“ইঙ্কস্কেপ” হছে ওপেনসোর্স ভিত্তিক একটি গ্রাফিক্স এডিটর। যেটিকে একটি শক্তিশালী ও সুবিধাজনক ড্রয়িং টুল হিসেবে ব্যবহার করা যায়। এ সফটওয়্যারটিকে ইচ্ছা করলেই আপনি অ্যাডবি ইলাস্ট্র্যাটরের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন। টেক্সট, মার্কারস্, ক্লোনস্, আলফা ব্লেনডিং, ট্রান্স্ফরমস্, প্যাটার্ণস্ এবং গ্রুপিংয়ের মতো বিভিন্ন ধরণের অত্যন্ত প্রয়োজনীয় টুলস্ এতে এর নিজের মতো করে যুক্ত করা হয়েছে। এ সফটওয়্যারটি ক্রিয়েটিভ কমন মেটাডাটা, নোড এডিটিং, লেয়ার্স, বিটম্যাপ ট্রেসিং এবং সরাসরি এক্সএমএল সম্পাদনার মতো কাজগুলোকেও সমর্থন করে।
উল্লেখ্য, “ইঙ্কস্কেপ” উইন্ডোজ ৯৫/৯৮/মি/২০০০/এক্সপি/ভিস্তা ইত্যাদি অপারেটিং সিস্টেমে কাজ করে।
এ সফটওয়্যারটি ডাউনলোডের ঠিকানাঃ http://download.cnet.com/3001-6675_4-10527269.html?spi=95e03c812506019910284d412c5daf81 (সাইজ-৩৭.০১ মেগাবাইট)
(সংগৃহীত)
আমি ফাহিম আহ্মেদ। Manager, Transcom Electronics Ltd., Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 480 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ফাহিম আহ্মেদ। ভাল লাগে বিভিন্ন বিষয়ে লেখালেখি করতে, গান শুনতে আর প্রচুর বই পড়তে। আমি মুক্ত মনের স্বাধীন মানুষ হতে চাই, চাই লেখার স্বাধীনতা। স্বপ্ন দেখতে ভালবাসি। স্বপ্নের মাঝেই আমি বাস্তবতার খোঁজ করি। স্বপ্নের রঙ্গিন ভেলায় ভেসে, আমি সত্য জগতে পাড়ি জমাতে চাই। চাই স্বপ্নীল আলোতে নিজেকে উদ্ভাসিত করতে।...
ভাল টিউন করছেন বায়া।