উবুন্টু নিয়ে আমার লেখা পূর্বের টিউন গুলো
যা আপনাদের উবুন্টু ব্যবহারে আগ্রহী করে তুলবেএবং সঠিক ভাবে উবুন্টু ব্যবহার করতে সাহায্য করবে।
আশাকরি আমার পূর্বের টিউটোরিয়াল গুলো আপনাদের কাজে এসেছে এবং আপনারা লিনাক্স ব্যবহার শুরু করেছেন। কিন্তু একটা জিনিষ আপনাকে এখনো টানছে সেটি হল ভিসটার থ্রিডি এ্যাফেক্ট। মন খারাপের কিছু নেই লিনাক্সের জন্যও এমন কিছু আছে যা ভিসতার থেকেও আকার্ষনীয়। এর নাম হচ্ছে কমপিজ ফিউশন। এটি মূলত একটি স্পেশাল ইফেক্ট যুক্ত ডেক্সটপ ম্যানেজার ইন্টিগ্রেশন যা গনোম বা কেডিই ডেক্সটপ ম্যানেজারের সাথে ভালো ভাবে কাজ করে। তবে এজন্য মোটামুটি মানের গ্রাফিক্স কার্ড প্রয়োজন হবে। আমার গ্রাফিক্স কার্ড এনভিডিয়া জিফোর্স ৪০০০ এমএক্স ১২৮ এমবি রেম আমি ভালো ভাবেই কমপিজ ফিউশন চালাতে পারি।
উবুন্টুতে বাইডিফল্ট কমপিজ ইনস্টল করা থাকে তবে আপনাকে এর সাথে কমপিজ সেটিংস ম্যানেজার ইনস্টল করতে হবে। এজন্য প্রথমে ইন্টারনেটে সংযুক্ত হোন। এবার সিনাপটিক প্যাকেজ ম্যানেজার ওপেন করুন। ধরেনিচ্ছি আমার উবুন্টুর পূর্ববর্তী টিউটোরিয়াল অনুযায়ী Settings > Repositories এ Ubuntu Software এ সবগুলো রিপোজিটরি অপশনে চেকমার্ক দিয়ে দিয়েছেন। এবার উইন্ডোটি ক্লোজ করে সিনাপটিকের রিলোড বাটনে ক্লিক করে সফটওয়্যার লিস্ট গুলো আপডেট করে নিন। এবার সার্চ আইকনে ক্লিক করে compiz টাইপ করে এন্টার দিন তাহলে কমপিজ সম্পর্কিত সকল এপ্লিকেশন দেখতে পাবেন। এখান থেকে নিম্নোক্ত এপ্লিকেশন গুলো তে রাইট ক্লিক করে Mark for installation দিয়ে দিনঃ
compiz
compizconfig-settings-manager ( কমপিজ সেটিঙস ম্যানেজার দ্বারা বিভিন্ন এফেক্ট এনাবল ডিজেবল করতে পারবেন)
compiz-core
compiz-fusion-plugins-extra
compiz-fusion-plugins-main
compiz-fusion-plugins-unsupported
compiz-gnome ( যদি আপনি গনোম ডেক্সটপ ব্যবহার করেন )
compiz-kde ( যদি কেডিই ডেক্সটপ ব্যবহার করেন )
compiz-plugins
emerald ( কম্পিজ থিমের জন্য এপ্লিকেশন )
fusion-icon ( টাক্সবারে কম্পিজ আইকন থাকবে যা দ্বারা আপনি কমপিজ এনাবল ডিজেবল করতে পারবেন)
cairo-clock ( এটা প্রয়োজনীয় নয় তবে আপনি ট্রান্সপারেন্ট এনালগ ক্লক চাইলে এটাও ইনস্টল করতে পারেন)
ব্যাস এবার এপ্লাই বাটনে ক্লিক করে প্যাকেজ গুলো ইনস্টল করে নিন।
এবার System > Preferences > Appearance Visual Effect ট্যাবে গিয়ে Extra অপশনে ক্লিক করুন।
তাহলে আপনাকে কমপিজ এনাবলের জন্য আপনার গ্রাফিক্স কার্ডের জন্য প্রোপাইটারী ড্রাইভার ইনস্টল করতে হবে।
আপনার গ্রাফিক্স কার্ড যদি এটিআই বা এনভিডিয়া হয় তাহলে আপনাকে http://www.albertomilone.com/index.html থেকে Envy Legacy (উবুন্টুর পুরোনো ভার্সন হলে) EnvyNG (হার্ডি হ্যারন বা ইন্টারপিড আইবেক্স হলে) ডাউনলোড করে নিতে হবে। রিপোজিটরি থেকে ডাউনলোড করতে হলে সার্চ করে দেখুন envyng-core প্যাকেজটি আছে কিনা। সাথে envyng-gtk এবং envyng-qt(যদি গ্রাফিক্যালি ড্রাইভার ইনস্টল করতে চান। তবে আমি এখানে টেক্সট মোডেই দেখাচ্ছি তাই আমি শুধু envyng-core,envyng-gtk ইনস্টল করে নিলাম।ইনস্টলের পরে Terminal ওপেন করুন এবং টাইপ করুন sudo envyng -t এবং এন্টার দিন তাহলে আপনি নিম্নোক্ত অপশন গুলো পাবেন। স্ক্রিনশটটি দেখুন
এবার আপনার কার্ডটি যদি এনভিডিয়া হয় তাহলে 1 লিখে এন্টার দিন আর আপনার কার্ডটি যদি এটিআই হয় তাহলে 3 লিখে এন্টার দিন তাহলে নিচের স্ক্রিনশটের মত অপশন দেখতে পাবেন।
এখানে যে ড্রাইভার টির পাশে কমপাটিবল এবং রিকমনডেড + চিহ্ন দেয়া আছে সেটাই ইনস্টল করা ভালো। এটি আমার কার্ডের জন্য
| 2 | 96.43.09-0ubuntu1 | 96.43.09-0ubuntu1 | + | +
এই ড্রাইভার টি রিকমেন্ড করেছে তাই আমি 2 লিখে এন্টার দিলাম এর ফলে envyng উক্ত ড্রাইভারটি ডাউনলোড এবং ইনস্টল করবে। এবার আপনার উবুন্টুটি রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট করে এবার একই ভাবে System > Preferences > Appearance Visual Effect ট্যাবে গিয়ে Extra অপশনে ক্লিক করুন। এবার নিশ্চই কমপিজ এনাবল হবে। আপনি Applications > System tools > Comopiz Fusion Icon এপ্লিকেশন টি ওপেন করুন তাহলে টাস্কবারে/প্যানেলে কমপিজ আইকন দেখতে পাবেন। তাতে রাইট ক্লিক করে Select Window Manager থেকে কমপিজ এনাবল ডিজএবল করতে পারবেন। তবে কমপিজ এনাবল করলে কিছু কিছু ক্ষেত্রে ডেক্সটপ রেজুলেশন কমে যেতে পারে যদি পুরোন মডেলের মনিটর হয়। আপনি রেজুলেশন বাড়িয়ে নিতে পারেন বা এনভিডিয়া কার্ডের ক্ষেত্রে nvidia-settings সিনাপটিকস থেকে ইনস্টল করতে পারেন এতে আপনি এনভিডিয়া কার্ডের সেটিংস পরিবর্তনের অপশন পাবেন।
এবার কমপিজের বিভিন্ন অপশন এনাবলের জন্য System > Preferences > থেকে CompizConfig Settings Manager ওপেন করুন।
এখান থেকে আপনি বিভিন্ন ইফেক্ট এনাবল করতে পারবেন। আমি একটি ইফেক্ট এনাবল করে দেখাচ্ছি
আমি Expo ইফেক্ট টি এনাবল করবো এখন সেটিতে ক্লিক করলাম এখানে ডানপাশের বাটনটিতে ক্লিক করলে আপনি শর্টকাট কি সেট করার অপশন পাবেন আমি এখানে Super+e সেট করলাম Super হচ্ছে আপনার কিবোর্ডের উইন্ডোজ বাটন টি আর নিচের Button 1 হচ্ছে আপনার মাউসের লেফ্ট বাটন। এবার বামের Enable Expo টি চেকমার্ক করে দিলে ইফেক্ট টি এনাবল হবে। এখন আমি Super+e চাপলে এই ইফেক্ট টি পাচ্ছি।
এবং থ্রিডি ডেক্সটপঃ
আর আপনি যদি প্রোপাইটারী ড্রাইভার টি আনইনস্টল করতে চান তাহলে আগের মত sudo envyng -t টাইপ করে অপশন থেকে এনভিডিয়া হলে ২ বা এটিআই হলে ৪ দিয়ে এন্টার চাপলে ড্রাইভারটি আনইনস্টল হয়ে যাবে।
ব্যস আপনার ডেক্সটপ ইফেক্ট আপনার বন্ধুকে দেখান সে নিশ্চই লিনাক্স ব্যবহারের জন্য পাগল হয়ে যাবে। কমপিজ ফিউশন ইফেক্ট উইন্ডোজ ভিসতার চেয়ে ঢের আকর্ষনীয়।
আমি darklord। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Share your knowledge with others..........
ভাইজান উবুন্তু তে সুইচ হইলাম ….. এখনও কিছু সমস্যা আছে ……… বড় সমস্যাটা হচ্ছে ইউনিকোড সেটিংস কনফিগার করা …… একটু ডিটেইলে জানাবেন ….. অনেক ঘাটাঘাটি করলাম ….. কিচ্ছু পাইনাই ……… পাইলেও বুঝি নাই।