গিম্প দিয়ে আপনি সহজেই বিভিন্ন প্রকার টেক্সট ইফেক্ট দিতে পারবেন। গিম্পে ব্রাশ, টেকচার এবং গ্রিডেন্ট দিয়ে এক ক্লিকেই টেক্সট ইফেক্ট দিতে পারবেন। আসুন দেখি কিভাবে গিম্প দিয়ে টেক্সট ইফেক্ট দেওয়া যায়।
প্রথমে গিম্প ওপেন করুন। একটা নতুন ফাইল নেওয়ার জন্য File>New এ যান। তারপর এখান থেকে 640*300 পিক্সেল সিলেক্ট করুন। তারপর টেক্সট লেখার জন্য টেক্সট টুলটি ব্যবহার করতে হবে। টুলবারের টাইপ টুল এর উপর ক্লিক করুন।
তাহলে টাইপ করার জন্য উইন্ডো আসবে। এখানে আপনার টেক্সট লিখুন। আপনার কাংখিত টেক্সট লেখা হয়ে গেলে উইন্ডো এর Close এ ক্লিক করুন।
টেক্সট এর ফন্ট এবং সাইজ নির্ধারণ করতে পারবেন বামপাশে থেকে।
আপনারা হয়ত খেয়াল করবেন। টেক্সট লেখার সাথে সাথে একটি লেয়ার তৈরি হয়ে গিয়েছে।
লেয়ার নিয়ে একটু বকবকানি এখানে আছে দেখতে পারবেন। টেক্সট লেয়ারটির উপর রাইট ক্লিক করুন। এখান থেকে Text To Selection এ ক্লি করুন।
তাহলে আপনার টেক্সটি নিচের মত সিলেক্ট হয়ে যাবে।
এরপর কিবোর্ড থেকে Delete Press করুন।
আপনি যদি এই ধাপ পর্যন্ত আসতে পারেন তাহলে আপনি বুঝবেন আপনি টেক্সট ইফেক্ট দেওয়ার জন্য রেডি।
ইফেক্ট তিন ভাবে দিতে পারবেন।
১। ব্রাশ দিয়েঃ উক্ত ধাপে আসার পর টুলবক্স থেকে ব্রাশ টুল নির্বাচন করুন (সর্টকার্ট P) তাহলে টুলবারের নিচে ব্রাশের অপশন চলে আসবে। এখানে থেকে ব্রাশের সাইজ এবং অন্যান্য বিষয়গুলো নির্ধারণ করতে পারবেন। যে কোন একটি ব্রাশ সিলেক্ট করে টেক্সটের উপর ঘষাঘষি করুন।
তাহলে ইফেক্ট পাবেন।
২। প্যাটার্ন দিয়ে: উপরোক্ত ধাপে আসার পর প্যাটার্ন দিয়েও সহজে ইফেক্ট দিতে পারবেন। ডানপাশের উইন্ডোতে প্যাটার্ন না দেখতে পেলে Ctrl+Shift ধরে P চাপুন। নিচের মত প্যাটার্ন দেখতে পাবেন।
এখান থেকে প্যাটার্ন ড্রাগ করে টেক্সটের উপর ছেড়ে দিন। তাহলে ইফেক্ট পাবেন।
৩। গ্রিডেন্ট দিয়ে: গ্রিডেন্ট দিয়েও সহজে ইফেক্ট দিতে পারবেন। উপরোক্ত ধাপে আসার পর টুলবক্স থেকে গ্রিডেন্ট টুলটি সক্রিয় করুন। (সর্টকার্ট- L) তাহলে বামপাশে টুলবক্সের নিচে গ্রিডেন্ট অপশন দেখতে পাবেন
এখান থেকে পছন্দসই গ্রিডেন্ট সিলেক্ট করে আপনার টেক্সটের উপর ড্র্যাগ করে সহজেই ইফেক্ট দিতে পারবেন।
কিছু উদাহারণ
ব্রাশ দিয়ে:
প্যাটার্ন দিয়ে:
গ্রিডেন্ট দিয়ে:
আগামীতে আরও গিম্পের টিউটোরিয়াল নিয়ে হাজির হব।
আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...
ভাই আপনার টিউটোরিয়ালটা বেশ সুন্দর। আপনার সাইটেও দেখলাম। আমার একটি সাইট আছে সেখানে আপনার টিউটোরিয়াল দিলে আপনার আপত্তি আছে। আপানার টিউটোরিয়াল দেখে আরও অনেকে হয়তো উপকৃত হতে পারবে।