বিশ্বের শ্রেষ্ঠ একটি ক্লিনিং সফটঅয়্যার (পরবেন না তো মিস করবেন)

আমরা অনেকেই হার্ডডিস্ক ক্লিনিং সফটওয়ার হিসেবে Ccleaner, HDcleaner, Vista cleanman, Regseeker, Tuneup utilities ইত্যাদি সফটঅয়্যার ব্যবহার করে থাকি। তবে আমি নিজে খুবই অবাক হয়েছি যেই ক্লিনিং সফটওয়ারটি হার্ডড্রাইভের অযাচিত ফাইল ক্লিন করতে সবচেয়ে বেশি কার্যকর সেই সফটওয়ারটি নিয়ে আমাকেই টিউন করতে হল। যাই হোক আশা করি প্রত্যেক কম্পিউটার ব্যবহারীদেরই এই ক্লিনিং সফটওয়ারটি প্রয়োজন পরবে।

Wise Disk Cleaner

যেসব অযাচিত ফাইল ডিলেট করবেঃ

  • .diz
  • .tmp
  • .temp
  • .chk
  • .old
  • .gid
  • .nch
  • .wbk
  • .fts
  • .ftg
  • .$$$
  • log.txt
  • .err
  • .---
  • .~*
  • ~*.*
  • .??$
  • .log
  • .~mp
  • ._mp
  • .dmp
  • .prv
  • .sik
  • .bak
  • thumbs.db
  • chlist.ms
  • .ilk
  • .aps
  • .ncb
  • .pch
  • .$db
  • .?$?
  • .??~
  • .?~?
  • .db$
  • ._dd
  • ._detmp
  • chklist.
  • mscreate.dir

তবে সকল প্রথমবার সকল অযাচিত ফাইলগুলোতে ক্লিক করে নিন। নাহলে ডিফল্ট হিসেবে যে কয় প্রকারের অযাচিত ফাইল ডিলেট করার জন্য মার্ক করা থাকবে শুধুমাত্র সেগুলোই ডিলেট হবে। আপনি Run অপশনে যেয়েও কিছু অযাচিত ফাইল ডিলেট করতে পারেন।
যেমনঃ

  • Prefetch
  • temp
  • %temp%
  • recent

নিচের লিংকগুলো হতে ডাউনলোড করতে পারবেনঃ

মূল ফাইল                        

পোর্টেবল                        Local download

সকলকে ধন্যবাদ..............................

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Thank you Brother.

Level 0

আরেকটু ডিইটেইলস বলবেন……অন্যগুলোর চেয়ে কেন এটা বিশ্বের শ্রেষ্ঠ ক্লিনিং সফট্ওয়্যার। টিউনআপ, ট্রাক ইরেজার, সি ক্লিনার বা এ্যাডভান্স সিষ্টেম কেয়ার প্রোম এগুলোওতে আমার কাছে দারুন মনে হয়েছে।

    হুমম ভাল প্রশ্ন, আমি সবগুলোই ব্যভহার করেছি তবে একটাতেও ১০০০ এর বেশি অযাচিত ফাইল ক্লিন করতে পারে নি। তবে এটার ব্যবহারের ফলে আমার পিসি থেকে প্রায় ৩৫০০ অযাচিত ফাইর ডিলেট করতে সক্ষম হয়েছি। এবার আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।

সবচেয়ে বড় ব্যাপার হল এটি ওপেন সোর্স এর একটি ফ্রিওয়্যার সফটঅয়্যার, ধন্যবাদ।

হুম ভালো টিউন ।তবে আমি উইন ইউটিলিটিস এর পেইড ভাসর্ন ফ্রিতে ব্যবহার করতেছি ভালই চলতেছে ।

    @মামুন, টিটি তেও সামু হাল হইসে, মেয়ে নিক দেখলেই লুলামি শুরু।
    দেশটার যে কি হবে। 🙁

    চিন্তা কইরো না আমিও মাইয়া নিক লইয়া মাঠৈ নামতাছি ফুল স্পিডে । 🙂

    এইবার কি লেডি মামুন নামে মাঠে নামার চিন্তা আছে নাকি….???

    ঝাক্কাস…

দারুন জিনিস দিলেন ভাই, পিসির সব আবর্জনা দূর হইয়া এক্কেবারে ফকফকা হইয়া গেছে। (ধন্যবাদ)২

কিছু দিন আগে আমার ধারাবাহিক টিউনে এটার পোর্টেবল সফট দিয়ে টিউন করে ছিলাম, খারাপ না ভালোই
তবে তুমি Auslogics BoostSpeed ব্যবহার করে দেখো… মাথা ঘুরে যাবে 😉
একের ভেতর সব বলতে পারো। এটা আমার কাছে বেষ্ট 🙂
ধন্যবাদ তোমার টিউনের জন্য 🙂

Hasib vai ami apnar dia (মূল ফাইল ) link thaka download korlam install kora dhaki trial ……. kiso balan

    তাহলে পোর্টেবলটি ডাউনলোড করে ব্যবহার করুন

Level 0

হাসিব ভাই
আপনি টিউন করলে ভালো না হয়ে পারে ।

কাজে দিয়েছে ।

ধন্যবাদ ।

ভালইতো মনে হচ্ছে

অসাধারন টিউন,ধন্যবাদ ।

হাসিব ভাই ভালো টিউন ধন্যবাদ আপনাকে,কিন্তু আমি স্কেন করার পরও কিছু ইন্টারনেট ফাইল থেকে যায় যাহা সিসি ক্লিনার দিয়ে ক্লিন করতে হয়.এই বেপারে কিছু বলবেন কি?

    আতাউর রহমান ভাই প্রতিনিয়তই কম্পিউটারে অযাচিত ফাইল আপনার হার্ডডিস্কে প্রবেশ করে। এগুলো ডিলেট করা সাথে সাথে আবারও ফাইলগুলো তৈরি হয়। যা সিক্লিনার দিয়ে স্ক্যান করার কিছুক্ষন পরে আবার স্ক্যান করলে সেগুলো দেখতে পাওয়া যায়।

ধন্যবাদ। ভাল টিউনস।

ট্রাই করে দেখব। তবে আমার মতে Your Uninstaller Software টি সব চেয়ে ভাল।

Level 0

ফাটাফাটি হয়েছে ধন্যবাদ।

ভালো টিউন তবে শিরোনামের সফটঅয়্যার এবং পরবেন বানান দুটি ভুল। ভেতরে যাই হোক কিন্তু শিরোনামেই বানান ভুল হলে দেখতে খারাপ লাগে।

আপনাকে ধন্যবাদ ভাই হাসিব ।

সকল পাঠকের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।

Level 0

অনেক ধন্যবাদ.

হাসিব ভাই,
সাহায্য চাই আমার কোন লেখা পোষ্ট করতে গেলে ব্রাউজার ইরর আসে
যদি এই লেখা পোষ্ট হয় আমাকে সাহায্য করবেন কি সমস্যা?
আমার এ্যাকাউন্টের বয়স ১৫৮ দিন
অনেক বার চেষ্টা করেছি কিন্তু সমস্যা একটাই
অনুগ্রহ করে উপায় বলুন কেউ
mail: [email protected]

দেখি ব্যবহার করে কেমন লাগে …… 🙂

হাসিব >>> ব্যবহার করে ভালো লাগলো…
~ !

Level 0

dhonZbad Seyar koray……tobe bZbohar na kore kichu bochi na

    Level 0

    ভালই খারাপ না
    but it’s not the BESt

Level 0

একটা জিনিস ভুল সেটা হল গিয়ে পোর্টেবল বলে যেটা বললেন সেটা মোটেই তা নয়

এটা কি ccleaner থেকে ভালো?

vaia apni notun tune korsen na keno !!!!!!!!!!!!!!!!!!!!!

সত্যিই সুন্দর

আমি কখনো এগুলো ইউস করি না, আপনার পোস্ট দেখে ভাবলাম হাতের কাছে পেলাম করে দেখি। ধন্যবাদ আপনাকে।

Level 0

Thanks you vaiya.Thank you so much.

Level 0

thanks a lot

Level 0

thanks

শ্রেষ্ঠ সফটওয়ার এর জন্য শ্রেষ্ঠ ধন্যবাদ।

Level 0

প্রিয় বন্ধু, আপনার টিউন খুবই ভালো ও কাজের………. শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ………. আমি আপনার টিউন থেকে এই প্রথম এত বেশী ক্লিন ফাইলের নাম জানলাম….. আরও এই ধরনের টিউন আমি আশা করি………..ধন্নবাদ…

Level 0

বড় ভাই আমার কাছে ৬.৬ গব এর video & photos আছে!আমার বড় ভাই ইন্ডিয়া তে থাকে!আমি তাকে এই গুলা পাঠাতে চাই।কিন্তু এতবর তো>>>>>অসম্ভব!
super compress করে 10-20mb করার কোন পদ্ধতি আছে কি?
(আমাক বাটপার ভাবেন না!মানুষ america তে কারো আত্তীয় থাকলে কিছহু বলে না!কিন্তু india তে কিছু হলেই বাটপার!!!!!!!!সবাই ত একরকম না!)

Level 0

বড় ভাই আমার কাছে ৬.৬ gb এর video & photos আছে!আমার বড় ভাই ইন্ডিয়া তে থাকে!আমি তাকে এই গুলা পাঠাতে চাই।কিন্তু এতবর তো>>>>>অসম্ভব!
super compress করে 10-20mb করার কোন পদ্ধতি আছে কি?