এইমাত্ত মানে কিছুক্ষন আগে রিলিজ পেলো মুক্ত ঘরোনার অপারেটিং সিস্টেম লিনাক্স এর নতুন সংষ্করণ উবুন্টু ১০.০৪ এর Lucid Lynx LTS সংষ্করণ।
এই সংষ্করনে উবুন্টুকে দেওয়া হয়েছে নতুন চেহারা আর উন্নত করা হয়েছে এর GUI.
নিচে এর কিছু স্কীনশট দিলাম
আপনি ইচ্ছা করলে বিনামুল্য আপনার বাসায় নিয়ে আসতে পারেন উবুন্টুর সিডি।এজন্য আপনাকে এই সাইটটিতে যেতে হবে তারপর একটি একাউন্ট তৈরী করুন এবার আপনার ঠিকানা সহ সবকিছু ঠিকমত পূরণ করে সিডির জণ্য রিকোষ্ট করুন ৪-১০ সপ্তাহের মাঝে আপনার বাসায় চলে আসবে উবুন্টুর সিডি একদম বিনামূল্যে
আর যাদের নেটের স্পিড ভালো তারা এই লিংক হতে ডাউনলোড করে নিতে পারেন পরে সিডিতে বার্ন করে নিলেই হবে।তবে যারা টরেন্ট বুঝেন তারা টরেন্ট হতে ডাউনলোড করুন।
আশা করি আপনাদের ভালো লাগবে ।আর টেকটিউনস এ সার্চ দিলে উবুন্টুর উপরে অনেক লেখা পাবেন।
আর উবুন্টু সম্পর্কে বাংলায় জানতে এই সাইটটি দেখুন
আশা করি আপনাদের ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ
আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com
উবুন্টু নতুন রিলিজ পেলেই রিকোয়েষ্ট পাঠাই ৩ টা সিডির জন্য (সর্ব্বোচ্চ ৩ টাই করা যায়) । কিন্তু এখন পর্যন্ত নিজের পিসিতে ব্যবহার করিনি। বিলিয়ে দিয়েছি। একটা প্রশ্ন: XP এর সাথে উবুন্টুর কেমন পার্থক্য রয়েছে। আমি জানি এর ব্যবহার প্রনালি নাকি কঠিন?