আমরা অনেকেই হার্ডডিস্ক ক্লিনিং সফটওয়ার হিসেবে Ccleaner, HDcleaner, Vista cleanman, Regseeker, Tuneup utilities ইত্যাদি সফটঅয়্যার ব্যবহার করে থাকি। তবে আমি নিজে খুবই অবাক হয়েছি যেই ক্লিনিং সফটওয়ারটি হার্ডড্রাইভের অযাচিত ফাইল ক্লিন করতে সবচেয়ে বেশি কার্যকর সেই সফটওয়ারটি নিয়ে আমাকেই টিউন করতে হল। যাই হোক আশা করি প্রত্যেক কম্পিউটার ব্যবহারীদেরই এই ক্লিনিং সফটওয়ারটি প্রয়োজন পরবে।
তবে সকল প্রথমবার সকল অযাচিত ফাইলগুলোতে ক্লিক করে নিন। নাহলে ডিফল্ট হিসেবে যে কয় প্রকারের অযাচিত ফাইল ডিলেট করার জন্য মার্ক করা থাকবে শুধুমাত্র সেগুলোই ডিলেট হবে। আপনি Run অপশনে যেয়েও কিছু অযাচিত ফাইল ডিলেট করতে পারেন।
যেমনঃ
নিচের লিংকগুলো হতে ডাউনলোড করতে পারবেনঃ
সকলকে ধন্যবাদ..............................
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
Thank you Brother.