আর নয় কোন বাংলা লেখালেখি সফটওয়্যার এর লাইসেন্স চুরি, এখন থেকে ওপেনসোর্স সফটওয়্যার অভ্র তেই সব কিছু

প্রথমেই বলে রাখি আমার পোস্টটা মূলত যারা বিষয়টা জানেনা তাদের জন্য ----

আমরা জানি যে আমরা কত কাজে অভ্র কে ব্যবহার করি এক কথায় বলতে কি অভ্র ছাড়া  আমাদের বাংলা লেখা অসম্ভভ । আমরা যখন অভ্র ইন্সটল করি তখন বাংলা (ইউনিকোড) ফন্ট যে কয়েক টা পাই তাতে আমি মনে করি তা অফফিসিয়াল কাজের জন্য যথেষ্ট নয় বা অভ্র দিয়েও যে অফফিসিয়াল বাংলা লেখালেখির কাজ করা যায় তা হয়ত আমরা অনেকেই জানিনা। অভ্রতে এখন Kalpurush , Kalpurush ANSI ও অন্যান্য ফন্ট দিয়ে অফিসিয়াল ফরম্যাট এর বাংলা লেখালেখির কাজ নিমেষেই করা যায়।

একটা উদাহরণ দিলাম এই ছবিতে :

official bangla

তাই আর নয় কোন সফটওয়্যার এর লাইসেন্স চুরি, এখন থেকে ওপেনসোর্স সফটওয়্যার অভ্র তেই সব কিছু। আর আমি আমার নিজের করা বাংলা এবং ইংরেজির একটা ছোট ফন্ট কালেকশন আপনাদের সাথে শেয়ার করলাম।  আশাকরি আপনাদের এখন থেকে আর ফন্ট নিয়ে সমস্যা হবেনা। ইনশাআল্লাহ্‌

অফিসিয়াল বাংলা ফন্ট ডাউনলোড লিঙ্ক : http://www.omicronlab.com/bangla-fonts.html

All in one font pack ডাউনলোড লিঙ্ক : Click Here

তবে প্রিন্ট যদি দোকানে গিয়ে দেন তাইলে কিন্তু ফন্টটা কপি করে সাথে নিতে ভুলবেন না।

বিঃ দ্রঃ  সকল ফন্ট WINDOWS XP, VISTA, 7 এবং MS-Office 2003, 2007, 2010 তে কাজ করবে।

আমার টিউন পড়ার জন্য আপনাদের ধন্যবাদ, যদি ভাল লাগে তাহলে মন্তব্য করতে ভুলবেননা।

Level New

আমি টেক পাগলা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

I also support avro and use it personaly.

All in one font pack ডাউনলোড লিঙ্ক kaj kore na

আজ প্রায় ৬ বছর হতে চলল, আমি অভ্র ব্যবহার করে চলেছি। এই লেখাটিও অভ্রতে লেখা। মাঝখানে কিছুদিন অফিসিয়াল ওয়ার্কে অভ্র আর বিজয় পাশাপাশি চালিয়েছিলাম, তবে এখন ৯৮%ই অভ্র।

আমি গত ২ বছর হল অভ্র ব্যাবহার করছি! 🙂 অভ্রর চেয়ে সহজে আর কোন সফটওয়্যার দিয়ে বাংলা লেখা যায় না… তাই, আমি সবসময় অভ্রকেই সাপোর্ট করি 🙂

অভ্র is The BEST

অভ্র সেরা।অভ্রের সাথে আছে নিস্বার্থের ছেলেরা।অভ্রকে সালাম।

Level New

আমি নতুন ভাবে আপলোড করে আপনাদের লিংক দিচ্ছি @ Amir Hossain

Level New

All in one font pack নতুন ডাউনলোড লিঙ্ক আপলোডেড >> http://www.mediafire.com/?2v1dsdnvl3fxxr4

অভ্র দিয়ে কি ম‍্যেক ওএস এ লেখা যায় ?

eikhane kivabe bangla likhbo, abhra instal korte hobe??

Level 0

আমি মনে করে অভ্ররের সাথে দেয়া ফন্ট গুলই যতেস্ট, লেখা লেখির আবার অফিসিয়াল আন-অফিসিয়াল ব্যাপার কি? এই ইউনিকোড ফন্টের থেকে পরিস্কার বাংলা ফন্ট আর একটাও নাই।

আপনি ঠিকই বলেছেন @ iamnayem ভাই। তারপরও Kalpurush , Kalpurush ANSI ফন্ট দিয়ে fully অফফিসিয়াল ফরম্যাট এর বাংলা লেখালেখির কাজ করা যায়। ব্যবহার করে দেখতে পারেন। আশাকরি ভাল লাগবে।

অভ্র দিয়া সবই করা যায়।

প্রিন্টিং সেক্টরে কিন্তু বিজয়ের বিকল্প নেই। (Opensource হওয়ার আমি অভ্রকেই পছন্দ করি)। ভালকে ভাল বলতে দোষ নেই।

Level 0

অভ্রতে অফিসিয়াল লেখালেখি করতে বিজয় ব্যাবহার করতাম। আজ থেকে অভ্র।

Level 0

আগে অফিসিয়াল লেখালেখি করতে বিজয় ব্যাবহার করতাম। আজ থেকে অভ্র।

@অক্ষর: যেই সেক্টরে যান না কেন এখন অল ইন অল কিন্তু অভ্র ……… তবে ভাল একটা ব্যাপার বলেছেন ভাই ……… প্রিন্ট যদি দোকানে গিয়ে দেন তাইলে কিন্তু ফন্টটা সাথে নিতে ভুলবেন না…………… নাইলে কিন্তু বাঁশ :)p

Level 0

vi anar fb er bangla lekha gulo alo-melo ki korbo plz. arvo dheya ace

আমি অভ্র ব্যবহার করতে চাই। আমাকে প্রচুর পরিমানে অফিসিয়াল কাজ করেত হয়। অভ্র দিয়ে বিজয় লেআউট ব্যবহার করে লিখা যায়। কিন্তু সমস্যা হল বিজয়ের ১০০% লেআউট পাওয়া যায় না। যেমন- তোমাকে লিখতে বিজয় ব্যবহার করে( c+k+f+m+f+c+j) আর অভ্র ব্যবহার করে (k+c+f+m+f+j+c) অর্থাৎ বিজয় দিয়ে একার আগে অপর দিকে অভ্র দিয়ে একার পরে লিখতে হয়। এরকম একার, অকার ইকার ইত্যাদি । একারনে আমি বিজয় ব্যবহার করতে চাই। যদি অভ্রতে এই সমস্যাটি (আমার) না থাকত তাহলে অভ্রই ব্যবহার করতাম। তাই অভিজ্ঞদের কাছে আমার অনুরোধ যদি কেউ এই দুটি সমস্যার সমধান করে দিতে পারেন তাহলে খুবই উপকৃত হব।

    Level 2

    @Md. Mashudur Rahman: আপনি Tools>Optios>Fixed Layouts>Use Modern Style Typing সিলেক্ট করে দিন।