আমাদের দেশের ইন্টারনেটের যা আবস্থা!!! এর কি কোন প্রতিকার নেই???

কেমন আছেন সবাই? আজকের টিউন এ আপনাদরে স্বাগতম।
আমরা বাংলাদেশী আমরা সব সময় একটু বেশী চাই কিন্তু আমরা যেটা পাবো সেটা তো পাইই..... না!!! আর যেটা চাই সেটার তো কথাই ওঠে না। বুঝতে একটু বোধহয় কষ্ট হল? আসলে আমি বলতে চাচ্ছি বাংলাদেশের Internet Speed এর কথা। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, কিন্তু এটাকে আরো উন্নয়ন করতে গেলে আমাদের Internet খাত কে উন্নত করতে হবে। আমরা ডিজিটাল বাংলাদেশ করতে গেলে IT Section কে আরও উন্নত করতে হবে। আর IT Section এর মেরুদণ্ড হল এই Internet। তো যাই হোক নিজের দেশের বদনাম করে তো আর লাভ নাই! আসুন বিষয়টা তে ফিরে আসি। আমাদের দেশের Internet Service Provider যারা এবং তাদের অবস্থা টা একটু মনযোগ লক্ষ্য করি-

High Speed Broadband: আমার বাড়ি খুলনাতে তাই খুলনার কথাটা আগে তুলে ধরলাম। আমাদের খুলনার ISP হল AKIZ Online, Khulna.Net, Radio Link এই ৩ উলুবনের খাটাশ রাজাদের speed হল ২০-৪০(কে.বে.পি.এস)। এখানেই শেষ না আরও আছে! আপনি এদের যে কোন একটা নিয়ে দেখুন ১ম ৬/৭ দিন খুব ভাল service দেবে। তারপর! আপনার speed ঐ ওরা একদম কমিয়ে দেবে। তখন আপনি ১০(কে.বে.পি.এস) ও পাবেন না। আমার কয়েকটা বন্ধু বাংলাদেশের বিভিন্ন জায়গায় থাকে তাদের কাছে জিজ্ঞাসা করলে ঐ একই কথা।

Wi-Max: এটা নতুন নতুন এসে যে ভাবটা দেখাল তাতে মনে হল যাক বাবা এবার বোধহয় একটু বাচাগেল। কিন্তু না এটা হল কাটা ঘায়ে নুনের ছিটা! Wi-Max এর rate per month হল ৩৫০০-৫০০০টাকা। হ্যা এটা ঠিক যে এটাতে একটু ভাল speed পাওয়া যায়। কিন্তু rate??? এটা তো আমাদের মত লোকদের সাধ্যের বাইরে।

Grameen Phone: “গ্রামীনফোন কাছে থাকুন” এই dialog টির সাথে আমরা সবাই পরিচিত। এই company ও দিচ্ছে internet সেবা। Share IP যা দিয়ে আমাদের তেমন লাভ নেই। এই রক্তচোষা Company এর ও কিছু internet package আছে এগুলো হল-
P1= No Use No Pay (per kilobyte .02 paisa)
P2= Unlimited for one month (24hours) 977 with vat.
P3= Unlimited for one month (8hours) 348 with vat.
P4= Unlimited for one day 72 with vat.
P5= 3GB for one month 805 with vat.
P6= 1GB for one month 348 with vat.

Aktel: এবার আসা যাক এই company তে। এর ইন্টারনেট স্পিড ও মোটামুটি খারাপ না আবার ভাল ও না এক এক যায়গায় এক এক রকম স্পিড। এর ও কিছু internet package আছে এগুলো হল-
Unlimited for one day 65 with vat.
Unlimited for 1 month 760(24 hours) with vat (post-paid only)
Unlimited for 1 month 295 (8hours) with vat (post-paid only)
No Use No Pay (per kilobyte .015 paisa)
1GB for one month 275 with vat
3GB for one month 517 with vat.
5GB for one month 750 with vat.

Warid Telecom: এটা যেদিন বাংলাদেশে পা রেখে নেট কানেক্ট করল সেদিন জিপি ও এ্যাকটেল এর স্পিড একদম ডাউন হয়ে গেল। কারন এটা তার অরজিনাল শক্তি প্রকাশ করতে চাইল কিন্তু লাভ হল না। এর ও একটা কারন ছিল সেটা আমি বলব না। এজন্য আমাকে মাফ করবেন।
এর আছে দুইটা internet package আর তা হল-
No use no pay (per kilobyte .02 paisa)
Unlimited for 1 month (24 hours) 750 without vat (এটাও post-paid only)

Teletalk: এটা আমাদের দেশের সরকারী মোবাইল কোম্পানী আর আমরা ভাল করেই জানি যে সরকারী জিনিস কেমন হয়। এর যে প্যাকেজ আর তার যে স্পিড তা আমি উল্লেখ করে আমার পেজ এর যায়গা নষ্ট করতে চাচ্ছি না।

Citycell: এটা বাংলাদেশের সর্ব ১ম সি.ডি.এম.এ মোবাইল কো্ম্পানী। আমি যতদূর জানি এটা সার্ভিস ভাল দেয়। এটার স্পীড ও অন্যদের তুলনায় ভাল।

Banglalink: আমাদের দেশের জাতীয় পশু আর তাকে ট্রেডমার্ক বানিয়ে এই কোম্পানী কাজ করছে। বাঘের যে গতি তার তিল পরিমান ও নেই এই কোম্পানীর Internet Speed এ। বাংলাদেশের সব চেয়ে বাজে Internet Speed যদি কোন কোম্পনীতে থাকে তাহলে সেটা হল বাংলালিং। এক ঘন্টায় ২০ মেগাবাইট ও ডাউনলোড করা যাবে না।

যাক অনেক পরনিন্দা পরচর্চা করলাম, এবার একটা কথা বলি! আপনারা কি জানেন??? এশিয়া মহাদেশের সবচেয়ে বেশী ইন্টারনেট এ বিল দিতে হয় আমাদের দেশে। মানে আমরা যে বিলটা মাসে দেই ইন্টারনেটের জন্য, তারপরেও যদি একটু স্পিড বেশী পেতাম তাহলে আমাদের একটু লাভই হত। আমার টিউনটা ভাল লাগলে কমেন্ট করবেন না লাগলেও করবেন।

Level 3

আমি সুমন হালদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

What is share ip?aktel aktel goru company.warid ki obostha?

ওয়াইম্যা্ক্সের ব্যাপারে তথ্যটায় সাংঘাতিক ভুল আছে ।প্রথম কয়দিন হাই রেট থাকলেও বর্তমানে সাধ্যের কাছেই আছে দাম।৬০০-১০০০টাকায় ভালো স্পিড দেয় এখন ওয়াইম্যাক্স প্রয়োজনে এদের সাইট দেখে আসতে পারেন ।
http://www.banglalionwimax.com and http://www.qubee.com.bd

Sabbir bhi apni tnt broadband use koren. eder ADSL modem dia use korte hoi. eder speed khub valo. charge kom. ai bisoye akta tune kichudin age hoise. porben asha kori. ok . valo thaiken.

    ভাই টিএনটি ব্রডব্যান্ড কি ? এটা কি ভাবে পাব? এর উপর যদি টিউন হয়ে থাকে তাহলে এটার লিঙ্ক দিন প্লিজ. আর আপনি বলছেন এর কার্গে কম. কত কম ?

এক জায়গায় আপনি লিখেছেন .02 পয়সা, এটা পয়সা না হয়ে হবে .02 টাকা এবং অন্য একজায়গায় .015 পয়সা এটাও টাকা হবে। ধন্যবাদ। আমি খুলনার এ জন্য এই সম্পর্কে আমার অনেক বাস্তব অভিজ্ঞতাই আছে। http://zcwblog.co.cc

Level 0

একমত প্রকাশ করছি।

সত্যই দুঃখের। ভাই টেলিটক টেস্ট করলাম, একদম বাঝে। google এই ডুকতে অনেক সময় লাগে এবং কোন কাজে লাগান যায় না।

ভাই ,banglalink এ আমি movie নামাই। স্পিড পাই ১৫-১৬kbps। আপনি বললেন ঘন্টায় ২০mb ও ডাউনলোড করা যায় না, আমি তো ৭০-৭৫ mb ডাউনলোড করি।
যাই হোক স্পিড এলাকা ও ইউজার কম বেশি কিনা এর উপর নির্ভর করে। যেমন আমার এলাকায় জিপি & একটেল এর অবস্থা খুব খারাপ।

[IMG]http://i48.tinypic.com/6j1ysg.jpg[/IMG]

Level 0

that is right সহমত

ভাই আমি আপনাদের থেকে একটু ভিন্ন কথা বলতে চাই,সবাই জিপি এর নেট স্পীড বললেন খারাপ,কিন্তু কখনো কি ব্যবহার করে দেখেছেন কি? আমি প্রায় অনেক দিন ধরেই সকল মোবাইল কোম্পানির নেটব্যভার করেছি কিন্তু গ্রামীণ এর চাইতে বেশী স্পীড অন্য গুলোতে পাইনি। আমার বাসা ফার্মগেট এলাকায় যেখানে মোবাইলের গ্রাহক অনেক বেশি। আমি গ্রামীন দিয়ে ২৫-৩৫ কিলবাইটের মত পেয়েছি কিন্তু অন্য যেমন বাংলালিঙ্ক,ওয়ারিদ বা একটেল এ আমি ১০-১৫ এর উপরে পাইনি। আমি সিলেট এবং আর কয়েকটি জেলায় বেড়াতে যেয়েও প্রায় ২০+ স্পীড পেয়েছি জানি না আমি ভাগ্যবান কিনা । তবে gp এর পর আমার কাছে ও্যারিদ এ ভাল লেগেছে।

Level 0

syhet a ROBI 25 kbps GP 10 Kbps