferences > Emerald Theme Manager ওপেন করুন তারপর Import বাটনে ক্লিক করে ডাউনলোড করা থিম টি সিলেক্ট করে সেটি ইমপোর্ট করুন তাহলে ইমারেল্ড থিম ম্যানেজারে উক্ত থিমটি দেখতে পাবেন এখন সেটি সিলেক্ট করলেই আপনি সেমিট্রান্সপারেন্ট টাইটেল বার পাবেন।

screenshot_03.jpeg

Mac OS X এর মত ডক

আপনারা যারা ম্যাকওএসএক্স একনজর হলেও দেখেছেন তারা নিশ্চই ম্যাক এর Dock টি দেখেছেন  যা দিয়ে আপনার প্রয়োজনীয় এ্যাপলিকেশনের সর্টকাট আইকন হিসেবে রাখাযায় এবং আইকনের উপর মাউস নিয়ে গেলে আইকনটি এনিমেট হয়। তেমন কিছুই আপনি লিনাক্সে ও পেতে পারেন।

লিনাক্সের জন্য ডক সুবিধা দিচ্ছে

Avant Window Navigator

600px-awn-preview-small.png

এর থিম গুলো আপনি এক নজরে দেখে নিতে পারেন এখান থেকে

http://wiki.awn-project.org/Themes

এবার আসুন ইনস্টল করি

আমি যেহেতু উবুন্টু ইউজ করছি তাই উবুন্টুতেই দেখাচ্ছি তবে অন্যান্য লিনাক্স ডিস্ট্রিবিউশনের গাইড আপনি এখানে পাবেনঃ

http://wiki.awn-project.org/DistributionGuides

প্রথমে সিনাপটিক প্যাকেজ ম্যানেজার ওপেন করুন তারপর সেটিংস থেকে রিপজিটরি তে ক্লিক করে Ubuntu Software ট্যাব থেকে সবগুলো রিপোজিটরি তে চেক মার্ক দিয়ে দিন তার পর উইন্ডোটি ক্লোজ করে সিনাপটিকের রিলোড বাটনে ক্লিক করে আপডেট করে নিন তাহলে প্যাকেজ লিস্ট গুলো আপডেট হয়ে যাবে হ্যা অবশ্যই এজন্য ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে। এবার সিনাপটিকের সার্চ বাটনে ক্লিক করে avant-window-navigator লিখে সার্চ করুন এর পর এই প্যাকেজ গুলো ইনস্টলের জন্য সিলেক্ট করে নিন

screenshot_04.jpeg

চিত্র অনুযায়ী ( Green Box ) প্যাকেজ গুলো সিলেক্ট করে এ্যাপলাই বাটনে ক্লিক করে প্যাকেজ গুলো ইনস্টল করে নিন।

ইনস্টল হলে পূর্বের মত System > Preferences > Appearance ওপেন করে Visual Effect ট্যাব থেকে Extra ডেক্সটপ ইফেক্ট টি এনাবল করুন যদি এনাবল করা না থাকে। এবার Applications > Accessories থেকে Avant Window Navigator এ ক্লিক করলে ই ডেক্সটপে ডকবার টি দেখতে পাবেন। আপনি আইকন গুলোর মধ্যকার খালি স্থানে রাইট ক্লিক করলে Preferences এ ক্লিক করলে আপনি আপনার ডক টির সেটিংস পরিবর্তন করতে পারবেন।
আমার সেটিংস গুলো আমি দিয়ে দিচ্ছি

থিমের মধ্যে আমি ব্যবহার করছি Cloud Theme আরও থিম পাবেন এখানে http://wiki.awn-project.org/Themes
Bar Appearance ট্যাব : Look- 3D look
General ট্যাব : Icon effect- squish

আমার ডকবার

screenshot_05.jpeg

এছাড়াও আপনি ডেক্সটপের কোন আইকন ড্র্যাগ করে ডকে ছেড়ে দিলে সেটা ডকে দেখা যাবে।

উইজেটস

আজ কাল অনেকেই  উইজেটস ব্যবহার করে থাকেন লিনাক্সেও আপনি এমন উইজেটস ব্যবহার করতে পারেন । লিনাক্সের জন্য এমন কয়েকটি উইজেটস হল

Google Gadgets

ggl-standalone.jpg

SuperKaramba (কেডিই ডেক্সটপের জন্য)

superkaramba_2.png

Screenlets (আমার পছন্দের)

600px-min.jpg

এখন আপনার ডেক্সটপ দেখে ভিসতাও লজ্জা পাবে 🙂

Level 0

আমি darklord। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Share your knowledge with others..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এ ভাই যে টিউটোরিয়াল দিলেন ……. বেশী সেক্সি হইলে তো পোলাপান সারাদিন ডেস্কটপের সামনে থেকেই সরবে না!! 😉

Level 0

ঠিক বলেছেন টিনটিন ভাই।

হে হে

Level 0

ডার্কলর্ড ভাই আমি xp এর ডেক্সটপ কে সেক্সি বানাতে চাই এটা কি শুধু উবুন্টু এর জন্য ?

Level New

সেক্সি!…………
ডার্কলর্ড ভাই আমি তো এখনো শিশু………… মা যদি দেখে ফেলে…….

আমি এখন আর উইনডোজ এ বসতে পারি না – কমপিজ ব্যবহার করার পর থেকে তো একদমই না!!

কেন যে উবুন্টু ইউজ করা শুরু করছি না.. নাহ সুইচ হয়েই যাব.. ও ডার্কলড ভাই, উবুন্টু কী ছেলে না মেয়ে? 😉

Rock ভাই এক্সপি ডেক্সটপকেও সেক্সি বানানো যায় কিভাবে জানি গুগলিং করতে হবে তবে কমপিজ এর মত অসাধারন ইফেক্ট আপনি ভিসতায় ও পাবেন না। আর হ্যা কমপিজ শুধু লিনাক্সের জন্য 🙂 উইন্ডোজের জন্য ভিসতা আছেনা 🙂

ভাইয়া, আপনি কি থিম ইনজিন ব্যবহার করেন, জিটিকে 2+ বা এধরণের কিছু? এখানে http://gnome-look.org/ প্রচুর জোশ থিমস পাওয়া যায়, কিন্তু আমি ইন্সটল ই করতে পারি না! 🙁

কেন কি সমস্যা

@মঈন – বইলেন আপনার গার্ল ফ্রন্ড.. বয়স কম..
@ডার্কলড – মি-য়া, উবুন্টু খান নাকি?

ডার্কলড ভাই কী সেক্সি উবুন্টু খান? দারুন লেখছেন। পুরা ওস্তাদ।

Level 0

আমি উবুন্টু ৮.১০ ব্যবহার করছি।এবং এতে সফলভাবে AWN ইন্সটল করেছি।পিসি চালু হবার সময় এটা অটো চালু হবে কিভাবে?

Level 0

সমাধান আছে একটু পরে জানাচ্ছি

Level 0

অগ্রীম ধন্যবাদ।

যদিও এভান্টে স্টার্টআপে চালু হবার অপশন টি দেওয়া উচিত ছিল তবে নে ই যখন ম্যানুয়ালি করতে হবে। এজন্য System > Preferences > Session ওপেন করুন তার পর add এ ক্লিক করে Name এর জায়গায় Avant Window Navigator দিন তার পর Command বক্সে হুবহু avant-window-navigator লিখে সেভ ক্লিক করে এন্ট্রি টি সেভ করুন তাহলে স্টার্ট আপ প্রোগ্রাম ট্যাবে আপনার এ্যাড করা নতুন এনট্রি টি দেখবেন তার বা পাশে টিক চিন্হ দেয়া থাকবে দেয়া না থাকলে দিয়েদিন তাহলে প্রতিবার উবুন্টু স্টার্ট আপের সময় এভান্ট লোড হবে আর স্টার্ট আপে লোড করতে না চাইলে টিক চিন্হ উঠিয়ে দিলেই হবে। ব্যাস হয়ে গেল ………

Level 0

আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যা আপনার ওয়ালপেপারটা দেয়া যাবে?
tanimadrita[at]gmail[dot]com

Level 0

হুমম আসলেই ভিস্তা লজ্জা পাবে।

বেশী সেক্সি হইলে তো পোলাপান সারাদিন ডেস্কটপের সামনে থেকেই সরবে না!!

আমি এর সাথে এক মত আর সেক্সি লেখার আগে ভাবা উচিত এখানে অনেক ছোট ভাইরা আসে………………………………….

আচ্ছা ঠিক করে দিলাম

Level 0

আমি সেক্সি উবুন্টু খাওয়াচ্ছি আমি কিন্তু খাইনা আমি ছিমছাম স্নিগ্ধ উবুন্টু খাই

ডার্কলর্ড , কি দেখাইলেনরে ভাই! টাসকি!! আপনার ব্যকগ্রাউন্ড ইমেজটা খুব পছন্দ হইছে। কষ্ট কইরা যদি মেইলে পাঠাইয়া দিতেন………..
[email protected]

কোন ওয়ালপেপারের কথা বলছেন ? শুধু সবুজ ওয়ালপেপার টা আমার বাকি গুলো সাইটএর স্ক্রিনশট থেকে নেয়া

সূর্যডোবার সিনের ওয়াল পেপারটা।

দুঃখিত স্ক্রিনশটটা অন্য একটি সাইট থেকে নেয়া মূল ওয়ালপেপারটি আমার কাছে নেই