গিম্প টিউটোরিয়াল [সাদাকালো ছবি কালার করা-১]

গিম্পে সাদাকালো ছবিকে কালার করার অনেকগুলো উপায় আছে। পর্যায়ক্রমে তা দেওয়ার চেষ্টা করব। আজ কালারাইজেশনের মাধ্যমে সহজেই কিভাবে ছবিকে কালার করবেন তা দেখানো হবে। প্রথমে আপনার কাংখিত সাদাকালো ইমেজটি গিম্পে ওপেন করুন।

আমি ওপেন করলাম এই ছবিটি।

ছবি

সাদাকালো করা ছবি ওপেন করার ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন ছবিটি RGB মুডে থাকে। RGB না থাকলে করে নিন। এজন্য Image>Mode>RGB এ যান। ছবি কালার করার ক্ষেত্রে ছবির দিকে খেয়াল রেখে ছবিকে মনে মনে কয়েকটি ভাগে ভাগ করে নেবেন যেমন এই ছবিটিকে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি
১। ত্বকের অংশ
২। ব্যাকগ্রাউন্ড
৩। জামা
৪। অন্যান্য (যেমন- চুল, চোখ, ভ্রু ইত্যাদি)

আমরা পর্যায়ক্রমে সব অংশ কালার করে নিব। প্রথমে ত্বকের অংশ ব্লক করে নিব। অনেকভাবে গিম্পে ব্লক করা যায়। আমরা করব Free Select Tool (F) দিয়ে। এই টুল দিয়ে সহজেই আপনি কোন অংশ ব্লক করতে পারবেন। তবে ব্লক করার সময় ছবিকে বড় করে নেবেন তাহলে ব্লক করা ভালো হবে। ছবি বড় করতে Ctrl+মাউসের চাকা ঘুরালেই হবে। আপনার যদি ছবিতে একাধিক অংশ ব্লক করার প্রয়োজন হয় তাহলে এক অংশ ব্লক করার পর অপর অংশ শুরু করার সময় শিফট চেপে ধরে ব্লক করুন। তাহলে একাধিক অংশ সহজেই ব্লক করতে পারবেন। যেমন আমি উপরের ইমেজের ত্বকের অংশ ব্লক করেছি

ছবি

এভাবে ব্লক করার পর Colors>Colorize এ যান।
ছবি

এখানে Hue, Saturation, lightness নামে তিনটি অপশন পাবেন। এগুলো স্ক্রল করে কালার আনুন। নানা রকমের কালার পাবেন। এখানে ত্বকের কালার আনতে চেষ্টা করুন। যেমন আমি নিচের মত মান দিয়েছি

ছবি

তাহলে চিত্র এরকম পাবেন

ছবি

এই যে পাঠক! যাবেন না! আরও অনেক কাজ বাকী।

আমরা শুধু ত্বকের কালার করলাম। এখন আমরা একইভাবে জামার কালার করব। এজন্য আপনাকে পূর্বের মতই জামার অংশকে ব্লক করতে হবে। আমি আমার মামনির ছবিটি নিচের মত ব্লক করলাম

ছবি

এরপর আবার Colors>Colorize এ যান।
ছবি

তারপর ইচ্ছেমত স্ক্রল করে কালার দিন। যেমন আমি নিচের মত মান দিলাম

ছবি

আর ফলাফলটা এমন পেলাম

ছবি

এর পরের অংশ ব্যাকগ্রাউন্ড এর ব্যাপার। তবে এটি আগামী পর্বে দেখাব। কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড সহজে পরিবর্তন করা যায়।

আশাকরি আপনাদের সাথে পাব।

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Latest & New Hindi Movies Download Zone Link has been deleted by Rasel Ahmed

    আপনি যেই শাকিল ই হোন না কেন! আমার টিউনে স্প্যামিং চলবে না!

    This is not a spamming………i made that blog which i want to share in your tune…..u already deleted that link…..sorry for that link and comments…….

খুব সুন্দর হয়েছে,ধন্যবাদ

সুন্দর টিউন ।ধন্যবাদ

খুব সুন্দর…