রিলিজ হলো উবুন্টুর লেটেস্ট সংষ্করণ ১০.০৪ (ল্যুসিড লিংক)ফ্রী ডাউনলোড বা সিডি নিয়ে আসুন আপনার বাসায়

এইমাত্ত মানে কিছুক্ষন আগে রিলিজ পেলো মুক্ত ঘরোনার অপারেটিং সিস্টেম লিনাক্স এর নতুন সংষ্করণ উবুন্টু ১০.০৪ এর Lucid Lynx LTS সংষ্করণ।
এই সংষ্করনে উবুন্টুকে দেওয়া হয়েছে নতুন চেহারা আর উন্নত করা হয়েছে এর GUI.
নিচে এর কিছু স্কীনশট দিলাম

ফ্রী নিয়ে আসুন উবুন্টু ১০.০৪ এর সিডি

আপনি ইচ্ছা করলে বিনামুল্য আপনার বাসায় নিয়ে আসতে পারেন উবুন্টুর সিডি।এজন্য আপনাকে এই সাইটটিতে যেতে হবে তারপর একটি একাউন্ট তৈরী করুন এবার আপনার ঠিকানা সহ সবকিছু ঠিকমত পূরণ করে সিডির জণ্য রিকোষ্ট করুন ৪-১০ সপ্তাহের মাঝে আপনার বাসায় চলে আসবে উবুন্টুর সিডি একদম বিনামূল্যে
আর যাদের নেটের স্পিড ভালো তারা এই লিংক হতে ডাউনলোড করে নিতে পারেন পরে সিডিতে বার্ন করে নিলেই হবে।তবে যারা টরেন্ট বুঝেন তারা টরেন্ট হতে ডাউনলোড করুন।

আশা করি আপনাদের ভালো লাগবে ।আর টেকটিউনস এ সার্চ দিলে উবুন্টুর উপরে অনেক লেখা পাবেন।
আর উবুন্টু সম্পর্কে বাংলায় জানতে এই সাইটটি দেখুন
আশা করি আপনাদের ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

উবুন্টু নতুন রিলিজ পেলেই রিকোয়েষ্ট পাঠাই ৩ টা সিডির জন্য (সর্ব্বোচ্চ ৩ টাই করা যায়) । কিন্তু এখন পর্যন্ত নিজের পিসিতে ব্যবহার করিনি। বিলিয়ে দিয়েছি। একটা প্রশ্ন: XP এর সাথে উবুন্টুর কেমন পার্থক্য রয়েছে। আমি জানি এর ব্যবহার প্রনালি নাকি কঠিন?

    উবুন্টু কঠীন এটা ভুল কথা।আগে উবুন্টু অনেক কঠিন ছিলো এখন অনেক সহজ করা হয়েচে।সাহস করে একবার ব্যবহার করে দেখুন মজা পাবেন।

    আমি মামুন ভাইয়ার সাথে একমত। কয়েকদিন ধরে উইন্ডোজের পাশাপাশি লিনাক্স মিন্ট ব্যবহার করছি। আমার কাছে কিন্তু খুব ভাল লাগছে এবং তেমন কঠিন মনে হচ্ছে না, বরং সহজ। তবে উইন্ডোজ এবং উবুন্টু দুটি পুরোপুরি আলাদা অপারেটিং সিস্টেম হওয়াতে কিছুটা পার্থক্য তো থাকবেই। 🙂

উবুন্টুর সিডি বাসায় আনার পদ্ধতি https://www.techtunes.io/linux/tune-id/4873/

    Level 0

    চেষ্টা করে ব্যর্থ

সুন্দর টিউনটির জন্য ধন্যবাদ :D। তবে উবুন্টু সম্পর্কে বাংলায় জানতে যে সাইটি দিয়েছেন সেখানে গেলে তো Not Found লেখে!!! 🙁

টিউনের জন্য ধন্যবাদ,আমার মনে হয় ms window-ই সবছেয়ে সেরা অপারেটিং সিস্টেম আপনি কি বলেন।

    উইন্ডোজ সেরা সেটাতো দিবালোকের মত সত্য।তবে উবুন্টু কিন্তু ফেলনার নয় তারউপরে এটা ফ্রী ব্যবহার করে দেখতে পারেন মজা পাবেন।

মামুন তুমি কি লিনাস্ক মিন্ট এর রিকয়েস্টের লিঙ্ক টা জান?

    বুঝলাম না ।লিংক তো একটা দেওয়াই আছে।

    এইটা উবন্টুর। আমি চাচ্ছি মিন্ট এর টা বুঝসো?

    @ সাম্য , লিনাক্স মিন্টের অফিসিয়াল কোন সিডি রিকোয়েস্ট ব্যবস্হা নাই , এর কারণ হচ্ছে লিনাক্স মিন্টের সাথে প্রোপাইরেটরি মিডিয়া কোডেকগুলো দেয়া থাকে । শিপিংয়ের ব্যবস্থা করলে আইনগত কারণে এই কোডেকগুলো দেয়া যায়না ।

    তবে বিভিন্ন স্হানীয় কম্যুনিটি মাঝে মাঝে নিজ উদ্যোগে ব্যবস্হা করে থাকে । লিনাক্স-মিন্ট বিডি একবার শুরু করেছিল কিন্তু তা এখন থেমে আছে ।

আমি রেজিস্টেশন করতে পারছিনা যতবার পাসওয়ার্ড দিচ্ছি ততবার (Password must be at least 8 characters long, and must contain at least one number and an upper case letter.)এই লিখাটি লাল কালিতে দেখায়। কেউ আমাকে একটা এ্যাকাউন্ট করে দিতে পারবেন। ‍আমার ইমেইল [email protected]

    আপনার দেয়া পাসওয়ার্ড নুন্যতম একটি বড় হাতের অক্ষর+একটি সংখ্যা থাকতে হবে ।যেমন Aminmedia99 এটা দিলেই হবে ।

Level 0

ইন্টারনেট কানেক্সন থাকলে উবুন্টুর মতো মজার জিনিস আর নেই।

Level 2

আমি win7 এবং ubuntu একসাথে ইউস করতে চাই
কি করতে হবে এ জন

    Level 0

    করেন আপনাকে কি আমি না করসি??????

    আরে দুস্টামি করলাম, আপনি ইচ্ছে করলেই পারবেন
    না পারলে আমিত আছিই

ive 10.04 lts iso file if any one needs it just ask me ill help you.