একসময় কম্পিউটার বিশ্বে রাজত্ব করত মাইক্রোসফট এবং এর উইন্ডোজ। তবে ধীরে ধীরে সেই রাজত্বের অবসান হতে চলেছে । সেই রাজত্ব ধীরেধীরে দখল করে নিচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম। ঠিক ধীরে ধীরে নয় দ্রুতই বলা চলে কারন লিনাক্স যেভাবে স্বল্পসময়ের মধ্যে অধিকসংখ্যক ইমপ্রুভমেন্ট দেখিয়েছে এবং আরো বেশী ইউজারফ্রেন্ডলি এবং ব্যবহার উপযোগী করে তুলেছে তাতে অদূর ভবিষ্যতে ঘরে ঘরে এবং অফিস আদালতের কম্পিউটারে লিনাক্স ওএস দেখাগেলে অবাক হওয়ার কিছু থাকবেনা।
আর লিনাক্সের এই সাফল্যে অগ্রদূত এর ভূমিকা পালন করছে ক্যানোনিক্যাল এর উবুন্টু লিনাক্স। লিনাক্স ঘরানার একটি জনপ্রিয় ডিস্ট্রিবিউশন হচ্ছে উবুন্টু লিনাক্স। উবুন্টুর নতুন সংস্করণ বের হয় প্রতি ৬ মাস পর পর তাই আপনি নানান ইমপ্রূভমেন্ট সহ সফটওয়্যার সমূহের সামপ্রতিক সংস্করণ সমূহ পেয়ে যাচ্ছেন যেখানে অন্যান্য ডিস্ট্রিবউশন এর নতুন সংস্করন বের হয় বছর অন্তর অন্তর। উবুন্টু সবসময় লিনাক্সকে কিভাবে আরও ব্যবহারকারী বান্ধব করে তোলা যায় এর বিষয় গুরুত্ব দিয়েছে। এসকল বিষয় উবুন্টুর জনপ্রিয়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গত ৩০ এ অক্টোবর ২০০৮ এ Canonical Ltd উবুন্টুর নতুন সংস্করণ উবুন্টু ৮.১০ ইন্টারপিড আইবেক্স রিলিজ করেছে।
উবুন্টু ৮.১০ এ বেশকিছু নতুন ফিচার যুক্ত করা হয়েছে । উক্ত ফিচার গুলো আপনাদের কাছে তুলে ধরার জন্যই আজকে এই রিভিউ লেখা।
উবুন্টু ৮.১০ এর উল্যেখযোগ্য ফিচারের একটি হল ৩জি সাপোর্ট। এর মাধ্যমে আপনি খুব সহজেই ৩জি বা WiFi নেটওয়ার্ক এর সাথে যুক্ত হতে পারেন। আর আপনি যদি মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন তাহলে আপনি কোন ঝামেলা বা জটিল কনফিগারেশন ছাড়াই মাত্র দুতিনটি ধাপেই ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে পারবেন। জেনে খুশি হবেন গ্রামীনফোন,একটেল ও বাংলালিন্ক ও এতে যুক্ত করা হয়েছে। আপনাকে যা করতে হবে তা হল মোবাইলটিকে ডাটাকেবল বা ইউএসবি কেবলের মাধ্যমে যুক্ত করতে হবে এর পর System > Preference > Network Configuration চালু করে Mobile Broadband ট্যাব থেকে আপনার সার্ভিস প্রোভাইডারের নাম টি শুধু এড করতে হবে। তার পর টাক্সবার থেকেই এক ক্লিকে নেটে কানেক্ট হতে পারবেন। স্ক্রিনশটটি দেখুন :
ইন্টারপিড এর আরেকটি উল্যেখযোগ্য ফিচার হচ্ছে উবুন্টু ইউএসবি ডিস্কে ইনস্টলেশন সুবিধা। এর মাধ্যমে আপনি উবুন্টু ইউএসবি ডিস্ক থেকে চালাতে পারবেন। আজকাল বিশাল সাইজের ইউএসবি ডিস্ক কম দামে পাওয়া যায় তাই এই ফিচারটি খুবই কাজে আসবে। আপনি এবার উবুন্টু পকেটে নিয়ে ঘুরতে পারবেন। পিসিতে ইউএসবি ডিস্ক ঢুকিয়ে উবুন্টু চালাতে পারবেন এবং কাজ শেষে ফাইলগুলো ডিস্কেই সংরক্ষন করতে পারবেন । এজন্য আপনাকে উবুন্টু ডেক্সটপ থেকে System > Administration > Create A ubuntu Startup Disk এ ক্লিক করে উবুন্টু .iso উবুন্টু সিডি এড করে Make Startup Disk এ ক্লিক করে উবুন্টু ইউএসবি ড্রাইভে ইনস্টল করতে পারেন।
এটি আরও একটি নতুন অপশন ইন্টারপেড আইবেক্সে। এর বৈশিষ্ট হল ধরুন আপনি আপনার বন্ধুকে কম্পিউটারটি কিছুক্ষনের জন্য ব্যবহার করতে দিতে চাচ্ছেন কিন্তু আপনি তাকে আপনার নিজেস্ব ফোল্ডার বা সেটিং এক্সেস ও মডিফাই করতে দিতে চাচ্ছেন না। তাকে আপনি Guest session ব্যবহার করতে দিতে পারেন। সে নেট ব্রাউজিং করতে পারবে ছবি দেখতে পারবে ভিডিও চালাতে পারবে কিন্তু কোন কিছু স্থায়ী ভাবে সংরক্ষন করতে পারবেনা এবং আপনার রুট বা হোম ফোল্ডার এক্সেস করতে পারবে না।
উবুন্টুর ডিফল্ট প্লেয়ার Totem Movie Player এ বিবিসি এবং ইউটিউব প্লাগইন যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে আপনি টোটেম প্লেয়ার থেকেই বিবিসির পডকাস্ট ও ভিডিও দেখতে পারবেন এবং ইউটিউব ভিডিও সার্চ এবং প্লে করতে পারবেন। তবে এজন্য Gstreamer কোডেক ইনস্টল করতে হবে সেটি আপনি ভিডিও প্লে করার সময় ম্যাসেজ দেখতে পাবেন সেখান থেকে ইনস্টল করে নিলেই হল। ভিডিও দেখার জন্য আপনার আর ওয়েব ব্রাউজার ওপেন করতে হবেনা আপনি টোটেম থেকেই ভিডিও সার্চ ও প্লে করতে পারবেন।
উবুন্টুর ডিফল্ট ফাইল ম্যানেজার Nautilus 2.24.1 এ ট্যাব ফিচার যুক্ত করা হয়েছে। আপনি ফায়ারফক্সের মত এখানে CTRL+T প্রেস করে একটি উইন্ডোতে অনেকগুলো ট্যাব ওপেন করতে পারবেন।এছাড়াও View অপশনে Compact ভিউ যুক্ত করা হয়েছে।
আশাকরি উবুন্টু লিনাক্স এর নতুন সংস্করণটি আপনাদের ভালো লাগবে।
http://www.ubuntu.com/getubuntu/download
বা https://shipit.ubuntu.com/ এর মাধ্যমে ফ্রি অর্ডার করতে পারেন।
আমি darklord। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Share your knowledge with others..........
চৎমকার লেখা। নতুন র্ভাসনে এইবার মনে হয় নেট সেটআপে আরাম পাবো। তবে আর একটি বিষয় হলো ওরা শিপিং করতে প্রায় ১ মাসের মতো সময় নেয় যা খুবই বিরক্তিকর। আমার OpenSUSE11.0 স্টেবল ভার্সনটা খুব দরকার। চট্টগ্রামে কারও কাছে পাওয়া যাবে কি?
এইটা কি শিপ ইট সাইট থেকে হার্ডি হ্যারনের মত ফ্রি শিপিং করবে। যদি অর্ডার করি …………??