শুভ নববর্ষ: একটু দেশপ্রেম দরকার

শুভ নববর্ষ

আসুন দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি

আসলেই কি দূর্নীতিমুক্ত বাংলাদেশ চান। উত্তর যদি হ্যাঁ হয় তবে নিজেকে দিয়েই শুরু করুন। আপনার কম্পিউটারে যেই মাইক্রোসফট অফিস সফটওয়্যারটা ব্যবহার করেন সেটা কি আসল? এর দাম কত জানেন? ... দেখুন:

যদি আপনার সফটওয়্যারটি আসল না হয় তবে নতুন বছরের শুরুতেই পাইরেটেড অফিস সফটওয়্যারটির বদলে মুক্ত ওপেন অফিস ইনস্টল করে নিন। এতে শুধু আপনিই দেশকে প্রায় ৪০০ ডলারের দূর্নীতি থেকে মুক্ত করবেন।

ওপেন অফিস ডাউনলোড করুন: (১৩৬.৩ মে.বা.)

ওপেন অফিস সান মাইক্রোসিস্টেমের তৈরী বিখ্যাত ফ্রী অফিস সফটওয়্যার। এটার ইন্টারফেসের সাথে মাইক্রোসফট অফিস ২০০৩ এর কিছুটা মিল আছে, তাই অভ্যস্থ হতে আধাঘন্টার বেশি সময় লাগার কথা না। এটা এর নিজস্ব ফাইল ফরম্যাট ছাড়াও মাইক্রোসফট অফিসের ফাইল ফরম্যাট খুলতে, সম্পাদনা/তৈরী এবং সংরক্ষণ করতে পারে। এছাড়া সরাসরি ফাইলকে pdf হিসেবে সংরক্ষণ করার উপায় আছে। আর সাহায্য যদি একান্তই দরকার হয় তবে নিচের লিংক থেকে বাংলা ম্যানুয়াল (৩.০২ মে.বা.) ডাউনলোড করে নিন।

কি এখনও সিদ্ধান্ত নিতে পারছেন না … দেশপ্রেম এবং একে দূর্নীতি মুক্ত করার ইচ্ছাটা কি তবে আন্তরিক নয়?

শুভ নববর্ষ!



Level 0

আমি শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 449 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

গুগল আমার সম্পর্কে জানে, কাজেই জানতে চাইলে আমার নাম বা ইউজার নামটা দিয়ে গুগল করুন ... :D


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাঃ, খুব সুন্দরভাবে বিষয়টি লিখেছেন, অসংখ্য ধন্যবাদ।

    Tune kore kemne?ami korle lekha ase published but 1st page gele nai?why???

    @ রিয়া: ধন্যবাদ।

ভাই, এটাতে কি বাংলা ইউনিকোড ফন্ট সাপোর্ট করে…..????
আমি আগে যেটা ব্যবহার করতাম সেটাতে ইউনিকোড সাপোর্ট করতো না। আমি বাংলা লেখার জন্য বিজয় ইউজ করি না, অভ্র ইউজ করি…..

    জ্বি করা যায়।

    কী করলে অভ্র সিলেক্ট করলেই স্বয়ংক্রিয়ভাবে ইউনিকোড বাংলায় লিখবেন তা এখানে সচিত্র বর্ণনা আছে। ঐ পোস্টটি খুলে স্ক্রল করে শেষের দিকে যাবেন।

যুগে যুগে মানুষ ভালবাসা বা প্রেমের খাতিরে কত কষ্ট স্বীকার করলো … ন্যায়ের পথে থাকতে কত আঘাত/কষ্ট সইলো … সেই তুলনায় এটাতো কিছুই না ….