স্ক্যান করার পর সেই ডকুমেন্টে অনেক অনাকাঙ্খিত জিনিষ চলে আসে। বিশেষ করে স্ক্যান করা পৃষ্টার উল্টা সাইডে যে লেখাগুলো থাকে সেগুলো চলে আসে। নিচের ছবিটা দেখুন, এতে এক সেকেন্ড বিরতিতে স্ক্যান করা ইমেজ আর তারপর সেটা ঠিক করার পর কেমন দেখায় সেটা দেখানো হয়েছে। ঠিক এই কাজটা গিম্পে করতে এক মিনিটের বেশি লাগার কথা না। শিখতে পরের এনিমেটেড টিউটোরিয়ালটা দেখুন।
এবার এটা করার তরিকা:
এনিমেশনের টাইমিংএ সমস্যা হলে, ঐ এনিমেশনটাতে ডান ক্লিক করে কম্পিউটারে সেভ করে রাখতে পারেন। এরপর গিম্প দিয়ে খুলে ধীরে সুস্থে ফ্রেম বাই ফ্রেম দেখতে পারবেন (মেনু থেকে Filters --> Animation --> Playback)।
আমি শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 449 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গুগল আমার সম্পর্কে জানে, কাজেই জানতে চাইলে আমার নাম বা ইউজার নামটা দিয়ে গুগল করুন ... :D
ভাল লিখেছেন ফটোশপের বিকল্প হিসেবে অনেকটা কাজে আসবে, ধন্যবাদ